Tanha fashion bd.com

Tanha fashion bd.com Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tanha fashion bd.com, Digital creator, Habiganj sodor, Habiganj.

03/06/2025
16/06/2024

ঈদের দাওয়াত

15/06/2024

অনেকেই শোকেস গাদাগাদি করে অনেক বছর ধরে জিনিস জমিয়ে রাখেন।
নিজেরা মেলামাইন ব্যবহার করেন।
মেহমান আসলে বের করেন আবার ধুয়ে তুলে রাখেন।
মেলামাইনে গরম জিনিস পড়লেই বিপদ। toxic হয়ে যায়।

বাসায় কাচের plate ব্যবহার করুন।
নতুন glass বা বাটিসেট কাপ এক সেট নিজেরা ব্যবহার করে ফেলুন।
সব সময় নিজেদের কে well treat করুন।

বাসা যদি চান ঝকঝকে থাকুক তাহলে জেট পাওডার দিয়ে একবার একটা রুম মুছুন। আবার পরিস্কার পানিতে মুছুন।

এভাবে সব রুম দুবার করে বেশি চাপ দিয়ে মুছুন।

ফ্যান ছেড়ে দিন। হাটলেই দেখবেন চিক করে শব্দ হচ্ছে।

আর আয়নার মত দেখাবে।

ফ্যান মুছলেও কালো একটা দাগ পরে থাকে, তাই ভিম পাউডার কাপরে নিয়ে মুছুন দেখবেন কালশিটে দাগ নাই।

ঝাড়বাতি ভিম লিকুউড দিয়ে মুছুন দেখবেন চকচক করবে।

ফুল মাসে একবার এক চিমটি জেট পাউডার এ চুবিয়ে ধুয়ে ফেলুন।

সাদা ফুল বেশি ময়লা ধরে।

বাসার লাইট এক একদিনে এক এক রুম মুছে ফেলুন।

জানালার grll ও ঝাড়পোছ করতে হয়।

টয়লেট দুদিন পর পর যদি ভিম পাউডার দিয়ে ঝাড়ু দিয়ে ধুয়ে ফেলেন ময়লা বসে না। তবে সপ্তাহে একবার হারপিক দিতে হয়।

মাসে একবার furniture সরিয়ে deep clean করুন।

যে বাচ্চার সারা বছর নাকে পানি থাকে সেখানে কার্পেট থাকলে তুলে ফেলুন। কমে যাবে। পোষ্য পালা যাবে না।

কৃমির সমস্যা লেগে থাকলেও পোষ্য না রাখলে ভালো।

রান্না ঘরের চিপায় ফিনিশ পাউডার দিয়ে রাখুন।

তেলাপোকার জন্য তেলাপোকার ছবিসমেত ফিনিশ পাউডার ভালো কাজ দেয়।
পলিথিন জমিয়ে রাখলে তেলাপোকা বেশি হয়।

শুটকি, চালের গুড়ি, বেসন, চনার ডাল, শুকনা মরিচ freeze এ রাখুন।

যাদের বোর্ডের আলমারি মাঝে মাঝে সরিয়ে পিছন দিকে নারকেল তেল তুলা দিয়ে লাগিয়ে দিন ঢেমপ্ হবে না। আবার ফিনিশও দিয়ে রাখতে হবে। নারকেল তেল পিপড়ার খুব পছন্দ।

বাংলা সাবান বা তিব্বত ৫৭০ দিয়ে ডেকচি মাজবেন চকচকে হবে।

ভিম লিকুইড বা জেড পাউডার দিয়ে plastic jug or glasses মাজবেন।
ভিম বার এ আয়নার মত হয়না।

মাংসের গন্ধ দূর করতে ঐ যে জেড পাউডার সাথে গরম পানি দিবেন।
একটা plastic cloth ব্যাবহার করবেন মাংস কুটার সময়।

দা বটি ছুড়ি সব বেসিনে পানি আটকিয়ে গরম পানি জেড পাউডার, ভিম লিকুউডে ভেজাতে দিবেন ১০ মিনিট পর নো কষ্ট।

মাংস রাতে জাল করলেও বাইরে রাখবেন না। ভেপসা গরমে টকে যাবে।

এখন থেকেই freeze clean করে ফেলুন।
এ কুরবানির মাংস ঐ কুরবানিতে খাবেন না।

Address

Habiganj Sodor
Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tanha fashion bd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share