সূফীবাদের কথা

সূফীবাদের কথা গোলাম মওলা ইয়ার হুসাইন আল-মাইজভান্ডারীয়া

👉মানুষ ও প্রকৃতি বিচ্ছিন্ন নয় বরং একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এটি বোঝায় যে সত্যিকারের শান্তি এবং জ্ঞান প্রকৃতির ...
22/09/2025

👉মানুষ ও প্রকৃতি বিচ্ছিন্ন নয় বরং একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। এটি বোঝায় যে সত্যিকারের শান্তি এবং জ্ঞান প্রকৃতির মাঝেই পাওয়া যায়।
👉একজন আধ্যাত্মিক গুরু এমন শক্তি ধারণ করেন যা সমস্ত প্রাণীর ভয় দূর করে, তাদের মধ্যে শান্তি ও বিশ্বাস স্থাপন করে। এটি আমাদের শেখায় যে, প্রেম ও করুণা দিয়ে সমস্ত বিভেদ দূর করা সম্ভব।

সূফীবাদের কথা

#অরণ্যেরগুরু #মাজার #আধ্যাত্মিকতা #প্রকৃতি #ধ্যান #শান্তি #যোগ #যোগজীবন

মাজার মসজিদ মন্দিরে কারা হামলা বর্বরতা চালাচ্ছে? ----------------------------হজরত গাউছুজ্জামান রহমানপুরী ওরা অবমাননায় হা...
19/09/2025

মাজার মসজিদ মন্দিরে কারা হামলা বর্বরতা চালাচ্ছে?
----------------------------হজরত গাউছুজ্জামান রহমানপুরী

ওরা অবমাননায় হামলা করেছিল পবিত্র কাবা শরীফে!
ওরাই হামলা করেছিল পবিত্র মদিনা মনোয়ারা শরীফে !!
ওরাই ভেঙ্গে মেচাকারে গুড়িয়ে দিয়েছে জান্নাতুল বাকি-জান্নাতুল মাওয়াতে পূতপবিত্র আহলে বায়েত আলাইহিস সালামসহ হাজার হাজার সাহাবীদের মাজার শরীফ ।

ওরাই হ*ত্যা করেছিলে হযরত ওমর (রা:) কে,
ওরাই হ*ত্যা করেছিলে হযরত উসমান (রা:) কে,

ওরাই সালাতরত অবস্থায় হত্যা করেছিল শাহেন শাহে বেলায়েত ওয়াল ইমামত সাইয়্যেদুনা মওলা হযরত আলী আলাইহিসসালামকে,
ওরাই বিষ দিয়ে হত্যা করেছিল হযরত সাইয়্যেদুনা মওলা ইমাম হাসান আলাইহিসসালাম কে,
ওরাই সাইয়্যেদুশ শোহাদা মওলা ইমাম হোসাইন আলাইহিসসালাম এর গর্দান মোবারক কেটে বেঈমানীনামাজ পড়ার নাটক করেছিল, আজও ঈমানবিহীন সেই ধোঁকাবাজি নামাজ তাদের মাঝে বিদ্দমান !
ওরাই পবিত্র কারবালার ময়দানে ৬ মাসের শিশু মওলা আলী আসগর আলাইহিস সালামসহ নবীপাকের পূতপবিত্র আওলাদগণকে জবাই করেছিলে,
ওরাই যুগে যুগে ইমামগণকে ও অলি আউলিয়া ওলামা মাশায়েখ ফকির মীর মস্তানদেরকে হত্যা ও নির্যাতন করেছে আজও করছে
ওরাই হজরত নূরুল ইসলাম ফারুকী রহঃ কে হত্যা করেছে,
ওরাই পৃথিবীর ইতিহাসে এই প্রথম ; হজরত শাহসুফি নূরুল হক উরফে নুরুল পাগল শাহ'র দেহ তার সমাধি থেকে তথা মাজার শরীফ ভেঙে কবর খুঁড়ে লাশ তোলে অবমাননায় লাশের মুখে লাঠি দিয়ে আঘাত করে করে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে !

