27/07/2025
জরুরি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - কেন্দ্রীয় সিদ্ধান্ত
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, **বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল শাখা/কমিটি **পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিলুপ্ত ঘোষণা করা হলো।
কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি এখন থেকে
👉 “সমন্বয়ক”
👉 “জেলা/উপজেলা/বিশ্ববিদ্যালয় প্রতিনিধি”
👉 “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা”
— এই পরিচয়ে অফিস, বাসা বা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি, তদবির, বা মামলা বাণিজ্যের চেষ্টা করে, তাহলে
✅ তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে (পুলিশ) অবহিত করুন।
সংগঠনের নামে ব্যক্তিগত ফায়দা লুটার সুযোগ আর নেই।
ভুল পরিচয়ে কেউ প্রতারণা করতে এলে, তা প্রতিহত করুন।
🛑 সংগঠন হোক মানুষের অধিকার প্রতিষ্ঠার হাতিয়ার—কোনোভাবেই অপব্যবহার নয়।
#বৈষম্যবিরোধী_ছাত্র_আন্দোলন
#সংগঠন_নয়_ব্যক্তিপূজা_নয়
#চাঁদাবাজি_প্রতারণা_প্রতিরোধ
#শৃঙ্খলা_ও_স্বচ্ছতা