Podda TV

Podda TV সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার জন্য।

03/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Hossen Ahmed, Eman Hasan, Nur Mohammob, Md Maruf Ahmed, Sharif Gazi

01/07/2024

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ১০ হাজার পরীক্ষার্থী

আমি কি লিখবো বুঝতে পারতেছিনা কষ্টে বুকটা পেটে যাচ্ছে। যাদেরকে জঙ্গি বলে ধরা হয়েছে তারা আমার একেবারে কাছের বন্ধু। এই তিন...
01/07/2024

আমি কি লিখবো বুঝতে পারতেছিনা কষ্টে বুকটা পেটে যাচ্ছে। যাদেরকে জঙ্গি বলে ধরা হয়েছে তারা আমার একেবারে কাছের বন্ধু।
এই তিনজনের মধ্যে দু'জন আমার বন্ধু একজনের নাম হলো রহমত উল্লাহ। আরেক জনের নাম হলো আবু নাঈম। তাদের সাথে আমি ঢাকা একবছর একটি কোর্সে ভর্তি হয়েছিলাম। আমরা এক সাথে পড়ালেখা করেছি কিন্তু আমি তাদের মধ্যে কোন জঙ্গির ভাব পায়নি তারা কখনো জঙ্গি হতে পারে না। তারা সব সময় নিজেদের পড়ালেখা নিয়েই ভাবতো। আহা আমরা কোন দেশে বসবাস করি বুঝতে পারছি না😓

হাতের লেখার কোর্সে ভর্তি হয়েছিল এই ছেলেগুলো। ফেরার পথে তাদের জঙ্গি প্রশিক্ষণ নেয়ার অভিযোগে ধরা হয়েছে। আমাদের প্রশাসনের এমন দৈন্যদশা হয়েছে যে, তারা হাজার হাজার কোটি টাকা মেরে ঠান্ডা মাথায় ভেগে যাচ্ছে তাদের ধরতে পারে না।

এদের জঙ্গি বানানোর আগে যেখানে তারা হাতের লিখার প্রশিক্ষণ নিয়েছে সেখানে যাওয়া যেতো না.? খবর নেয়া যেতো না.? সেই মাদরাসা তো পাহাড়ে জঙ্গলে নয়, ঢাকা শহরেই। এতো বড় অপরাধী বানিয়ে তাদের জীবন নষ্ট করে দেয়া যায়!!

29/06/2024
16/02/2024

............................শিক্ষার গুরুত্ব কেমন .......?
আমরার দুই বন্ধু ও আমাদের প্রিয় শিক্ষক তিনজন যাচ্ছিলাম বাস দিয়ে ঢাকার উদ্দেশ্যে। আমি আমার শিক্ষকের পাশে বসেছিলাম আর আমার বন্ধু আমাদের পাশের সিটে বসেছিল , তখন সে দেখতে পেল তিন চারজন লোক শিক্ষার বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে,। এই তিন চারজনের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল, সেই বৃদ্ধ লোকটা হটাৎ আলোচনার মধ্যে বলে উঠলো,! শিক্ষার কোনো দাম নেই, শিক্ষা হলো একটা ফালতু বিষয়,। এই শিক্ষা অর্জন করে কিছুই হবেনা। শিক্ষিত হয়ে মানুষ শয়তান হয়।
তখন সেই বৃদ্ধ লোকটাকে আমার বন্ধু বললো, চাচাজান আপনার কি হয়েছে আপনি কেনো শিক্ষা এবং শিক্ষিত মানুষ পছন্দ করেন না ? তখন সেই বৃদ্ধ লোকটা বললো, এই জন্য আমি শিক্ষা পছন্দ করিনা, কারন আমি অনেক টাকা পয়সা করচা করে আমার সন্তানকে ডাক্তার বানিয়েছি
সে ডাক্তার হয়ে অনেক টাকা পয়সার মালিক হয়েছে,
কিন্তু সে আমাকে ও তার মাকে দেখতে পারেনা, এবং আমাদের দেখা শুনা করে না। তাকে শিক্ষিত বানিয়ে আমি অনেক ভুল করেছি। তখন আমার বন্ধু লোকটাকে কিছু বলার সাহস পায়নি,। কিছুক্ষণ পরে আমরা বাস থেকে নেমে, একটা হোটেলে নাস্তা করতে বসলাম,। তখন আমার বন্ধু বৃদ্ধ লোকটার সকল কথা আমাদেরকে বললো,।
তার কথা শুনে আমি আমার শিক্ষক কে বললাম হুজুর শিক্ষার গুরুত্ব নিয়ে একটা স্টোরি লেখা দরকার।
তখন আমার শিক্ষক বলেন অবশ্যয় লেখা দরকার।
এর পর থেকে লেখা শুরু করলাম..।
............... তাহলে আসুন মূল কথায়...................