ওরাই অলি আউলিয়ার মাজারে কৃষ্টি কালচার ঐতিহ্য স্থাপনায় হামলা ভাংচুর লুটতরাজ অগ্নি সংযোগ বর্বরতা চালাচ্ছে।

ওরা কারা? আসলে ওদের বৈধ জন্ম পরিচয় নেই ওরা বেজন্মা, মুসলিম নামাধারী আসলে মুনাফেক তথা উমাইয়া আব্বাসিয়ারা তথা অভিশপ্ত মুনাফেক মুয়াবিয়া এজিদী নজদী ওহাবী বর্বর অসভ্য সন্ত্রাসী লুটেরা সহিংস ধর্মজীবী! আইন বহির্ভূত ভাবে কিংবা মব ভায়োলেন্স করে মানুষের উপর জুলুম নির্যাতন নিপিড়ন আগ্রাসন খুন খারাবি সহিংসতা অগ্নি সংযোগ পৈষাশিক বর্বরতা চালায়; এদের কাছ থেকে কখনোই ইসলাম নিরাপদ ছিলোনা, আজও নেই, ওরা জোড় করে নানান কৌশলে ইসলামে ঘাপটি মেরে বসে আছে! ওরা ইসলামের কলঙ্ক, ওরা ইসলামের কেউ নয়, ওরা মুসলমান নয়, মুসলিম তো নয়ই, মানুষও নয়; বরং হিংস্র বর্বর পশুর চেয়েও ওরা নিকৃষ্ট মুনাফেক, এছাড়া এদের আর কোনো পরিচয় নেই। ইসলামিক দুনিয়া থেকে ওদেরকে কাফের অমুসলিম ঘোষণা করা ফরজ।

আসুন আমরা অন্যায় অবিচার সহিংসতা নিজেও করব না, অন্য কাউকে করতেও দেবনা বরং প্রতিবাদে প্রতিরোধে আইনে সোপর্দ করাব, এই হউক অঙ্গিকার।
অলী আউলিয়ার মাজার/ মনি ঋষির সমাধি মসজিদ মন্দির গীর্জা পেগোডা তীর্থস্থান উপাসনালয় কৃষ্টি কালচার ঐতিহ্য প্রতিষ্ঠানসহ মানুষের জান মাল নিরাপদ রাখতে বাংলাদেশের সকল ধর্মীয় সভ্য শিক্ষিত নাগরিকদের প্রতি আহবান, অত্যাচার জুলুম নির্যাতন দেখেও,... এভাবে ধৈর্যের কথা বলে বলে দূর্বল ঈমানের পরিচয় আর অসহায়ত্ব দেখিয়ে ঘরে বসে না থেকে যার যার সামর্থ্য অনুযায়ী যেখানে যে অঞ্চলে যার উপরই আইন বহির্ভূত ভাবে যেকোনো অন্যায় অবিচার মব ভায়োলেন্স হচ্ছে দেখবেন, আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী সাথে সাথে উগ্রবাদী বর্বর অন্যায়কারী সন্ত্রাসীর মোকাবিলা করবেন, ইহা আপনার আমার প্রত্যেকের উপর ফরজ।
মনে রাখবেন যেমন নামাজ রোজা হজ্জ যাকাত ফরজ তেমনি ধর্ম রাষ্ট্র মানবতা ও মানুষকে এবং তাঁর জানমালকে ভালোবাসা হেফাজত করা ঈমানের অংগ, যা ফরজে আইন, এটাই ইসলামের তথা ধর্মীয় নৈতিক সভ্যতার শিক্ষা। সেই শিক্ষায় নিজেকে আলোকিত করুন, আ্মিন।
---------------------- হক্ব প্রচারে ----------------------
------ হজরত রহমানপুরী আলীয়া শরীফ -------

