
21/07/2025
আমি এই দৃশ্য দেখে গভীর ভাবে মর্মাহত 😭 আজ উত্তরা মাইলস্টোন কলেজে দুর্ঘটনার পর যেটা বারবার চোখে পড়ে-তা হলো মানুষের অসচেতন ভিড়। দুর্ঘটনা ঘটলেই চারপাশে লাইভ, ভিডিও, ছবি তোলার হিড়িক পড়ে যায়। কেউ রাস্তা ফাঁকা করে না।অথচ এসব কৌতূহলী ভিড়ের জন্যই হয়তো কেউ বেঁচে থাকার সুযোগ হারায়। হায় রে বাঙালি জাতি 😥