শিক্ষা মানুষের জ্ঞান অর্জনের অন্যতম মাধ্যম।

🖋️..যেমন অন্ধকারে আলো ছাড়া ভালো ভাবে চলা যায়না।
তেমনি ভাবে দুনিয়াতে শিক্ষা ছাড়া ভালো ভাবে চলা যায়না। শিক্ষা এমন একটা বিষয় যা বলে শেষ করা যায়না।

😊...যেমনি ভাবে মাথা ছাড়া বডির কোনো দাম নেই। তেমনি ভাবে শিক্ষা ছাড়া মানুষের জীবনের কোনো দাম নেই। শিক্ষা ছাড়া দুনিয়া এবং আখিরাত অন্ধকার।
যদি আপনি দুনিয়া এবং আখিরাত আলোকিত করতে চান তাহলে আপনাকে সুশিক্ষার আলোকে আলোকিত হতে হবে।

🏃‍♂️...যেমন মানুষ চলাফেরা করতে হলে দুটি পায়ের প্রয়োজন। যদি পা না তাকে তাহলে চলাফেরা করতে অনেক কষ্ট হয়,

যেমনি ভাবে পা ছাড়া দুনিয়াতে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। তেমনি ভাবে শিক্ষা ছাড়া দুনিয়াতে চলাফেরা করতে অনেক কষ্ট হয়।

দুনিয়াতে চলার জন্য যেমন পায়ের প্রয়োজন তেমন শিক্ষারও প্রয়োজন। শিক্ষা হলো জাতির মেরুদন্ড। শিক্ষা মানুষের মধ্যে সততা এবং মানসিক শক্তির বিকাশ ঘটিয়ে তাকে ভালো এবং সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। আবার উপযুক্ত শিক্ষাই কোন জাতি বা রাষ্ট্রের উপকারে আসে, তারা রাষ্ট্রের সুনাম বয়ে আনে, এবং তারাই রাষ্ট্রের সম্পদ হিসাবে দাড়ায়।

👉...আপনি হতে পারেন কোটি কোটি টাকার মালিক। থাকতে পারে আপনার অনেক ধন সম্পদ। কিন্তু টাকা এমন একটা জিনিস সেটা হলো হাতের ময়লা। সেই টাকা পয়সা আপনার কাছ থেকে একদিন চলেও যেতে পারে। কিন্তু জ্ঞান এবং শিক্ষা হলো এমন একটা জিনিস যা আপনার কাছ থেকে চলে যাবে না। আপনার মূল সম্পদ হলো জ্ঞান এবং শিক্ষা। সেটা আপনার কাছ থেকে চলে যাবে না বরং আজীবন থেকে যাবে।

📚....শিক্ষা হল মানব জীবনে সব চেয়ে বড় সম্পদ। মানব জীবনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাই আমাদের প্রত্যেকের উচিত শিক্ষা অর্জন করা এবং অন্যকে শিক্ষা দেওয়া। আপনি যে কাজই করেন না কেন সর্বক্ষেত্রে শিক্ষার প্রয়োজন অনেক। শিক্ষা ছাড়া চলাফেরা করা অনেক কষ্টকর।

