Chunarughat Times

Chunarughat Times The goal of is living in agreement with Nature.

05/12/2024
19/06/2024
16/04/2024
02/02/2024
09/05/2023

পান খেলে কি উপকার হবে?

পান পাতা আমাদের শরীরে আদ্রতা বজায় রাখতে সাহায্য করে, ঠিক সেই কারণে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।

অন্যদিকে হজমের গোলমাল সারিয়ে তুলতেও পান পাতা । কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল, যা মুখগহ্বরের স্বাস্থ্য ভালো রাখে।

আমাদের হৃদযন্ত্র থেকে শুরু করে ফুসফুস, সবার খেয়াল রাখে পান।

হাঁপানি দূর করতেও সাহায্য করে পান। তাছাড়া রক্তে শর্করার মাত্রা নির্ধারণে বিশেষ ভূমিকা নেয় এই মুখশুদ্ধি। অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি পেতেও পানের ভূমিকা রয়েছে।

23/12/2022

নিয়োগ বিজ্ঞপ্তি।

হলিসিটি পাবলিক স্কুল এন্ড কলেজ,
নূরানী ১২/১২ সি , আ/এ, সুবিদ বাজার , সিলেট- এ শিশু শ্রেণি ও মাধ্যমিক শ্রেণি কার্যক্রম পরিচালনারনার জন্য আন্তরিকতার সাথে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নিম্নোক্ত পদে আহবান করা হয়েছে।
(সুবিদবাজারসহ ৭ নং ওর্য়াড ও নিকটবর্তী এলাকার বাসিন্দার মহিলাদেরকে অগ্রাধীকার দেওয়া হবে )।

১। সহকারী শিক্ষক (রসায়ন)
স্নাতক সমমান (অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগত্যা শিথিলযোগ্য।

২ সহকারী শিক্ষক(পদার্থ বিজ্ঞান)
স্নাতক সমমান (অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগত্যা শিথিলযোগ্য।

৩। জুনিয়র শিক্ষক (ইংরেজি): স্নাতক সমমান (অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগত্যা শিথীলযোগ্য।

৪। কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী: স্নাতক সমমান (অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগত্যা শিথিলযোগ্য

৫। দপ্তরী কাম নৈশ প্রহরী: অষ্টম শ্রেণি।

৬। আয়া: অষ্টম শ্রেণি।

আগ্রহী প্রার্থীগণ আগামী ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রি. এর মধ্যে সদ্য তোলা পাসপোর্ট সাইজ এর ১ কপি ছবি ও সকল সনদপত্রের ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ প্রিন্সিপাল বরাবর আবেদন উল্লিখিত ঠিকানায় আবেদন পৌঁছাতে হবে। সকল পদে বেতন আলোচনা সাপেক্ষ্যে।

প্রিন্সিপাল

30/07/2022
18/07/2022

সদ্য পাওয়া....

শায়েস্তাগঞ্জের অলিপুরে বাস ও নোহা গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত কমপক্ষে ২৫।

Address

Chunarughat Times
Habiganj
3320

Telephone

+8801714362614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chunarughat Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share