তুমি স্রষ্টার প্রেমে পাগল হয়ে যাও।সমস্ত সৃষ্টি তোমার সেবা করার জন্য পাগল হয়ে যাবে।মাওলানা জালালুদ্দিন রুমি রহঃসূফীবাদের ...
19/09/2025

তুমি স্রষ্টার প্রেমে পাগল হয়ে যাও।

সমস্ত সৃষ্টি তোমার সেবা করার জন্য পাগল হয়ে যাবে।

মাওলানা জালালুদ্দিন রুমি রহঃ

সূফীবাদের কথা

পৃথিবীতে এমন কোনো বীর নেই মাওলা আলীর মতো,আর না আছে জুলফিকারের মতো কোনো তলোয়ার।ভালোবাসি প্রিয় শের এ খোদা মাওলা আলী আঃ 🙏সূ...
17/09/2025

পৃথিবীতে এমন কোনো বীর নেই মাওলা আলীর মতো,
আর না আছে জুলফিকারের মতো কোনো তলোয়ার।

ভালোবাসি প্রিয় শের এ খোদা মাওলা আলী আঃ 🙏

সূফীবাদের কথা

স্রষ্টার দরজায় কড়া নাড়ো, সে দরজা খুলে দিবে। অদৃশ্য হয়ে যাও, সে সূর্যের মতো উদ্ভাসিত করবে। নীচু হয়ে যাও, সে স্বর্গে তুলে...
16/09/2025

স্রষ্টার দরজায় কড়া নাড়ো, সে দরজা খুলে দিবে। অদৃশ্য হয়ে যাও, সে সূর্যের মতো উদ্ভাসিত করবে। নীচু হয়ে যাও, সে স্বর্গে তুলে নিবে। বিলীন হয়ে যাও, সে সব কিছুর মধ্যে রুপান্তর ঘটাবে

মাওলানা জালালুদ্দিন রুমি রাঃ

সূফীবাদের কথা

"যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, সে-ই আল্লাহর সান্নিধ্য লাভ করে।"– হযরত শামস তাবরিজ -(রহঃ)সূফীবাদের কথা
14/09/2025

"যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, সে-ই আল্লাহর সান্নিধ্য লাভ করে।"

– হযরত শামস তাবরিজ -(রহঃ)

সূফীবাদের কথা

তুমি যতো বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে!হযরত আলী (রাঃ)
13/09/2025

তুমি যতো বেশি সততার সাথে কথা বলবে তত বেশি সম্মানিত হবে!

হযরত আলী (রাঃ)

আল্লাহর বিচার এখন মানুষ করে ঈমান কাকে বলে এরা নিজেরাই মনগড়া হাদিস তৈরি করে নিজেরাই চলে মিথ্যা ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে ...
09/09/2025

আল্লাহর বিচার এখন মানুষ করে ঈমান কাকে বলে
এরা নিজেরাই মনগড়া হাদিস তৈরি করে নিজেরাই চলে
মিথ্যা ফতুয়া দিয়ে সাধারণ মানুষকে করছে ঈমানহারা
মৃত মানুষকে কবর থেকে তুলে এনে আগুনে পুড়াচ্ছে আসলে কেবা তারা
অন্যের বিচার করতে তাদের যত জুশ, নিজের পাপের বেলায় নাইতো কোন হুশ...?

এরা মানুষ রুপ সেজেছে নয়তো কোন মানুষ...!