আঁধার ঘরে বাত্তি ছাড়া যেমন অন্ধকার লাগে তেমনি ভাবে শিক্ষা ছাড়া দুনিয়াটা অন্ধকার লাগে।

🇸🇦..... আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) শিক্ষাকে অনেক গুরুত্ব দিতেন তিনি বলেন যদি জ্ঞান অর্জন করতে চাও তাহলে সুদূর চীন দেশে হলেও যাও। এ তে বুঝা যায় শিক্ষা অর্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা মানুষের জ্ঞান বুদ্ধি মানসিকতা বৃদ্ধি করে। আবার এই শিক্ষায় পারে মানুষের চরিত্র টিক করতে।

👨‍👨‍👧.....শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ জীবনধারণের সঠিক পদ্ধতি সহজেই খোঁজে বের করতে পারে । শিক্ষা হলো ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সঠিক পদ্ধতি।
শিক্ষাই মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করে।

🌏.....দুনিয়ার নিয়ম অনুযায়ী মানুষকে মৃত্যুবরণ করতে হয়। মৃত্যুর পর কয়েকদিন মানুষ মনে রাখবে এরপর সবাই ভুলে যাবে, কিন্তু একটি জিনিস কে মানুষ ভুলবেনা সেটি হল আদর্শ শিক্ষা, এই শিক্ষার কারণে মানুষ আপনাকে আজীবন মনে রাখবে।

যেমন হযরত মোহাম্মদ (সা:) এবং তার সাহাবী।
ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালেক, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মইনুদ্দিন চিশতী, আশরাফ আলী তানবী,
কেরামত আলী জৌন পুরি, আব্দুল লতিফ ফুলতলী, সাইফুল হাদিস আজিজুল হক, নুরুদ্দিন গহরপুরি,
এবং আমাদের দেশের কবি কাজি নজরুল ইসলাম।
তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, তারা রেখে গিয়েছে আদর্শ শিক্ষা, আর এই শিক্ষার কারণে মানুষ তাদেরকে আজীবন মনে রেখেছে, এবং ইতিহাসের পাতায় পাতায় তাদের নাম রয়েছে, তাদেরকে মানুষ আজীবন মনে রাখবে, কারণ শুধু একটি আদর্শ শিক্ষা। তারা দুনিয়া থেকে চলে গিয়েছে, কিন্তু এই শিক্ষার কারণে মানুষের মনের মধ্যে তারা আজও বেঁচে রয়েছে।

এই জন্য আমাদের সকলের উচিত শিক্ষা অর্জন করা।

🕋.....আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে সুশিক্ষা অর্জন করার তৌফিক দান করুন... আমিন

🖋️.....লেখক মোঃ আবু রায়হান চৌধুরী... ✍️

10/02/2024

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই.?

আসা করি উত্তর দিবেন

09/02/2024

........প্রিয় চাচা জানকে নিয়ে কবিতা......

হঠাৎ এক ঝড় এল
মোদের একা করে দিয়ে চলে গেল
দয়াময়,,,
এমন ঝড় এল
চাচার খানির সময় ভূলাই দিল
চাচা ডাকার ইচ্ছাটুকু কেড়ে নিল

চাচার মায়া ভরা ডাক
কেড়ে নিল এই ঝড়
আপন চাচারে দূরে সরিয়ে
করিল মোদের পর

দয়াময়,,,
মাথার উপরে ছায়া দেওয়া
বিশাল সেই বটবৃক্ষ
কবরে করিলাম সমাহিত
ওখানে দেখার কেউ নেই
তুমি তারে আপন করে দেইখ
হে দয়াময়,,
এ দুনিয়া তৈয়ার করে
এভাবেই কি পরিক্ষা নেও
বিচ্ছেদের স্বাদ দিয়া অন্তরও গভীরে

