04/07/2025
সবচেয়ে ভয়ংকর চারটা হাদিস :-
১.রাসূল (ﷺ) বলেছেন :
যে ব্যক্তি অন্যের গুনাহ নিয়ে খোটা দেয়,আল্লাহ তাকে সে গুনাহ্ না করানো পর্যন্ত মৃত্যু দিবেনা!!
-[তিরমিজি :২৫০৫]
২. রাসূল (ﷺ) বলেছেন :
মৃত্যুর পর তাদের মাথা পাথর দিয়ে ভাঙা হবে, যারা ফজর নামাজ না পড়ে-ই ঘুমিয়েছিল, এবং যারা কোরআন গ্রহণ করে ছেড়ে দিয়েছে..!
-[বুখারী:৭০৭৪]
৩.আল্লাহ তায়া’লা বলেন....!
তুমি ওইদিন কে ভয় করো, যেদিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, আর তোমার হাত, পা তোমার কৃতকর্মের সাক্ষী দিবে..!!
-[সূরা ইয়াসিন-৬৫]
৪.আল্লাহ তায়া’লা বলেন..!!
আমি ইচ্ছে করলেই সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার ওই কথা অবশ্যই সত্য যে,আমি মানুষ এবং জ্বিন দ্বারা জাহান্নাম পূর্ণ করবো!!
-[সূরা আস-সাজদাহ-১৩]
ইয়া আল্লাহ! আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন এবং আপনার হেদায়েতের পথে চলার তৌফিক দান করুন।
_আমিন🤲