Sushanta Das Gupta

Sushanta Das Gupta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sushanta Das Gupta, Habiganj Sadar, Sylhet Division, Habiganj.

ATeam সদস্য। International Federation of Journalists-IFJ সদস্য। AmarMP.com প্রতিষ্ঠাতা। GenocideBangladesh.org প্রজেক্ট হোস্ট। মানবাধিকার কর্মী। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এবং হেলথ-সেফটি, ফায়ার ও এনভায়রনমেন্ট বিশেষজ্ঞ। WhatsApp +447784264010 (SMS Only). কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য, ধর্মবিষয়ক উপকমিটি ( ২০২৪- চলমান)।

সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, ইউকে (২০১৫- চলমান)।

বিজ্ঞান ও প

্রযুক্তি বিষয়ক সম্পাদক, লন্ডন আওয়ামী লীগ (২০১৫- চলমান)।

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সদস্য, ত্রান ও সমাজ কল্যানবিষয়ক উপকমিটি ( ২০১৭- ২০১৯)।

মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ''বাংলাদেশ নিয়ে'' বইয়ের প্রকাশক ও সম্পাদক (২০১৩)।

স্টিয়ারিং কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (২০০০-২০০২)।

01/07/2025

নোটিশ- Daktar Aijuddin আইডিটি এক সপ্তাহ বন্ধ থাকবে। কারন আইডির সকল মালিকই প্রফেসনাল কাজে নেটওয়ার্কের বাইরে থাকবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।

01/07/2025

সোস্যাল মিডিয়ায় মিথ্যা প্রচারণা ঠেকাতে আওয়ামী লীগ সরকারের ভূমিকা কী ছিলো ?

20250701

01/07/2025

নাম তার অমি রহমান পিয়াল।

গত ১১ মাসে অন্তত পাঁচবার এমন মুহূর্ত এসেছে যখন আমরা প্রায় সবাই সিদ্ধান্তে পৌঁছেছিলাম— ATeam এর যাত্রা এখানেই শেষ। হতাশা, ক্লান্তি, অপমান, এবং সীমাহীন বাধা আমাদের ভেঙে ফেলছিল। মনে হচ্ছিল, আর পেরে উঠবো না।

কিন্তু প্রতিবার, ঠিক প্রতিবারই একজন এসে দাঁড়িয়েছেন দেয়ালের মতো। বলেছিলেন—"তোমরা যেও, আমি থাকবো। আমি যুদ্ধ থামাবো না। এই যুদ্ধ দলের জন্য না, দেশের জন্য।"

তিনি অমি রহমান পিয়াল।

হ্যাঁ, আপনি তাকে অপছন্দ করতেই পারেন। তিনি রুক্ষ, মুখ খারাপ, মদ খায়, সম্পর্ক ঠিক রাখতে পারেন না। কিন্তু আপনি তাকে উপেক্ষা করতে পারবেন না। কারণ, যখন আমরা সবাই হেরে যাচ্ছিলাম, তখন তিনিই লড়াইটা চালিয়ে গেছেন একা।

আজ ATeam 71 অনলাইনে আছে—এই একটি মাত্র মানুষের কারণে। তাঁর মতো মানুষকে আপনি ঘৃণা করতে পারেন, কিন্তু ইতিহাস তাকে মুছে ফেলতে পারবে না।
কারণ কিছু মানুষ দাগ রেখে যায়। অমি ভাই সেইরকম একজন।

এই যুদ্ধ থামবে না, কারণ তাতে এখনো অমি রহমান পিয়াল লড়ছেন। আর ততদিন ATeam 1971 বেঁচে থাকবে—প্রতিরোধের প্রতীক হয়ে।

শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসায়—অমি ভাই, আপনি একাই এক বাহিনী।

01/07/2025

ধ'র্ষ'ণে'র বাংলাদেশ! ভোলার তজুমদ্দিনে চাঁদার দাবিতে স্বামীকে আটকে রেখে আলোচিত গণধ'র্ষ'ণে'র স্বীকার হওয়া সেই নারীর মুখে শুনুন তার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজের ক্যাডার শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ ও যুবদল নেতা আলাউদ্দিন কি নৃশংস ঘটনা ঘটিয়েছিলো। বিএনপির তজুমদ্দিন উপজেলা কার্যালয়ের পাশে এমন বর্বরোচিত ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষিতা নারীর স্বামী নিজেও শম্ভুপুর ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় কর্মী।

অপরদিকে ধ'র্ষ'ণ'কারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়ায় স্থানীয়দের উপর হামলা চালিয়ে কয়েকজনকে আহত করা হয়েছে..

01/07/2025

জুলাইয়ে তিন বাহিনীর মধ্যে কত বড় ষড়যন্ত্র হয়েছিল নৌবাহিনীর লেফটেন্যান্ট ইনতিসার ইনজামাম হাসিমুখে প্রকাশ করছে। এমন কী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশছাড়া না করলে ৩ বাহিনীর প্রধানকে হ/ত্যা করার প্লানও ছিল তাদের!

জুলাই ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন।

01/07/2025

আবু সাঈদ ও মুগ্ধ হত্যাকান্ড ছিল ইউনূসের মেটিকুলাস প্ল্যানের অংশ,
জননেত্রী শেখ হাসিনা।
লিংক কমেন্টে:

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে জ #ঙ্গি হা%ম #লা%য় নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা।
01/07/2025

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজানে জ #ঙ্গি হা%ম #লা%য় নিহত সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা।

01/07/2025

জুলাই ষড়যন্ত্রে নারীদের অংশগ্রহণ ও আওয়ামী লীগ সরকারের অবস্থান

20250648

জুলাই এক প্রতারণার ইতিহাস। একজন ছাত্র দূরে থাক, ঢা'বিতে কি কোন পশু পাখিও মরেছিলো? #জুলাইcdi
01/07/2025

জুলাই এক প্রতারণার ইতিহাস। একজন ছাত্র দূরে থাক, ঢা'বিতে কি কোন পশু পাখিও মরেছিলো?

#জুলাইcdi

নৌকা চালাইতে আইলাম...
01/07/2025

নৌকা চালাইতে আইলাম...

01/07/2025

তোমার আঙিনা ভরে গেছে মা গো রক্ত এবং লাশে
হয়না শকুন মেতেছে আজকে হত্যার উল্লাসে....

গর্বের মুহূর্ত – আমি এখন একজন চার্টার্ড কোয়ালিটি প্রফেশনাল (CQP MCQI)! খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাকে The Charter...
01/07/2025

গর্বের মুহূর্ত – আমি এখন একজন চার্টার্ড কোয়ালিটি প্রফেশনাল (CQP MCQI)!

খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে, আমাকে The Chartered Quality Institute (CQI) কর্তৃক CQP MCQI (Chartered Quality Professional – Member) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই স্বীকৃতি শুধু একটি ডিগ্রি নয়—এটি আমার বছরের পর বছর প্রচেষ্টা, পেশাদারিত্ব, এবং গুণগত মানের প্রতি একাগ্রতার আনুষ্ঠানিক স্বীকৃতি।

আপনাদের সবার সহায়তা ও অনুপ্রেরণায় আমি আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছি। আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে!

Address

Habiganj Sadar, Sylhet Division
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sushanta Das Gupta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sushanta Das Gupta:

Share

I write to express, not to impress.

A Social Media specialist in politics. Founded AmarMP, AmarBlog, AmarProkashoni, AmarFilm, AmarNews, E-Bangladesh, Genocide Bangladesh Archive etc.