19/09/2025
মাজার মসজিদ মন্দিরে কারা হামলা বর্বরতা চালাচ্ছে?
----------------------------হজরত গাউছুজ্জামান রহমানপুরী
ওরা অবমাননায় হামলা করেছিল পবিত্র কাবা শরীফে!
ওরাই হামলা করেছিল পবিত্র মদিনা মনোয়ারা শরীফে !!
ওরাই ভেঙ্গে মেচাকারে গুড়িয়ে দিয়েছে জান্নাতুল বাকি-জান্নাতুল মাওয়াতে পূতপবিত্র আহলে বায়েত আলাইহিস সালামসহ হাজার হাজার সাহাবীদের মাজার শরীফ ।
ওরাই হ*ত্যা করেছিলে হযরত ওমর (রা:) কে,
ওরাই হ*ত্যা করেছিলে হযরত উসমান (রা:) কে,
ওরাই সালাতরত অবস্থায় হত্যা করেছিল শাহেন শাহে বেলায়েত ওয়াল ইমামত সাইয়্যেদুনা মওলা হযরত আলী আলাইহিসসালামকে,
ওরাই বিষ দিয়ে হত্যা করেছিল হযরত সাইয়্যেদুনা মওলা ইমাম হাসান আলাইহিসসালাম কে,
ওরাই সাইয়্যেদুশ শোহাদা মওলা ইমাম হোসাইন আলাইহিসসালাম এর গর্দান মোবারক কেটে বেঈমানীনামাজ পড়ার নাটক করেছিল, আজও ঈমানবিহীন সেই ধোঁকাবাজি নামাজ তাদের মাঝে বিদ্দমান !
ওরাই পবিত্র কারবালার ময়দানে ৬ মাসের শিশু মওলা আলী আসগর আলাইহিস সালামসহ নবীপাকের পূতপবিত্র আওলাদগণকে জবাই করেছিলে,
ওরাই যুগে যুগে ইমামগণকে ও অলি আউলিয়া ওলামা মাশায়েখ ফকির মীর মস্তানদেরকে হত্যা ও নির্যাতন করেছে আজও করছে
ওরাই হজরত নূরুল ইসলাম ফারুকী রহঃ কে হত্যা করেছে,
ওরাই পৃথিবীর ইতিহাসে এই প্রথম ; হজরত শাহসুফি নূরুল হক উরফে নুরুল পাগল শাহ'র দেহ তার সমাধি থেকে তথা মাজার শরীফ ভেঙে কবর খুঁড়ে লাশ তোলে অবমাননায় লাশের মুখে লাঠি দিয়ে আঘাত করে করে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে !
ওরাই অলি আউলিয়ার মাজারে কৃষ্টি কালচার ঐতিহ্য স্থাপনায় হামলা ভাংচুর লুটতরাজ অগ্নি সংযোগ বর্বরতা চালাচ্ছে।
ওরা কারা? আসলে ওদের বৈধ জন্ম পরিচয় নেই ওরা বেজন্মা, মুসলিম নামাধারী আসলে মুনাফেক তথা উমাইয়া আব্বাসিয়ারা তথা অভিশপ্ত মুনাফেক মুয়াবিয়া এজিদী নজদী ওহাবী বর্বর অসভ্য সন্ত্রাসী লুটেরা সহিংস ধর্মজীবী! আইন বহির্ভূত ভাবে কিংবা মব ভায়োলেন্স করে মানুষের উপর জুলুম নির্যাতন নিপিড়ন আগ্রাসন খুন খারাবি সহিংসতা অগ্নি সংযোগ পৈষাশিক বর্বরতা চালায়; এদের কাছ থেকে কখনোই ইসলাম নিরাপদ ছিলোনা, আজও নেই, ওরা জোড় করে নানান কৌশলে ইসলামে ঘাপটি মেরে বসে আছে! ওরা ইসলামের কলঙ্ক, ওরা ইসলামের কেউ নয়, ওরা মুসলমান নয়, মুসলিম তো নয়ই, মানুষও নয়; বরং হিংস্র বর্বর পশুর চেয়েও ওরা নিকৃষ্ট মুনাফেক, এছাড়া এদের আর কোনো পরিচয় নেই। ইসলামিক দুনিয়া থেকে ওদেরকে কাফের অমুসলিম ঘোষণা করা ফরজ।
আসুন আমরা অন্যায় অবিচার সহিংসতা নিজেও করব না, অন্য কাউকে করতেও দেবনা বরং প্রতিবাদে প্রতিরোধে আইনে সোপর্দ করাব, এই হউক অঙ্গিকার।
অলী আউলিয়ার মাজার/ মনি ঋষির সমাধি মসজিদ মন্দির গীর্জা পেগোডা তীর্থস্থান উপাসনালয় কৃষ্টি কালচার ঐতিহ্য প্রতিষ্ঠানসহ মানুষের জান মাল নিরাপদ রাখতে বাংলাদেশের সকল ধর্মীয় সভ্য শিক্ষিত নাগরিকদের প্রতি আহবান, অত্যাচার জুলুম নির্যাতন দেখেও,... এভাবে ধৈর্যের কথা বলে বলে দূর্বল ঈমানের পরিচয় আর অসহায়ত্ব দেখিয়ে ঘরে বসে না থেকে যার যার সামর্থ্য অনুযায়ী যেখানে যে অঞ্চলে যার উপরই আইন বহির্ভূত ভাবে যেকোনো অন্যায় অবিচার মব ভায়োলেন্স হচ্ছে দেখবেন, আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী সাথে সাথে উগ্রবাদী বর্বর অন্যায়কারী সন্ত্রাসীর মোকাবিলা করবেন, ইহা আপনার আমার প্রত্যেকের উপর ফরজ।
মনে রাখবেন যেমন নামাজ রোজা হজ্জ যাকাত ফরজ তেমনি ধর্ম রাষ্ট্র মানবতা ও মানুষকে এবং তাঁর জানমালকে ভালোবাসা হেফাজত করা ঈমানের অংগ, যা ফরজে আইন, এটাই ইসলামের তথা ধর্মীয় নৈতিক সভ্যতার শিক্ষা। সেই শিক্ষায় নিজেকে আলোকিত করুন, আ্মিন।
---------------------- হক্ব প্রচারে ----------------------
------ হজরত রহমানপুরী আলীয়া শরীফ -------