
26/06/2025
খিলক্ষেত দুর্গা মন্দির উচ্ছেদ করা হচ্ছে ; আইন মেনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বুল্ডোজার চালাচ্ছে। উপাসনালয় বড় আবেগের জায়গা ; আবেগের চেয়ে আইন বড় না ছোট - সেই তর্ক-বিতর্কে যাচ্ছি না। কিন্তু এদেশে পরিত্যক্ত মন্দিরের সম্পত্তিতে কত কত সরকারি স্থাপনা হয়েছে, কত কত শত্রু/অর্পিত সম্পত্তি সরকার ব্যবহার করেছে এবং করে যাচ্ছে - সেই জমির হিসেব করলে খিলক্ষেত দুর্গা মন্দিরের জমিটুকু সরকার কি ছাড় দিতে পারত না? এদেশে কত কত সরকারি জমিতে কত কত স্থাপনা হয় ; এই একটা উপাসনালয়কে হয়তো ছাড় দেয়া যেত...
কাল রথযাত্রা ; নিজের শহরে উদযাপন করব বলে এক বুক আনন্দ নিয়ে নিজের শহরে এসেছিলাম। সমস্ত আনন্দ কই যেন মিলিয়ে গেল। খানিক আগে আনন্দে ভরে থাকা বুকটা এখন কেন যেন প্রচণ্ড ভারি লাগছে!
শুভ রথযাত্রা, বাংলাদেশ! ভালো থেকো সরকারি জমি, ভালো থেকো...
© শ্রী অয়ন চক্রবর্তী