17/09/2025
আল্লাহ গো সারাজীবন টিভিতে, খবরে রোড এক্সিডেন্টের খবর দেখেছি আর আফসোস করেছি কার না কার প্রদীপ নিভে গেছে, কিন্তু আজ আমাদের বানিয়াচং এর এমন মর্মান্তিক মৃত্যু এই প্রথম দেখলাম।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
বানিয়াচং সাগর দিঘির পশ্চিম পাড় নিবাসী
সৈয়দ আলী সাহেবের স্ত্রী (৪৫) এবং ছেলে (৪) নবীগঞ্জ দিনারপুর কলেজের সামনে, বাস দূর্ঘটনায় মারা গেছেন।
সৈয়দ আলী চাচার কান্নাটা ভিতরকে মুচড়ে দিচ্ছে।😭
মহান আল্লাহ পাক যেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের এই ট্রাজেডি সহ্য করার ক্ষমতা দান করেন আমিন।