17/11/2025
জীবন নদীর স্রোতের মতো। প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে তার গতিপথ, তার কিনারা, তার গভীরতা। আমরা শুধু পারাপার করি, নতুন ঘাটের দিকে তাকাই। পেছনে ফেলে আসা সময়গুলো স্মৃতির নরম স্পর্শ নিয়ে ফিরে আসে এই নীরব মুহূর্তে। মনে পড়ে যায় ফেলে আসা কত অলস বিকেল, কত সহজ হাসি আর নিরুদ্দেশ গল্প....