AllNewsbd24

AllNewsbd24 all news Bangladesh 24

27/07/2025

জরুরি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - কেন্দ্রীয় সিদ্ধান্ত

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, **বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল শাখা/কমিটি **পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হলো।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এখন থেকে
👉 “সমন্বয়ক”
👉 “জেলা/উপজেলা/বিশ্ববিদ্যালয় প্রতিনিধি”
👉 “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা”
— এই পরিচয়ে অফিস, বাসা বা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি, তদবির, বা মামলা বাণিজ্যের চেষ্টা করে, তাহলে
✅ তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে (পুলিশ) অবহিত করুন।

সংগঠনের নামে ব্যক্তিগত ফায়দা লুটার সুযোগ আর নেই।
ভুল পরিচয়ে কেউ প্রতারণা করতে এলে, তা প্রতিহত করুন।

🛑 সংগঠন হোক মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার—কোনোভাবেই অপব্যবহার নয়।

#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন
#সংগঠন_নয়_ব্যক্তিপূজা_নয়
#চাঁদাবাজি_প্রতারণা_প্রতিরোধ
#শৃঙ্খলা_ও_স্বচ্ছতা

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের জনি কুমার দাশ নামে এক ভাই আজ এক অনন্য ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হ...
27/07/2025

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দত্তগ্রামের জনি কুমার দাশ নামে এক ভাই আজ এক অনন্য ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হৃদয়ের গভীর থেকে ডাকা সেই সত্যের আহ্বানে সাড়া দিয়ে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আজ (তারিখ) হবিগঞ্জ আদালতে অফিসিয়াল এফিডেভিট সম্পন্ন করে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এই সিদ্ধান্ত কোনো জোর বা প্রভাবের ফল নয় বরং দীর্ঘদিনের চিন্তাভাবনা, গবেষণা ও আত্মিক উপলব্ধির ফল। তিনি বিশ্বাস করেন, ইসলামই শান্তি, মানবতা ও প্রকৃত সত্যের পথ।

আমরা তাঁর এই সুন্দর সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং তাঁর নতুন জীবনের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাঁকে ইমানের উপর অটল রাখেন, দ্বীনের জ্ঞান দান করেন এবং পরিপূর্ণভাবে ইসলামী জীবন যাপনের তাওফিক দান করেন।

ইয়া আল্লাহ! আমাদের সবাইকে হেদায়েত দাও। আমিন।



#ইসলাম_ধর্ম_গ্রহণ
#নবমুসলিম
#আলহামদুলিল্লাহ
#নতুনজীবন
#হবিগঞ্জ
#নবীগঞ্জ
#দত্তগ্রাম
#জনি_থেকে_জাহিদুল

27/07/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

27/07/2025

দেবরের হাতে ভাবি খুন!

হবিগঞ্জে পইল গ্রামে ঘটে গেল এক মর্মান্তিক পারিবারিক হত্যাকাণ্ড।
পারিবারিক কলহের জেরে দেবরের হাতে নির্মমভাবে প্রাণ হারালেন ভাবি।
👉 পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে।

📌 আমরা চাই হত্যার সঠিক বিচার হোক এবং অপরাধী যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।

#হবিগঞ্জ #পারিবারিক_হত্যা #বাংলাদেশ #সংবাদ #বিচার_চাই

সাধু সাবধান!! শুধু চাঁদাবাজির  বিরুদ্ধে কথা বললে হবে না, কথা বলতে হবে যারা ১৭ বছরের আওয়ামী কট্টর সমর্থক, সুবিধাভোগী এবং...
27/07/2025

সাধু সাবধান!!

শুধু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে হবে না, কথা বলতে হবে যারা ১৭ বছরের আওয়ামী কট্টর সমর্থক, সুবিধাভোগী এবং ফ্যাসিস্ট ছিল,সেইসব আওয়ামী স্বৈরাচারদের যারা টাকার বিনিময়ে পুনর্বাসন করছে, তাদের বিরুদ্ধে শক্ত আওয়াজ উঠাতে হবে।তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে, প্রশ্ন করতে হবে তারা কি আওয়ামী পুনর্বাসনের ইজারা নিয়েছে নাকি??তাদেরকে এই রাইটস কে দিয়েছে জুলাইকে কুক্ষিগত রেখে বিক্রি করার।

এবং সর্বদলীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে,এইসব চেতনা বিক্রি কারীদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেয়ার।যারা টাকার বিনিময়ে আওয়ামী ফ্যাসিস্ট পুনর্বাসন করবে, তারা কখনোই জুলাইয়ের চেতনাকে ধারণ করতে পারে না। এবং যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করে আমার শহীদ ভাইদের হত্যাকারী এবং ১৭ বছরের আওয়ামী স্বৈরাচারদের পুনর্বাসন করে নিজের আখের গুছাচ্ছে তাদেরকে খুব শীঘ্রই জুলাইয়ের বিপ্লবীরা দাঁতভাঙ্গা জবাব দিবে।

ইনকিলাব জিন্দাবাদ
মাতৃভূমি অথবা মৃত্যু

অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪-এর আন্দোলনকারী যুবকদের ...
26/07/2025

অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তরুণদের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। পুলিশ হত্যার দায় ২০২৪-এর আন্দোলনকারী যুবকদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই এনসিপিকে দেশ গড়ার পথ থেকে বিচ্যুত করতে পারবে না।

জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পথযাত্রায় হবিগঞ্জ শহরে হাজার হাজার জনতা
25/07/2025

জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পথযাত্রায় হবিগঞ্জ শহরে হাজার হাজার জনতা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়ে ট্রল, দিনাজপুরের এএসপি মোশফেকুর রহমান প্রত্যাহারগোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এ...
16/07/2025