দয়াময়,,,
ধরণীর একভাগ মায়ার তরে
যদি এ পাথর হৃদয়
মোমের মতো গলিতে পারে
তোমার নিরানব্বইভাগ মায়ার তরে
ভালোবাসা জড়িত চাচারে
রাখিও প্রতিশ্রুত জান্নাতের ঘরে,

হে দয়াময় আপনি যদি জান্নাত না দেন
কে দিবে বলেন,? আপনাকেই দিতে হবে
আমার চাচা জানকে জান্নাত,।

👉...লেখক মোঃ আবু রায়হান চৌধুরী... ✍️

09/02/2024

মজার একটি কবিতা এই কবিতাটি পরলে আপনার হাসতে হবে

😹রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বড় বড় কবি
দের আড্ডা হচ্ছে,,😬

:
আমি সেখানে সবার জন্য চা বানিয়ে
নিয়ে গেলাম। আমার বানানো চা
খেয়ে,,☕
:
প্রথমে কবিগুরু বললেন.... আমারো
পরাণো যাহা চায় তার কিছু নাই,
কিছুই
নাহি এই চায়ে গো,😅
:

এটা শুনে বিদ্রোহী কবি নজরুল লাফ
দিয়ে উঠে বললেন,,
আমি বিদ্রোহী রণক্লান্ত, আমি সেইদিন
হব শান্ত, যদি ভালো করে কেউ চা
বানিয়ে আনতো,,
:

নজরুলের কথা শুনে উদাস মুখে জীবনানন্দ
দাস বললেন,,
আর আসিবনা ফিরে রবি ঠাকুরের নীড়ে,
গরম চায়ে মুখ দিয়ে ঠোঁট গিয়েছে
পুড়ে,,
:

খানিক পরেই কবি সুকান্ত বললেন,,
কবিতা তোমাকে দিলাম বিদায়, এটা
চা না যেনো ঝলসানো ছাই,🥲
:

লেখক রায়হান তখন গুমরে বললেন,, নষ্ট
পাতির সস্তা চায়ে মুখ হয়েছে তিতা,
কষ্ট চেপে নষ্ট চায়ে মুখ দিয়েছে
কিতা,,
:

রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ নরম কন্ঠে
বললেন,,
ভাল আছি, ভাল থেকো,
চায়েতে চিনি বেশি মেখো,,😇
:

তা শুনে কবি নির্মলেন্দু গুন বললেন,,
আমি হয়তো মানুষ না
মানুষ হলে এমন চায়ে চুমুক দিতাম
না,,😁

পরিশেষে রবীন্দ্রনাথ অসহায় চোখে
বৃষ্টির পানে তাকিয়ে বললেন,, ওরে ওরে
অধম,
ওরে কাঁচা,
ভালো করে চা বানিয়ে আমাকে তুই
বাঁচা,,।😅🤣

নিয়মিত মজার গল্প পেতে পেইজটি ফলো দিয়ে রাখুন ............Podda tv.......

লেখক মোঃ আবু রায়হান চৌধুরী

03/02/2024

আমার লেখা আরেকটি নতুন story ......চরিত্র কেমন হওয়া উচিত.... .

