
20/04/2024
অসহ্য গরমে মানুষের জীবন অস্থির হয়ে যাচ্ছে।
প্রায় ১০-২০ লক্ষ গাছ লাগানোর উদ্দেশ্যে একটা বিশাল প্ল্যান করছি।এই প্ল্যান বাস্তবায়নে আপনাদের সবাইকে আমার প্রয়োজন হবে।
In the mean time আমার জন্য অপেক্ষায়ও থাকতে হবে না। সম্ভব হলে প্রত্যেকে আজ থেকেই অন্তত একটা করে গাছ লাগানো শুরু করুন।
এই প্লেনে কোন ফান্ড রেইজিং থাকবে না। প্রত্যেকে যার যার এলাকাতেই গাছ লাগাবেন। আমি শুধু এইটুকু গাইড করতে পারবো যে কোন জায়গা গুলোতে গাছ লাগাবেন, কী গাছ লাগালে বেশি ভালো হবে, কোথা থেকে সংগ্রহ করবেন এবং কতদিন পর্য্যন্ত কী ভাবে পরিচর্যা করবেন এইসব!!
যাই করেন একটু জেনে বুঝে কইরেন। আমিও খোঁজ খবর নিচ্ছি।
দুবাই থেকে আমি দেশে ফিরেই আপনাদের সাথে প্ল্যান শেয়ার করবো।
পাশে পাবো তো আপনাদের??
#আমরাচাইলেইসম্ভব
#একটাভালোকাজ
Tasrif Khan ভাইয়ার থেকে নেয়া।
ইনশাআল্লাহ ভাই আমরা আছি আপনার সাথে✊