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা নিয়ে ট্রল, দিনাজপুরের এএসপি মোশফেকুর রহমান প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সমাবেশে জুলাই বিপ্লবীদের ওপর বর্বর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফেসবুকে ট্রল করে বিতর্কিত পোস্ট দেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমান।

এ ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে এবং অবিলম্বে এএসপি মোশফেকুরের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বিপুল জনমত ও আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ শেষ পর্যন্ত ব্যবস্থা নিতে বাধ্য হয়। বিতর্কিত পোস্টের কারণে অতিরিক্ত পুলিশ সুপার মোশফেকুর রহমানকে অবশেষে প্রত্যাহার করা হয়।

হবিগঞ্জে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলজাতীয় নাগরিক পার্টি— এনসিপির গোপালগঞ্জের সমাবেশ...
16/07/2025

হবিগঞ্জে গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টি— এনসিপির গোপালগঞ্জের সমাবেশে হামলার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার ১৬ জুলাই ২৫ ইং রাত ৮ ঘঠিকায়-শহরের বিক্ষোভ মিছিল টি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় টাউন হলের সামনে পথ সভায় মিলিত হয়। সমাবেশে বিক্ষোভকারীরা ‘গোপালগঞ্জে হামলা কেন, প্রশাসনের জবাব চাই’; ‘আওয়ামী লীগের আস্তানা জ্বালিয়ে দাও-পুড়িয়ে দাও’; ‘আওয়ামী লীগের ঠিকানা এ বাংলায় হবে না’ ও ‘ইনিকিলাব জিন্দাবাদ-মুজিববাদ মুর্দাবাদ’সহ নানা স্লোগান দিতে থাকেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি),হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক নাহিদ উদ্দিন তারেকের নির্দেশনায় আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে,ও, যুগ্ম সমন্বয়ক শেখ ইফতেখার আহাদ নাঈম, এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন
ওয়াদুদ মাহমুদ চৌধুরী শামীম,আ,খ,ম উস্তার মিয়া তালুকদার,আসমা আক্তার,সাইফুর ইসলাম,আব্দুল্লাহ রায়হান প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, আব্দুল বাসিত তরফদার মিঠু, এডভোকেট নজরুল আজিজ
জুনেদ,এডভোকেট ফখরু উদ্দিন আহমেদ জাকি ,আনোয়ার হোসেন, সামীর আহমেদ রহমত,মীর দুলাল,ফজলুল করিম,মিরাজুল হক সজীব মো: আরিফ আহমেদ।আর ও উপস্থিত ছিলেন সদর উপজেলার প্রধান সমন্বয়ক এ,কে,এম নাছিম,রুবেল মিয়া,ছায়েদুল হক,আমিনুল ইসলাম,হুমায়ুন কবির,জিয়াউল হক মিশু,বদরুল সরকার,নাইম আজাদ তালুকদার,জুবায়ের আহমেদ,সাজন চৌধুরী,রোকন উদ্দিন তালুকদার প্রমুখ।নেতৃবৃন্দ বক্তব্যে বলেন,হামলার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করেছে বলে অভিযোগ করেন।

10/07/2025
09/07/2025

মা’দ’কবিরোধী অভিযানের নামে টাকা লুট: ডিবি হারুনের ছোটভাই গ্রে’ফ’তার

ঢাকা, ০৯ জুলাই ২০২৫:
রাজধানীতে মা’দ’কবিরোধী অভিযানের আড়ালে অর্থ লু’টপা’টের অভিযোগে ডিবি (গোয়েন্দা পুলিশ) প্রধান হারুন অর রশীদের ছোট ভাইকে গ্রে’ফ’তার করেছে র‍্যাব। বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সূত্র জানায়, ডিবি পরিচয়ে কিছুদিন ধরে একদল চক্র মি’থ্যা মা’দ’কবিরোধী অভিযান চালিয়ে ধনী ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের হুমকি দিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করে আসছিল। তদন্তে উঠে আসে যে এই চক্রের অন্যতম নেতৃত্বে ছিলেন ডিবি প্রধানের আপন ছোট ভাই। তার বিরুদ্ধে ভুয়া অভিযানের মাধ্যমে অর্থ আদায়, চাঁদাবাজি এবং বেআইনিভাবে আটক রেখে মানসিক নির্যাতনের অভিযোগ রয়েছে।

র‍্যাবের এক কর্মকর্তা জানান, “আমরা নিরপেক্ষ তদন্তে বিশ্বাস করি। অভিযুক্ত ব্যক্তি যেই হোক, সে যদি অপরাধে জড়িত থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবেই।”

ডিবি প্রধান হারুন অর রশীদ এই ঘটনায় এখনও কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক মাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যখন আইন-শৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ কর্মকর্তার পরিবারের সদস্যরাই অপরাধে জড়িয়ে পড়েন, তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

আগামীকালের টাউনহলের সমাবেশ 'হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়' এর সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়...
18/07/2024

আগামীকালের টাউনহলের সমাবেশ 'হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়' এর সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি।

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছে অংশ নেয়ার জন্য।

একটি বিষয় ক্লিয়ার করতে চাই,
ছাত্রলীগ, ছাত্রদল, শিবির বা যেকোনো সংগঠন এর আন্দোলন না এটা। এটা শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি। তাই দলীয় পরিচয় নিয়ে কাউকে কালকের কর্মসূচিতে অংশ না নেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

পাশাপাশি যেহেতু স্কুলের সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচি, তাই এটিতে কোনো প্রকার রাজনৈতিক উস্কানিমূলক বক্তব্য বা স্লোগান দেয়া থেকে বিরত থাকতে আহ্বান করছি।

Address

Habiganj
3300

Telephone

+8801893533674

Website

Alerts

Be the first to know and let us send you an email when AllNewsbd24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share