Jakir Husain

Jakir Husain যখন শুনবেন আমি এই ভুবনে নেই
আমার জন্য আল্লাহর রাব্বুল আলামিনের
কাছে আপনার মাকবুল দোআয় শামিল রাখবেন।

08/07/2025

তোমার নফস তোমার শত্রুর মতো। সে যখন তোমাকে সতর্ক দেখে, তখন তোমার আনুগত্য করে যায়। আর যখন তোমার মধ্যে দুর্বলতা দেখে, তখন তোমাকে কয়েদীর মতো নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

— ইমাম ইবনুল কায়্যিম (রাহিমাহুল্লাহ)

04/07/2025

সবচেয়ে ভয়ংকর চারটা হাদিস :-

১.রাসূল (ﷺ) বলেছেন :
যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয়,আল্লাহ তাকে সে গুনাহ্ না করানো পর্যন্ত মৃত্যু দিবেনা!!
-[তিরমিজি :২৫০৫]

২. রাসূল (ﷺ) বলেছেন :
মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, যারা ফজর নামাজ না পড়ে-ই ঘুমিয়েছিল, এবং যারা কোরআন গ্রহণ করে ছেড়ে দিয়েছে..!
-[বুখারী:৭০৭৪]

৩.আল্লাহ তায়া’লা বলেন....!
তুমি ওইদিন কে ভয় করো, যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, আর তোমার হাত, পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে..!!
-[সূরা ইয়াসিন-৬৫]

৪.আল্লাহ তায়া’লা বলেন..!!
আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার ওই কথা অবশ্যই সত্য যে,আমি মানুষ এবং জ্বিন দ্বারা জাহান্নাম পূর্ণ করবো!!
-[সূরা আস-সাজদাহ-১৩]

ইয়া আল্লাহ! আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং আপনার হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন।
_আমিন🤲

29/06/2025

আলহামদুলিল্লাহ
বরকতময় ফজর

29/06/2025

❝আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে নিজের জন্য তৈরি করে নেন, তাকে নিজের মুহাব্বাতের জন্য বাছাই করেন, তাকে নিজের ইবাদাতের জন্য মুখলিস করে দেন, ফলে সে আল্লাহর জন্য ব্যস্ত হয়ে যায়, তার জবান আল্লাহর যিকরে ব্যস্ত থাকে আর অংগসমূহ আল্লাহর দ্বীনের খিদমতে ব্যস্ত থাকে।❞
ইমাম ইবনুল কাইয়্যিম [রাহ.]
[আল ফাওয়াইদ, পৃ: ১৪৩]

#তালিমুন_নিসা

প্রিয় শেখবাড়ী জামিয়া।
24/06/2025

প্রিয় শেখবাড়ী জামিয়া।

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jakir Husain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share