07/01/2025
#বিজিবি #ভারতের #দখলে থাকা # নদী উদ্ধার করেছে"৷৷৷৷৷৷৷৷ সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কোদালিয়া নদী বাংলাদেশে দক্ষিণ দিকে বিস্তৃত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় ৪.৮ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিত করেছে। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ-ভারত সীমান্ত মানচিত্র অনুযায়ী, কোদালিয়া নদীর উল্লেখিত অংশটি সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবস্থিত।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় ভারতের দখলে থাকা কোদালিয়া নদীর পাঁচ কিলোমিটার অংশ উদ্ধার করেছে বিজিবি। স্বাধীনতার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নদীটির বাংলাদেশ অংশ দখল করে সেখানে আধিপত্য বিস্তার করেছিল। সম্প্রতি, ৫৮ বিজিবি নদীটির প্রকৃত মালিকানা সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বিএসএফের অবৈধ দখল সম্পর্কে প্রতিবাদ জানায়। এরপর বিজিবি তাদের পেশাদারিত্ব এবং সাহসিকতার সঙ্গে নদীটির দখল পুনরুদ্ধার করতে সক্ষম হয়।
বর্তমানে, বিজিবি সদস্যরা নদীটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল এবং যন্ত্রচালিত বোটের পাশাপাশি নদীর পাড়ে দ্রুত টহল দেওয়ার জন্য অল টেরেইন ভেহিকেল (এটিভি) বরাদ্দ করেছে। মাটিলা গ্রামের সাবেক ইউপি সদস্য মহিউদ্দীন জানান, স্বাধীনতার পর থেকে বিএসএফ নদীটির বাংলাদেশ অংশ দখল করে কৃষকদের চাষাবাদ ও মাছ ধরতে বাধা সৃষ্টি করেছিল। বিজিবি কর্তৃক নদীটি উদ্ধার করার পর, স্থানীয় জনগণ এখন নির্বিঘ্নে নদীটি ব্যবহার করতে পারছেন।
বিজিবি কর্তৃপক্ষ স্থানীয় জনগণের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে, নদীটির প্রকৃত অবস্থান এবং মালিকানা সম্পর্কে পরবর্তী প্রজন্মকে সচেতন করার জন্য অনুরোধ করেছেন। তারা গ্রামবাসীকে নদীর বাংলাদেশ অংশে চাষাবাদ চালু রাখার আহ্বান জানিয়ে, ভবিষ্যতে কোনো ধরনের বাধা দেখা দিলে তা অবিলম্বে বিজিবিকে জানাতে বলেছেন।