👫...আমি এবং আমার বন্ধু রেজাউল করিম একদিন রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলাম কোচিং করার উদ্দেশ্যে। তখন আমরা হঠাৎ রাস্তার মধ্যে একটি দৃশ্য দেখতে পেলাম। সেই দৃশ্যটি হলো একজন বড়লোকের ছেলে সে রাস্তার সাইটে প্রাইভেট কার এর মধ্যে বসা ছিল। তখন প্রাইভেট কারের কাছে একজন ভিক্ষুক লোক এসে বলল বাবা আমাকে কিছু টাকা দেবে আমার বাড়িতে আমার একজন মেয়ে এবং ছেলে রয়েছে তারা আজ দুইদিন যাবত কিছু খাই নাই। তখন সেই বড়লোকের ছেলে গাড়ি থেকে নেমে ভিক্ষুক লোকটিকে একটি থাপ্পড় মারল এবং বলল ছোটলোকের বাচ্চারা বাটপার হয় এবং ভিক্ষুকটাকে অনেক কথা শোনালো তাকে টাকা দিল না সেই ভিক্ষুকটা কেঁদে কেঁদে সেখান থেকে চলে গেল। তখন আমি আমার বন্ধুকে বললাম বন্ধু মানুষের টাকা পয়সা থাকলেই মানুষ মানুষ হয় না এবং চরিত্রবান হয় না সেই বড়োলোকের ছেলেটা ভিক্ষুকটার সাথে কেমন আচরণ করল ? তখন আবার বন্ধু বলল আসলেই বন্ধু পৃথিবীতে অনেক চরিত্রহীন মানুষ রয়েছে। তখন আমি আমার বন্ধুকে বললাম বন্ধু চরিত্র নিয়ে একটি গল্প লেখার দরকার তখন আমার বন্ধু বলল তাহলে তো লেখাই যায় তখন আমি এই গল্পটি লেখা শুরু করলাম।
............তাহলে আসুন মূল গল্পে চলে আসি.............

👉....হাদিসে আছে, “সবচাইতে পূর্ণ ঈমানদার সেই ব্যক্তি যার আখলাক অর্থাৎ চরিত্র সবচেয়ে ভালো।” চরিত্র হলো মানুষের মূল সম্পদ অন্য সকল সম্পদ থেকে অধিক মূল্যবান। চরিত্র মানুষকে ন্যায়, সত্য, সংযম ও শ্রদ্ধাবোধ শিক্ষা দেয় এবং সৎপথে চলতে সাহায্য করে।

💁‍♂️....চরিত্র হলো মানুষের মূল সম্পদ, সব কিছুর আগে চরিত্র টিক করতে হবে। আপনি ধনী হতে পারেন বা গরিব হতে পারেন, যদি আপনার চরিত্র টিক তাঁকে তাহলে আপনাকে মানুষে সম্মান করবে। চরিত্রহীন মানুষ পশুর সমান। আর যদি আপনি চরিত্রহীন থাকেন তাহলে আপনাকে মানুষে সম্মান করবে না, পদে পদে অসম্মানিত হবেন।

চারিত্রিক গুণই মানুষকে সত্যিকারের মানুষ করে তােলে, মহৎ করে এবং অমর করে রাখে। এখন বলতে পারেন.? অমর করে কি ভাবে রাখে.? দুনিয়ার নিয়ম অনুযায়ী তো মানুষকে মৃত্যুবরণ করতে হয় ? হা কথাটা রাইট ।
কিন্তু এখানে অমর বলতে বুঝানো হয়েছে চরিত্রকে। মানুষ ঠিকই মৃত্যুবরন করে কিন্তু বেঁচে থাকে তার আদর্শ অর্থাৎ চরিত্র। মানুষ মানুষকে সম্মান করে চরিত্রের ঘুনে, টাকা পয়সার ঘুনে নয়।

পৃথিবীতে অনেক মহান মানুষ ছিল, যারা আজ বেছে নেই কিন্তু বেঁচে রয়েছে তাদের আদর্শ এবং চরিত্র। তাদের এই আর্দশ এবং চরিত্রের কারণে মানুষ তাদেরকে আজও অনেক সম্মান করেন এবং ভালোবাসেন। তাদের আর্দশ এবং চরিত্রের কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা রয়েছে।

