দাহর টিভি

দাহর টিভি আমাদের অফিসিয়াল পেইজে আপনাকে স্বাগতম

28/07/2025

আমাদের সন্তানদের একবেলার ক্ষুধার কষ্ট দেখেই আমরা দিশেহারা হয়ে যাই।

অথচ গা$জার লক্ষ লক্ষ শিশু দিনের পর দিন না খেতে পেয়ে তিল তিল করে মারা যাচ্ছে।

মানবতার ধ্বজাধারীরা একদিকে তাদের ওপর বো$মা ফেলছে। আবার যারা বো$মা থেকে বেঁচে যাচ্ছে, তাদেরকে মারছে খাবারের কষ্ট দিয়ে।

এই বিপুল খাদ্য উৎপাদন ও খাদ্য অপচয়ের যুগে, এই পৃথিবীরই একটি ভূখণ্ডে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলা হচ্ছে, আমাদের চোখের সামনে একটি জীবন্ত শহরকে গোরস্তান বানিয়ে ফেলা হচ্ছে, অথচ তার কোনো অভিঘাত আমাদের জীবনের ওপর পড়ছে না।

আরববিশ্ব, জাতিসংঘ, মানবাধিকার সংস্থা কিংবা বিশ্বনেতারাও নিশ্চুপ।

আটশ কোটি মানুষ আমরা ইতিহাসের এই দায় কীভাবে শোধ করব!

হে আল্লাহ, যাদের কারণে গা$জার শিশুরা অনাহারে মরছে, তাদের জন্য তুমি দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করো।

27/06/2025

নতুন চাঁদ উঠেছে— না, এ কেবল আকাশের ক্যালেন্ডারে তারিখ বদলের ইঙ্গিত নয়, এ এক ইতিহাসের পুনর্জন্ম,
এক গোপন কান্নার পুনরাবৃত্তি। এই চাঁদ মনে করিয়ে দেয়— সেই মহান যাত্রার কথা, যেখানে নিশান ছিল দ্বীনের, সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দীক (রাদিয়াল্লাহু আনহু), আর পথরেখা ছিল তায়েফের রক্তমাখা পাথরে খোদাই করা।
হিজরতের পথে জমে থাকা বুকে-বাঁধা গল্পগুলো— আজও হৃদয়ের দরজায় কড়া নাড়ে। সেই প্রিয়জন কী রেখে গিয়েছিলেন, আর আমরা কী পেয়ে গিয়েছিলাম?
কতটুকু ভালোবাসলে কেউ নিজের শহর, নিজের জন্মভূমি, আপন গলি— সব ছেড়ে দিতে পারে? রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তো মক্কার প্রতিটি ধূলিকণাকে ভালোবাসতেন, তবুও আল্লাহর ডাকে সাড়া দিয়ে ছুটে চলেছিলেন হিজরতের পথে, কান্না লুকিয়ে রেখে, বিশ্বাসকে সামনে রেখে।
আজ আমরা হিজরী বছরের আগমনে কেবল সালাম বিনিময় করি, কিন্তু অন্তরে কি জাগে সেই হিজরতের আগুন? জাগে কি সেই আত্মত্যাগের কম্পন? নাকি হারিয়ে গেছে সব আনুষ্ঠানিকতার ভীড়ে?
হায়, যদি সময় হতো ফিরে তাকানোর, তবে হয়তো এ নতুন হিজরী বছর— হতো আত্মশুদ্ধির নতুন সূর্য,
নতুন ঈমান, নতুন ইবাদত, আর নতুন চোখের জল দিয়ে শুরু...

হিজরী চাঁদের এক বিষাদঘন স্মৃতি
রোজ শুক্রবার, ১ মুহাররম, ১৪৪৭ হিজরী

16/03/2025

আল্লাহ তায়া’লার তরে রোজা
পালন করো ওহে গুনাহগার,
নিজের হাতে দিবেন তিনি
সিয়াম সাধনার পুরস্কার। 🌿

09/03/2025

যিনা-ব্যবিচার খু-ন ধ-র্ষন
বেড়ে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়।
অতীতে এই পাপের জন্য অনেক জাতি ধ্বংস হয়েছে।

10/12/2024

আয় রব!
আমাদের আয় রোজগার
আর রিজিকে বারাকাহ দান করুন।
ঋণমুক্ত জীবন দান করুন।

11/11/2024

🎤মুফতি হাবিবুর রহমান মিসবাহ

06/11/2024

মাওঃ নুরুল ইসলাম সাহেব

25/08/2024

" বন্যায় ত্রান বিতরণে শিশুদের প্রাধান্য দিন "
🤲

25/08/2024

জাতির এমন সংকটময় মুহুর্তে সকল পেশা-শ্রেনী, ধর্ম-বর্ন নির্বিশেষে একসাথে সহযোগিতার হস্ত প্রসার করে দেয়া মানে, দেশকে সুন্দর ভাবে এগিয়ে নেয়ার সমন্বিত চেষ্টা।

11/07/2024

🎤আমি যে তোমার বান্দা প্রভু
🗣️মোঃ আশরাফুল ইসলাম

Address

Habiganj Lakhai
Habiganj
3341

Telephone

+8801762662123

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাহর টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাহর টিভি:

Share

Category