সংগৃহিত 👇👇
https://www.facebook.com/reel/934539465552429/?app=fbl

যার আগমনে ধন্য ত্রিভুবন খুশিতে মাতওয়ারা তিনি আর কেহ নন, নবী মোহাম্মদ সাল্লে আলা মা আমেনার পেয়ারা....🙏🙏সূফীবাদের কথা
05/09/2025

যার আগমনে ধন্য ত্রিভুবন খুশিতে মাতওয়ারা
তিনি আর কেহ নন, নবী মোহাম্মদ সাল্লে আলা
মা আমেনার পেয়ারা....🙏🙏

সূফীবাদের কথা

হজরত আদম (আ.) হতে হজরত মোহাম্মদ (আ.) পর্যন্ত একটিমাত্র ধর্ম প্রচারিত হয়েছে। সেই একটিমাত্র ইসলাম ধর্মের মূল এবং একটিমাত্র...
30/08/2025

হজরত আদম (আ.) হতে হজরত মোহাম্মদ (আ.) পর্যন্ত একটিমাত্র ধর্ম প্রচারিত হয়েছে। সেই একটিমাত্র ইসলাম ধর্মের মূল এবং একটিমাত্র কথাটি হল নিজেকে চেনা। যুগের চাহিদা অনুযায়ী কেবল শরিয়তেরই পরিবর্তন এবং পরিবর্ধন সাধিত হয়েছে, কিন্তু মূলনীতির পরিবর্তনের প্রশ্নই অবান্তর। কারণ, আমরা দেখতে পাই, কোরান পূর্ববর্তী নবীদের সালাত কায়েমের উপদেশ দিয়েছেন। সুতরাং মহানবীর আগের নবীদের সালাত কায়েমের প্রয়োগগুলো এক একজন নবীর এক এক রকম, কিন্তু মূল বিষয় ও বক্তব্য মাত্র একটি, তথা আল্লাহর সঙ্গে যোগাযোগের ব্যবস্থাকে চিরস্থায়ী করা, তথা সালাত কায়েম করা, তথা ফারসি ভাষায় যাকে নামাজ আদায় করা বুঝায়। যখন নিজেকে চেনা হয়ে যায় তখন আল্লাহকেও চেনা হয়ে যায়। একথা ঘোষণা করতে গিয়ে ইসলাম একটি শব্দ ব্যবহার করছে এবং সেই শব্দটি হল 'ফাকাদ', অর্থাৎ কোনো সন্দেহের অবকাশ নেই, অবশ্য অবশ্যই। অর্থাৎ নিজেকে চেনার অপর নামই হল আল্লাহকে চেনা। একটি বিষয় লক্ষ করার মতো আর তা হল, এখানে আল্লাহকে চেনার আহ্বান না জানিয়ে নিজেকে চেনার আহ্বান জানানো হয়েছে। নিজেকে চিনতে পারলেই সব কিছুর সমাধান হয়ে গেল। এমনকি যে স্রষ্টাকে জানার একটা আকাঙ্ক্ষা কমবেশি মানুষের মনে উদয় হয়, সেই আকাঙ্ক্ষাটিও পূর্ণ হয়ে গেল বলা হয়েছে। আল্লাহ্ থাকলেই বা আমাদের কী লাভ হবে, আর না থাকলেই বা আমাদের কী ক্ষতি হবে-ঐ বিষয়টির প্রশ্নে যুক্তিতর্ক, দার্শনিক মতবাদের নানা রকম কৌশল অবলম্বন করে স্থল মনের বিকারগ্রস্ততাই প্রকাশ পাবে এবং এই বিকারের হা-হুতাশ দার্শনিকদের দর্শন পড়লেই পরিষ্কার বুঝা যায়। তাই ইসলাম এ রকম প্রশ্নের মুখোমুখি না হয়ে বরং নিজেকে চেনার ও জানবার আহ্বান করেছে। এবং এই একটি মাত্র বিষয়ের মধ্যেই সমস্ত জ্বালা-যন্ত্রণার চির অবসান হবার কথাও বলা হয়েছে। অবশ্য দার্শনিকদেরও দোষ দিতে চাই না, কারণ চিন্তার বিভিন্নতা এবং জটিলতা না থাকলে এ রকম উপদেশ দেবার সার্থকতাও থাকে না। রোগ আছে বলেই বিভিন্ন প্রকার চিকিৎসার নিয়ম-কানুন চালু দেখতে পাই, কিন্তু রোগ না থাকলে কি চিকিৎসার প্রয়োজন হতো? অভাব আছে বলেই তো সমস্যা, পাপ আছে বলেই তো ত্রাণ পাবার উপদেশগুলোর এত দাম। নিজেকে চেনার প্রশ্ন উঠলে নির্জনবাস করতেই হবে। তা ঘরে থেকে হোক অথবা ঘরে না থেকে হোক সেই প্রশ্নটি মুখ্য নয়। মুখ্য হল নির্জনবাস করতেই হবে এবং সেই শিক্ষা মহানবী তাঁর