যেমনঃ.. হযরত মোহাম্মদ (সাঃ) এবং আবু বক্কর,উমর, উসমান, আলী,কেরামত আলী জুন পরী, আব্দুল লতিফ ফুলতলী, নুর উদ্দিন গহরপুরী, আরো অনেকেই রয়েছে যারা আজ পৃথিবীতে নাই, কিন্তু তাদের একটি জিনিস আজ-ও পৃথিবীতে অমর হয়ে রয়েছে, সেই জিনিসটি হলো তাদের আর্দশ ও চরিত্র। তাদের এই আর্দশ এবং চরিত্রের কারণে মানুষ তাদেরকে আজও মন থেকে সম্মান করে এবং ভালোবাসে। তারা সব সময় মানুষের সাথে ভালো ব্যাবহার করতেন। গরিব দুঃখীদের পাশে থাকতেন এবং সবাইকে ভালোবাসতেন।

তাদের মতো চরিত্রবান মানুষ আজ পৃথিবীতে খুজে পাওয়া অনেক কষ্টকর। আজ পৃথিবীতে ১০০% মধ্যে ৭৫% মানুষ চরিত্রহীন। এই ৭৫% মধ্যে ৫০% হলো শিক্ষিত এবং বড়োলোক। তারা শিক্ষিত এবং বড়োলোক হয়েও মানুষদের সাথে খারাপ ব্যাবহার করে। তারা এটা বুঝে-না মানুষের মূল সম্পদ টাকা পয়সা নয়, মানুষের মূল সম্পদ হলো আর্দশ অর্থাৎ চরিত্র। যদি আপনার চরিত্র ভাল না তাকে তাহলে আপনাকে মানুষ সম্মান করবেনা। আর যদি টাকা পয়সার কারণে মানুষ আপনাকে সম্মান করে,
তাহলে সেই সম্মানটা মন থেকে নই। সে মনে মনে আপনাকে ঘৃণা করে। যদি আপনি মনথেকে সম্মান পেতে ছান তাহলে আপনার চরিত্র টিক করতে হবে। এবং মানুষের সাথে ভালো ব্যাবহার করতে হবে।

যেমন হযরত মুসা (আঃ) এর যুগে একজন চরিত্রহীন বড়লোক মানুষ ছিল তার নাম কারুন। তার অনেক টাকা পয়সা ছিল। তবে সে সব সময় মানুষের সাথে খারাপ ব্যবহার করতো। সে গরিব অসহায়দের কে সাহায্য করত না, যাকাত দিতেন না, তাদের সাথে খারাপ ব্যবহার করত। এবং মুসা (আঃ) এর সাথেও খারাপ ব্যাবহার করতো।
মুসা (আঃ) সহ সব মানুষ তার প্রতি অসন্তুষ্ট হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আপনি কারুন কে ধ্বংস করে দিন। তখন আল্লাহ পাক রব্বুল আলামীন তাদের দোয়া কবুল করে নিলেন। এবং কারুনকে মাটির নিছে ডাবিয়ে ধ্বংস করলেন। তাকে যেই জায়গায় ধ্বংস করা হয়েছিল সেই জায়গাটি এখনো বিদ্যমান রয়েছে।

সকল যুগে যুগে চরিত্রহীন মানুষ ছিল । যেমন আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, কারুন, ফেরাউন, নমরুদ, মীরজাফর, ইয়াজিদ, গৌড় গোবিন্দ, তারা সকলেই ধ্বংস হয়েছে।

এই জন্য আমাদের সকলের উচিত চরিত্র টিক করা এবং সকলের সাথে ভালো ব্যবহার করা। ধনী এবং গরীব সকলকে এক চোখে দেখা।

🕋...আল্লাহ পাক রব্বুল আলামীন আমাদের সকলকে ভালো চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন..... আমিন।

👉.....লেখক মোঃ আবু রায়হান চৌধুরী.... ✍️

21/01/2024

ছোটলোকরা কি বড়োলোকদের বন্ধু হতে পারে? আমার লেখা চমৎকার একটি আর্টিকেল।

শুরুতেই কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিনের নিকট। যিনি আমাকে ও আমার পরিবার পরিজনকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ।

