Islamic life

Islamic life ❤️ ফলো এবং লাইক দিন ❤️

আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, হযরত মুহাম্মদ (সা:) আল্লাহর প্রেরিত বান্দা ও রাসুল।

Tazim- পেজ এর সকল মেম্বার দের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার-

🔰- ইসলামিক ভিডিও
🔰- পোষ্ট করবো
🔰-
🔰-সবাই সাপোর্ট করবেন প্লিজ
🔰-
🔰-
🔰-

"Tazim" পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

মন খারাপ থাকলে ফুলের কাছে যাও
08/09/2025

মন খারাপ থাকলে ফুলের কাছে যাও

08/09/2025

আলী رضي الله عنه ও ফাতিমা رضي الله عنها এর ভালোবাসা
আলী (রা.) ছোটবেলা থেকেই ফাতিমাকে (রা.) পছন্দ করতেন, কিন্তু সাহস করে কিছু বলেননি। পরে যখন আল্লাহ চাইলেন, তখন তাদের বিয়ে হলো। তাদের দাম্পত্য জীবন ছিল সরল, পরহেজগার আর ভালোবাসায় ভরা।

08/09/2025

হযরত মুহাম্মদ ﷺ ও খাদিজা رضي الله عنها এর প্রেম
খাদিজা (রা.) প্রথম মুহাম্মদ ﷺ কে তার সততা ও চরিত্র দেখে পছন্দ করেন। তিনি নিজেই প্রস্তাব দেন। তাদের ভালোবাসা এত গভীর ছিল যে নবীজি ﷺ তার মৃত্যুর পরও তাকে মনে করতেন এবং তার বন্ধুদের সম্মান করতেন। ❤️

💖 স্বামী–স্ত্রীর পবিত্র ভালোবাসাভালোবাসা যত পবিত্র, ততই মূল্যবান।নবী মুহাম্মাদ (সা.) বলেছেন:যে ব্যক্তি তার স্ত্রীর সাথে ...
07/09/2025

💖 স্বামী–স্ত্রীর পবিত্র ভালোবাসা

ভালোবাসা যত পবিত্র, ততই মূল্যবান।
নবী মুহাম্মাদ (সা.) বলেছেন:

যে ব্যক্তি তার স্ত্রীর সাথে সদাচরণ করে, সে জান্নাতে প্রবেশ করবে।
(সহিহ বুখারী, হাদিস 6030)

আরেক হাদিসে বলা হয়েছে:
স্ত্রীদের প্রতি সদাচরণ করো, কারণ তাদের প্রতি দয়া করা তোমার সওয়াব বাড়ায়।
(সহিহ মুসলিম, হাদিস 1468)

স্বামী–স্ত্রীর মধ্যে ভালোবাসা শুধু অনুভূতি নয়, এটি পবিত্র কর্তব্য, বোঝাপড়া, ও পরস্পরের সম্মানের মধ্য দিয়ে শক্তিশালী হয়। যদি দু’জনের মন এক না হয় বা বোঝাপড়া না থাকে, তবে সমস্যা দেখা দিতে পারে। কিন্তু সদাচরণ, সহমর্মিতা ও একে অপরকে বুঝে চলার মাধ্যমে সম্পর্ককে আরও সুন্দর ও স্থায়ী করা যায়। 🌿✨
#ভালোবাসা #পবিত্র_ভালোবাসা #স্বামী_স্ত্রী #বিবাহ #সম্পর্ক #সদাচরণ #প্রেম #পরিবার #ইসলাম #হাদিস িবাহ #প্রেরণা #পরস্পরের_সম্মান #জান্নাত

23/08/2025


سُوۡرَةُ الكافرون

قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ
وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ

20/08/2025

👉 নামাজীর সামনে দিয়ে যাওয়া কি জায়েজ? | সহিহ হাদিস

🕌✨বৃদ্ধ বয়সে একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে,তখন সেই দৃশ্য দেখে মনে হয়—মানুষের জীবনের আসল শান্তি আর প্রশান্তিলুকিয়ে আছ...
19/08/2025

🕌✨
বৃদ্ধ বয়সে একজন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে,
তখন সেই দৃশ্য দেখে মনে হয়—
মানুষের জীবনের আসল শান্তি আর প্রশান্তি
লুকিয়ে আছে কোরআনের আয়াতের ভেতরেই।

সাদা দাড়ি, কাঁপা হাত, দুর্বল দেহ,
চোখে ঝাপসা দেখা, হয়তো দাঁতও নেই—
তবুও ঠোঁটে ঝরছে পবিত্র কোরআনের সুর।
মনে হয়, এই দুনিয়া তাকে যতই ক্লান্ত করে তুলুক,
কোরআনের সুরই তাকে শক্তি দিচ্ছে, শান্তি দিচ্ছে।

🌸 সময় তো চলে যাচ্ছে…
জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি আঁকড়ে ধরেছেন আল্লাহর কালাম।
যেখানে মানুষ সবকিছু ছেড়ে দেয়,
সেখানে তিনি আঁকড়ে ধরেছেন কোরআন—
আল্লাহর সঙ্গে যোগসূত্রের এই মাধ্যমকে।

হয়তো এটাই তার শেষ সান্ত্বনা,
এটাই তার জান্নাতের পথে আলো।

জান্নাতে স্বামী-স্ত্রীর মিলন দুনিয়ার সব ভালোবাসাকে ছাড়িয়ে যাবে।এক পলকের সাক্ষাতেই চল্লিশ বছরের সুখ অনুভূত হবে।আল্লাহর কা...
16/08/2025

জান্নাতে স্বামী-স্ত্রীর মিলন দুনিয়ার সব ভালোবাসাকে ছাড়িয়ে যাবে।
এক পলকের সাক্ষাতেই চল্লিশ বছরের সুখ অনুভূত হবে।
আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যেন সেই জান্নাতের সাথী হই।
সুবহানআল্লাহ! 🌸

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic life:

Share