নিজের জীবনের ওপর একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন হেরা পর্বতের গুহায় একাকী নির্জনবাসের ধ্যানমগ্ন সাধনার মাধ্যমে। আপনি যদি এ রকম সাধনাকে অস্বীকার করতে চান তাতে কারো কিছু বলার নেই; কারণ, সাধনা করা না-করার স্বাধীনতা আপনাকে দেয়া হয়েছে এবং এই স্বাধীনতার সময়সীমা মৃত্যু নামক ঘটনা পর্যন্ত। উপদেশ দেবার তাগিদ থাকতে পারে, কিন্তু উপদেশ গ্রহণ করা না-করার ইচ্ছাটি একান্ত ব্যক্তিগত। অর্থাৎ, উপদেশ গ্রহণ করতেই হবে, এ রকম শক্তি খাটানোর আদেশ বিশেষ করে এই বিষয়টিতে নেই, বরং এই বিষয়টিকে গ্রহণ করা অথবা বর্জনের আছে প্রত্যেকের পূর্ণ স্বাধীনতা।

সূফীবাদের কথা

না বল খোদার নাম' অর্থাৎ খোদা বলে ডাক দিও না এবং তিনি এখানেই থেমে গেলেন না বরং আরো উলঙ্গ আরো স্পষ্ট করে উপদেশ দিলেন যে,কে...
29/08/2025

না বল খোদার নাম' অর্থাৎ খোদা বলে ডাক দিও না এবং তিনি এখানেই থেমে গেলেন না বরং আরো উলঙ্গ আরো স্পষ্ট করে উপদেশ দিলেন যে,
কেবল খোদার নাম নিতেই মানা করছি না বরং আরো ভাল করে জেনে রাখ যে, 'না রসুল'। কেবলমাত্র একমনে, এক ধ্যানে, এক নিরিখে পীরের নাম নাও, অর্থাৎ মারেফতি অজিফাটি হতে হবে যার যার পীরের নামের উপর এ রকম উলঙ্গ ভাষায় এত বড় জ্বলন্ত সত্য কথাটি বাংলা ভাষায় আমার নজরে আজও পড়ে নাই। তবে ফারসি ভাষায় অনেক আছে। কিন্তু অতীব দুঃখের বিষয় আগের মত এখন আর মাদ্রাসায় ফারসি ভাষার তেমন গুরুত্ব দেওয়া হয় না। মাদ্রাসায় ফারসি ভাষাটা এক রকম উঠে গেছে বলে মনে হয়। অবশ্য তারও প্রধান কারণ হল শ্রদ্ধায় ওহাবি ভাইদের প্রভাবটি। অবশ্য মিথ্যার প্রভাব বেশিদিন টেকে না। তাই কিছু কিছু আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এবং হতে চলেছে। তাই বোঝা যাবে যে বাতেলের দৌড় কোন পর্যন্ত।

সূফীবাদের কথা

হযরত বিশরে হাফি রাহ এর কিছু নসীহত 👇👇* অনেক সময় হযরত বিশরে হাফী শিষ্যদিগকে বলিতেন, "পানি যতক্ষণ প্রবাহিত থাকে ততক্ষণ উহা ...
26/08/2025