উদাহরণ : মাছের মধ্যে সবথেকে কাটা বেশি হচ্ছে ইলিশ মাছের। ইলিশ মাছ খেতে অনেক কষ্ট হয়। কাটা সরিয়ে সরিয়ে মাছটা খেতে হয়। সেই কাটা ওয়ালা মাছ যদি আমাদের দেশের জাতীয় মাছ হতে পারে ? তাহলে আমাদের দেশের ছোটলোকরা কেন বড়োলোকদের বন্ধু হতে পারেনা ?

আরেকটি উদাহরণ : শাপলা থাকে পানিতে আর গোলাপ থাকে শুকনাই। শাপলা তেকে গোলাপের দাম অনেক বেশি। আর সেই শাপলা যদি আমাদের দেশের জাতীয় ফুল হতে পারে। এবং সেই কাটা ওয়ালা গোলাপ যদি আমাদের দেশের জাতীয় ফুল থেকে দামী হতে পারে ? তাহলে আমাদের দেশের গরিবরা কেন ধনীদের থেকে দামী হতে পারেনা ?

আরেকটি উদাহরণ : কাটাল খেতে মজা আবার অনেক কষ্ট। কারণ কাঠালের মধ্যে অনেক কস রয়েছে। কাঠাল যখন ভাঙ্গা হয় খাওয়ার জন্য তখন হাতের মধ্যে অনেক কস ভরে যায়। কস চারাতে অনেক তেলের প্রয়োজন হয়। এবং পেশারের রুগিরা কাঠাল খেতে পারে না এবং কাঠাল খেলে শরিরে অনেক গরম লাগে। বরং কাঠালের চেয়ে আম অনেক সুস্বাদু। ইচ্ছা করলে কাঁঠাল কে জাতীয় ফল না দিয়ে আমকে দিতে পারতো। আর সেই কাঠাল যদি আমাদের দেশের জাতীয় ফল হতে পারে তাহলে আমাদের দেশের ছোটলোকরা কেন বড়োলোকদের বন্ধু হতে পারেনা ?

আরেকটি উদাহরণ : দোয়েল থেকে টিয়া ময়নার দাম বেশি। কারণ দোয়েল পাখি পালা যায় পিঞ্জিরাতে রাখা যায় কিন্তু তাকে পোষ মানানি যায় না। এবং আমাদের দেশে বেশি একটা দোয়েল পাখি দেখা যায় না। আর সেই দোয়েল থেকে টিয়ার দাম অনেক বেশি। কারন দোয়েল থেকে টিয়া দেখতে অনেক সুন্দর। এবং অনেক দামী কারন টিয়াকে কথা শিখাইলে শিখতে পারে এবং কিছুটা মানুষের মতো কথা বলতে পারে। এবং সে তার মালিক বা মাজন কে চিনতে। সেযে তাকে লালন-পালন করে এটাও সে বুঝতে পারে। আর ময়নাও মানুষের মতো কিছুটা কথা বলতে পারে। সেই ময়না এবং টিয়াকে জাতীয় পাখির স্বীকৃতি না দিয়ে দোয়েলকে দিল। আর দোয়েল হয়ে গেল আমাদের দেশের জাতীয় পাখি। দোয়েল যদি আমাদের দেশের জাতীয় পাখি হতে পারে ? তাহলে আমাদের দেশের গরিবরা কেন ধনীদের বন্ধু হতে পারেনা ?

মূল গল্প : আমাদের দেশের বড়োলোকরা ছোটলোকদের কে মানুষ বলে মনে করেনা। বরং আমাদের দেশের ১০আনা শক্তি ছোটলোকদের উপর নির্ভর করে। আর এই ছোটলোকদের কে আমাদের দেশের ব

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Podda TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category