28/04/2024
মিরপুর দাখিল মাদ্রাসার সুপার হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার।
মিরপুর দাখিল মাদ্রাসা'র সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আলাউদ্দিন আহমদ (হাফিজাহুল্লাহ)। যিনি নম্র, ভদ্র, পরহেজগার, সহজ-সরল এবং ক্লিন ইমেজের অধিকারী হিসেবে সর্বজন পরিচিত। যিনি তার অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতার ভিত্তিতে একটি "টিনের ঘর" থেকে মিরপুর দাখিল মাদ্রাসাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এবং সর্বদা যিনি অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে সর্বদা আপোষহীন। আজ কিছু ভন্ড-প্রতারক, দুর্নীতিবাজ, মিরপুর দাখিল মাদ্রাসায় দুর্নীতির সুযোগ না পেয়ে মাদ্রাসার বয়স্ক,প্রবীণ সভাপতিকে ভুল বুঝিয়ে মিরপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে।
আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন, মিরপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষককে নিয়ে মিথ্যাচার,বানোয়াট ও মানহানিকর তথ্য ও একপাক্ষিক ভিত্তিহীন অভিযোগের ভিডিও কিছু কুচক্রীমহল নিজস্ব লোক দ্বারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব ফেসবুক এবং koranginews24.com এর ফেসবুক পেইজ ও ওয়েব সাইটের মাধ্যমে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে অপপ্রচার চালাচ্ছে।
এবং কে বা কারা "জামিয়া হুসাইনিয়া মিরপুর মাদ্রাসা, বাহুবল, হবিগঞ্জ" ও "মিরপুর দাখিল মাদ্রাসা।" নামের দুইটি ফেইক ফেসবুক পেইজের মাধ্যমেও এই ২টি প্রতিষ্ঠানের কতৃপক্ষ অনুমতিবহির্ভুত মতামত বিভিন্ন পেইজে প্রদান করতেছে। আমরা ২টি প্রতিষ্ঠানের প্রধানদের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি এগুলো যে ফেইক।
আমি তাদের এসকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি।
এবং মাদ্রাসার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী, এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের এ অন্যায় অপপ্রচারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহব্বান ও তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা এবং সুশৃঙ্খল পরিবেশকে অশান্ত করা যে প্রয়াস দৃষ্কৃতিকারীরা করতেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের দাবী জানাচ্ছি।
পরিশেষে বলবো, তাদের উত্তাপিত সকল অভিযোগ সুস্পষ্ট মিথ্যাচার এবং ভিত্তিহীন।
পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারাকারী এসকল দূষ্কৃতীকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
🫵✊✌️
১২.৩০ pm
২৭.০৪.২৪ইং
সকল মিথ্যাচারের জবাব পেতে Stand With Hafiz Alauddin Ahmod পেইজটিতে লাইক দিয়ে রাখুন।
এবং পোষ্টটি শেয়ার করুন।
প্রচারনায়ঃ
মিরপুর দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।
মিরপুর, বাহুবল,হবিগঞ্জ।