SOTV You will get News and Islamic Videos! (Please like our page to get live update)

নবীগঞ্জের আউশকান্দি ছাড়া উপজেলার  আর কোথাও ফেইক আইডি দ্বারা এমন মানহানিকর তথ্য অপপ্রচার হয় না।রাজু আহমেদ : জানা যায় নব...
06/09/2025

নবীগঞ্জের আউশকান্দি ছাড়া উপজেলার আর কোথাও ফেইক আইডি দ্বারা এমন মানহানিকর তথ্য অপপ্রচার হয় না।

রাজু আহমেদ : জানা যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেম্বার রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীর পেশার লোকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মানহানিকর তথ্য ফেইক আইডি দ্বারা অপপ্রচার করে আসছে, একটি কুচক্রী মহল।
কিন্তু কে বা কাহারা করছে ইঙ্গিত পাওয়া গেলেও ভয়ে মুখ খুলতে রাজি নন অনেকেই।

একজন ভুক্তভোগী জানান নবীগঞ্জ উপজেলায় কিছু লোক আছে, নামে বেনামে ফেইসবুকে আইডি খুলে যার-তার বিরুদ্ধে লেখালেখি করে।
খুজ নিলে দেখা যায় তাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, তবে তারা নিজেকে বড় সাংবাদিক দাবী করে।

আউশকান্দি এলাকায় ও কিছু বকাটে মাদকসেবি আছে। ব্যক্তিগত ভাবে তারা বেকার, তাদের কোনো ইনকাম সোর্স নেই। অহেতুক মানুষের সাথে ঝগড়া বিবাদ করে ও বিভিন্ন সময় নেশার টাকার জন্য সাধারণ মানুষকে ফাঁদে ফেলে চাঁদা দাবী করে।
তাদের কোনো উপযুক্ত বিচার হয় না, যার ফলে এদের কর্মকান্ড দিন দিন বেড়ে যাচ্ছে।

যারা এদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের ছবি, নাম, গ্রাম উল্লেখ করে বিভিন্ন ফেইক আইডি দ্বারা সমাজে হেনস্থা করার অপচেষ্টা করে।
যদি এখন এদেরকে বিরুদ্ধে প্রশাসনিক ভাবে আইনী ব্যবস্থা না হয়, তবে ভবিষ্যতে আরো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে।

তাই সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি অন্যায়কারীকে প্রশ্রয় দিবেন না,যারা আপনার আমার বা এলাকার মান ক্ষুন্ন করে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।
পাশাপাশি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের আউশকান্দি এলাকায় মাদকাসক্ত বেড়ে অসহনীয় পর্যায়ে কঠোর ভাবে নজরদারির দাবী জানাচ্ছি।।।


একটি ডিস্কভার হুন্ডা পাওয়া গিয়েছে, প্রকৃত হুন্ডার মালিককে খুজে পেতে সহযোগিতা করুণ। নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউপির কামারগা...
05/09/2025

একটি ডিস্কভার হুন্ডা পাওয়া গিয়েছে, প্রকৃত হুন্ডার মালিককে খুজে পেতে সহযোগিতা করুণ।

নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউপির কামারগাও গ্রামে জনাব আকমল হুসেন এর বাড়ির সামনে গত তিন দিন আগে এই হুন্ডাটি পাওয়া গিয়েছে। বিষয়টি এলাকায় জানাননি হলে স্হানীয় মেম্বার ও প্রশাসনকে অবগত করা হয়েছে। প্রকৃত মালিকের সন্ধান খুঁজে পেতে শেয়ার করে সহযোগিতা করুন।।।

এই মুহুর্তে আপনার এলাকায় কতো ডিগ্রি তাপমাত্রা?
01/09/2025

এই মুহুর্তে আপনার এলাকায় কতো ডিগ্রি তাপমাত্রা?

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর, শেয়ার করুন।
31/08/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর, শেয়ার করুন।

পছন্দের পাত্রীর সাথে বিয়ে মেনে নিচ্ছে না পরিবার,যুবকের কান্ড নেটযোগে ভাইরাল।
29/08/2025

পছন্দের পাত্রীর সাথে বিয়ে মেনে নিচ্ছে না পরিবার,যুবকের কান্ড নেটযোগে ভাইরাল।

এই কলার নাম কি?জীবনে প্রথম দেখলাম লাল কলা _প্রকৃত গ্রামের লোক ছাড়া চিনবে না।
29/08/2025

এই কলার নাম কি?
জীবনে প্রথম দেখলাম লাল কলা _প্রকৃত গ্রামের লোক ছাড়া চিনবে না।

নবীগঞ্জে জুতা ও ঝাড়ু মিছিল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বি এন পির ঘোষিত পুর্নাঙ্গ কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছে স্...
24/08/2025

নবীগঞ্জে জুতা ও ঝাড়ু মিছিল

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা বি এন পির ঘোষিত পুর্নাঙ্গ কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছে স্হানীয় বি এন পির যুবদল ছাত্রদল কর্মীরা,
অভিযোগ উঠেছে ত্যাগী ও নির্যাতিত নেতা কর্মীদের বাদ দিয়ে বিতর্কিত কমিটি গঠন হয়েছে।

গত শনিবার রাত ৯ টার দিকে একটি মিছিল বেড় হয়ে প্রধান সড়ক হয়ে নতুন বাজার গিয়ে একটি পথসভা হয়,উক্ত সভায় বক্তারা বলেন ১৬ বছর নির্যাতন জুলুম সহ্য করে মাঠে থাকা পকৃত নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট ভিত্তিক কমিটি গঠন করা হয়েছে ।
অবিলম্বে এই কমিটিকে বাদ দিয়ে ত্যাগী কর্মীদের মূল্যায়নের দাবী জানান।

শেয়ার করুন
23/08/2025

শেয়ার করুন

22/08/2025

আউশকান্দিতে চু*রি লক্ষাধিক টাকার ক্ষ*তি।

21/08/2025
21/08/2025

গ্যাস স্টেশনে অ*গ্নি*কা*ণ্ড কোটি টাকার ক্ষয়ক্ষতি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা সিলেট মহা সড়ক আউশকান্দি সি এন জি পাম্পে আজ ভোর ৬ ঘটিকায় এই ঘ*ট*না*টি ঘটে। বিস্তারিত ভিডিওতে।

আউশকান্দি সি এন জি পাম্প গ্যাস অ*গ্নি*কা*ন্ডে গু*রু*তর আহ*ত  উক্ত পাম্পের কর্মী রাসেল (২৫) সিলেট হসপিটালে পেরন করা হয়েছে...
21/08/2025

আউশকান্দি সি এন জি পাম্প গ্যাস অ*গ্নি*কা*ন্ডে গু*রু*তর আহ*ত উক্ত পাম্পের কর্মী রাসেল (২৫) সিলেট হসপিটালে পেরন করা হয়েছে। এছাড়াও দোতলা থেকে লাফ দিয়ে পড়ে আহত সুয়েব সহ আরো দুজন। আল্লাহ যেন সবাইকে সুস্থতা দান করেন আমীন।

Address

Nabiganj
Habiganj
3203

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SOTV:

Share