
01/08/2025
চার থেকে ৫ টা উপজেলার মানুষ নবিগঞ্জ টু মারকুলি রাস্তা দিয়ে চলাচল করে।কিন্তু রাস্তার এখন যে পরিমান বেহাল দশা। একজন সুস্থ স্বাভাবিক মানুষ গেলে,তাকে অসুস্থ হয়ে ফিরতে হবে।বিশেষ করে প্রসূতি রোগী,বৃদ্ধ বয়স্ক রোগীদের জন্য যেন মরন ফাঁদ।
রাস্তাঘাট না হওয়ার ফিছনে এলাকার পাতি নেতারা দায়ী।নেতার পিছনে ঘুরবেন,নেতার জন্য মানুষের সাথে অন্যায় করবেন।কিন্তু দেশ-দশের ভাল হয়,উন্নয়ন হয় এমন কিছু করবেন না। তাহলে ত কিছুই হইল না।এমন পাতি নেতাদের যে দিন পাবলিক সরাসরি পেদানি দিতে পারবে।সে দিন এ সব কিছু আদায় করতে পারবে।
স্থানীয় প্রসাশন,এলজিআরডি এবং সড়ক পরিবহন সমতিগুলো র কাছে আহব্বান। অতি দ্রুত এই রাস্তা মেরামত করে সাধারণ মানুষের কষ্ট লাগব করুন।আশা করি,সরকার জনগণের অসুবিধার কথা চিন্তা করে,তাড়াতাড়ি একটা পদক্ষেপ নিবে। আমরা চায় এর একটা বিহিত হবে অতি দ্রুত।সবাই যার যার জায়গা থেকে আওতায় তুলুন।