হযরত বিশরে হাফি রাহ এর কিছু নসীহত 👇👇

* অনেক সময় হযরত বিশরে হাফী শিষ্যদিগকে বলিতেন, "পানি যতক্ষণ প্রবাহিত থাকে ততক্ষণ উহা পরিষ্কার থাকে। পানি যখন আটক হইয়া পড়ে, তখন তাহার স্বাভাবিক অবস্থা পরিবর্তন হইয়া যায়।"

* যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সকলের প্রিয় হইতে চায় তাহাকে বল, যেন সে তিনটি বিষয় হইতে দূরে থাকে- (ক) কোন সৃষ্ট বস্তুর নিকট যেন দয়া প্রার্থী না হয়। (খ) কাহাকেও যেন মন্দ না বলে। (গ) বিনা দাওয়াতে যেন কাহারও মেহমান না হয়।

* যে ব্যক্তি লোক-সমাজে মন্থর (বিখ্যাত) হইবার বাসনা রাখে সেই ব্যক্তি আখেরাতের স্বাদ পাইবে না। যদি তুমি লোকের নিকট পরিচিত হইতে ভালবাস, তবে ইহাই সংসারের প্রতি আসক্তির মূল কারণ বলিয়া জানিবে।

* যে পর্যন্ত তোমার ও তোমার নফসের (রিপুর) মধ্যে তুমি একটি দেওয়াল না উঠাইবে, সে পর্যন্ত কখনও ইবাদতের মিষ্টতা ও স্বাদ পাইবে না।

* তিনটি কাজ অত্যন্ত কঠিন- (১) অভাবের সময় দান করা; (২) যাহাকে ভয় কর তাহার নিকট সত্য কথা বলা; (৩) নির্জন স্থানে পরহেযগার হওয়া।

* সমস্ত সন্দেহজনক বস্তু হইতে আত্নরক্ষা করা এবং প্রতি মুহূর্তে নিজ জীবনের কার্যাবলীর হিসাব লওয়া-ইহাই প্রকৃত ধার্মিকতা।

* ইবাদত এরূপ ফেরেশতা যে, শূন্য হৃদয় ব্যতীত উহার স্থান হয় না।

* ইবাদত এইরূপ ফেরেস্তা যে, যখন ইহা এক স্থানে স্থিতিলাভ করে, অন্য কোন বস্তুকে সেখানে স্থিতি লাভ করিতে দেয় না।

* আল্লাহর বান্দাকে যাহা দান করা হইয়াছে, তন্মধ্যে মা'রেফত (তত্ত্বজ্ঞান) ও ফকীরগণের ধৈর্যধারণ সর্বশ্রেষ্ঠ।

* যদি আল্লাহ তাআলার কোন খাস বা বিশেষ লোক থাকে, তবে আরেফ বা তত্ত্বজ্ঞানীরাই সেই বিশেষ লোক।

* যে ব্যক্তি আল্লাহ্ ছাড়া আর কিছুই জানেন না, কাহাকেও চিনেন না এবং একমাত্র আল্লাহর সন্তোষপ্রার্থী ব্যতীত কেহই তাঁহার সম্মান করে না, তিনিই তত্ত্বজ্ঞানী।

* লোকদিগকে সালাম কর, তাহাদের সালামের আশায় থাকিও না।

* কৃপণকে দেখিলে হৃদয় কঠিন কর।

* যে পর্যন্ত তোমার শত্রু তোমার নিকট হইতে অভয় না পাইবে, সে পর্যন্ত তুমি কখনও পূর্ণতা প্রাপ্ত হইবে না।

সূফীবাদের কথা

Address

Bangladesh
Dhaka

Telephone

+8801749005134

Website

Alerts

Be the first to know and let us send you an email when সূফীবাদের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share