30/06/2025
প্রিয় মানুষগুলো যখন মিলে মিশে থাকে '
দূর থেকে দেখে আমি আনন্দ পাই,
এজন্যই আমি সব সময় দূরে থাকতে চাই ''
যারা আমাকে এতো সম্মান দিয়ে আপনাদের পাশে রেখেছিলেন সবাইকে ধন্যবাদ জানাই,
বিশেষ করে আমার পাশে থেকে যারা নিঃস্বার্থভাবে কাজ করেছিলেন আপনাদের কথা কোনোদিন ভুলবোনা,
এই সমস্ত অর্জন ছিলো আপনাদের
সত্যি আপনাদের পরিশ্রম ছাড়া এতো কাজ আমার পক্ষে কখনোই সম্ভব ছিলোনা,
যারা কথায় মাধ্যমে সহযোগিতা করেছেন আপনারা আরও বেশী সহযোগি ছিলেন '
কারন নিঃস্বার্থভাবে কথা বলা মানুষদের সহজেই চিন্তে পেরেছি এবং সমাধানে যেতে পেরেছি,
বাহুবল উপজেলার সমস্ত ভিডিও ক্রিয়েটর যারা আছেন
আপনাদের এই বন্ধন যেনও সব সময় চলমান থাকে মন থেকে দোয়া করি,
সুখ আর মন ভরা সম্মান টাকায় কেনা যায়না,
সম্মান একজনার জন্য আরেকজনার মন থেকে আসে,
মন ভালো যার সব ভালো তার,
সবাই যখন বসে কথা বলতেছিলেন
দূর থেকে এই পিকচারটি উটানোর সময় মনে হয়েছিলো,
কোনো দিন যদি মারাও যাই
এই মানুষগুলো আমাকে হয়তো শেষ বিদায় করতে আমার বাড়ী পর্যন্ত যাবে,
এই কথা ভাবতে ভাবতে হটাৎ চুখের কুনে পানি চলে আসছিলো 😭
এক জনার জন্য ১০জনার কাজ থেমে থাকেনা কোনোদিন,
কখনো যদি হারিয়ে যাই
আপনারা সমাজের ঘঠনমুলক কাজ চালিয়ে যাবেন,
বাহুবল উপজেলার কোনো মানুষ বিপদে পড়লে সাথে আপনারা তার পাশে দাড়াঁনোর চেষ্টা করবেন,
তবেই না আমরা মানুষ একে অপরের ভাই,
কাউকে ছোট্ট করে দেখার কিছু নাই,
একটি শিক্ষা বইয়ে পড়েছিলাম
সকাল বেলার রাজা তুমি
ফকির সন্ধা বেলা,
প্রিয় মুখ গুলো আরও প্রিয় হয়ে উটুক সারা দেশে এই দোয়াই করি মন থেকে
এবং সমাজের ঘটনমুলুক কাজ যেনও আপনাদের দিয়ে হয় সব সময়,
ধন্যবাদ সবাইকে
যারা ভিবিন্নভাবে সহযোগিতা করেছিলেন
সমাধানের স্বার্থে ,,,।