Ahmad Abdur Razzak 5

Ahmad Abdur Razzak 5 Honesty is the best policy.
(5)

এটাতো মনে হয়ে এডিট করা!🤔🤔🤔
26/09/2024

এটাতো মনে হয়ে এডিট করা!🤔🤔🤔

25/08/2024

আল্লাহ আপনি বন্যা কবলিত সবাইকে আপনার কুদরতি হাতে হেফাজত করুন। আমিন

25/08/2024

প্রত্যেকে নিজ অবস্থান থেকে বন্যা কবলিত লোকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না!এরা হল মানবতার ফেরিওয়ালা! আফসোস!
17/07/2024

কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না!
এরা হল মানবতার ফেরিওয়ালা!
আফসোস!

15/07/2024

আব্দুল্লাহ ইবনু ওমর (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যখন তোমার মাঝে চারটি জিনিস থাকবে, তখন দুনিয়ার সবকিছু হারিয়ে গেলেও তোমার কোন সমস্যা নেই। (১) আমানত রক্ষা করা (২) সত্য কথা বলা (৩) সুন্দর চরিত্র (৪) বৈধ রুযী’।

ঊপদেশ, হাদিস নং ৫১

ছোট ছেলেটার জন্য একটা লাইক কমেন্ট এবং শেয়ার হয়ে যাক।
29/04/2024

ছোট ছেলেটার জন্য একটা লাইক কমেন্ট এবং শেয়ার হয়ে যাক।





26/04/2024



16/04/2024

অবশেষে 'রুপান্তর' নামক নাটকটি ইউটিউব থেকে সরানো হয়েছে! আলহামদুলিল্লাহ।
ঐক্যবদ্ধ আন্দো*লন ও বয়কট কতটা গুরুত্বপূর্ণ তা আজ স্পষ্ট।

কেমন দিলাম? আজকে কারেন্ট তেমন যায় নি বল্লেই চলে।কপি পোস্ট
10/04/2024

কেমন দিলাম? আজকে কারেন্ট তেমন যায় নি বল্লেই চলে।
কপি পোস্ট

আলহামদুলিল্লাহ সেনেগাল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে সকলের প্রিয় মুখ ক্বারী আবু রায়...
08/04/2024

আলহামদুলিল্লাহ সেনেগাল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে সকলের প্রিয় মুখ ক্বারী আবু রায়হান ১ম স্থান অধিকার করেছে।

আবু রায়হান বাংলাদেশের এক অমূল্য সম্পদ।আল্লাহ তার মাকাম আরো বৃদ্ধি করুন।

যার কথা মনে পড়লে আজও  কলিজা ছিড়ে কান্না আসে 😭😭😭 ২০০৩ সালের আজকের এই দিনে ড. আফিয়া সিদ্দিকা নিখোঁজ হয়েছো🥺😪 া_করে_২মিনিট_স...
07/04/2024

যার কথা মনে পড়লে আজও কলিজা ছিড়ে কান্না আসে 😭😭😭

২০০৩ সালের আজকের এই দিনে
ড. আফিয়া সিদ্দিকা নিখোঁজ হয়েছো🥺😪

া_করে_২মিনিট_সময়_ব্যয়_করে_পোষ্টটা_পড়বেন ।
আসা করি খারাপ লাগবে না।
এই সেই আফিয়া সিদ্দিকা
যিনি ছিলেন নিউরো সাইন্টিস্ট, যিনি
ছিলেন একজন পি.এইচ.ডি. হোল্ডার এবং
যিনি ছিলেন একজন কোরআনের হাফেজা যার
বুকে ধারন করেছিলেন পবিত্র কোরআনের
ত্রিশটি পারা।
এই আফিয়া সিদ্দিকাই কিডন্যাপ হয়েছিল
২০০৩ সালে যার স্থায়িত্ব ছিল ২০০৮ সাল
পর্যন্ত। পরবর্তীতে নিয়ে যাওয়া হয়
আমেরিকান টর্চার সেলে এবং সেখানে তার
উপড় চলে পাশবিক নির্যাতন,মানসিক
নির্যাতন।
কোরআন শরীফের পাতা ছিড়ে মেঝেতে
বিছিয়ে রেখে তাকে উলংগ করে বলা হত যাও
কোরআনের উপর দিয়ে গিয়ে কাপড় নিয়ে
আসো।
ঐ নরপশুরা তাকে বিভিন্নভাবে নির্যাতন
চালাতে শুরু করে,খেলায় মেতে ওঠে ঐ
হায়েনার দলেরা। পালাক্রমে গনধর্ষনের
স্বীকার হন এই কোরআনের হাফেজা,
নিউরো সাইন্টিস্ট ড:আফিয়া সিদ্দিকা।
আমেরিকান আদালত তাকে ৮৬ বছরের সাজা
ঘোষনা করে এক আমেরিকান সেনা হত্যা
চেস্টার অপরাধে।
আদালতে বিচারক কিছু বলার আছে কিনা
জানতে চাইলে ড:আফিয়া সিদ্দিকা বলেন...
"আপনি তাদের ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ
করার,উলঙ্গ করে সার্চ করার।আপনার কাছে
কিছুই বলার নেই আমার,
আমি আমার আল্লাহর কাছে যেয়েই যা বলার
বলব। আমিতো সেদিনই মরে গেছি যেদিন
আমাকে প্রথম ধর্ষন করা হয়েছিল। আমাকে
ছেড়ে দিন, আমাকে আমার দেশে যেতে দিন।"
ড:আফিয়া সিদ্দিকার মূল অপরাধ ছিল তিনি
একজন কোরআনের হাফেজা ছিলেন। এত
উচ্চশিক্ষিত হয়েও কেন তিনি কোরআনের
দিকে ঝুঁকে ছিলেন,কেন তিনি তাঁর বক্তব্যে
কোরআনের রেফারেন্স টানতেন..?
কেন তিনি দ্বীনের পথে সামিল হওয়ার দৃঢ়
প্রত্যয় নিয়েছিলেন..? এক বছর নয় দুই বছর নয়,
,,,,,
নয় নয়টি বছর তাকে একটানা ধর্ষন করা
হয়েছিল ঐ অন্ধকার কারাগারে আটকে রেখে।
শুধু ধর্ষন নয় এর পাশাপাশি মরন ব্যাধি
ক্যান্সারের বীজও তার শরীরে পুঁতে
দিয়েছিল নরপশুরা।
অবশেষে বিদায় নিলেন একজন হাফেজা
বিশ্বের একমাত্র নিউরো সাইন্টিস্ট ড:
আফিয়া সিদ্দিকা।
ধিক্কার জানাই বিশ্ব মানবতা,,
হে আল্লাহ তুমি তোমার পবিত্র কোরআনের
বানী ধারনকৃত ড: আফিয়া সিদ্দিকাকে
জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করো।

~~~~~~~~~~আমিন~~~~~~~~~~~

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmad Abdur Razzak 5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share