
17/09/2025
আজকে এক বাংগালি কাস্টমারকে হাতেনাতে ধরছি। সে ১০ ইউরোর খানা খেয়ে টিসু ইউজ করছে মোট ১৫টা। খাওয়ার আগে হাতমুখ ধুইছে। তখন দেখলাম ৩ পিস টিসু দিয়ে মুখ মুছলো। খাওয়ার সময় জামাতে ঝোল পরছে। সেই ঝোল মুছলো ২ টিসু দিয়ে। আবার খানার সময় হুদাই আরেকটা টিসু হাতে নিয়ে ঠোঁট মুছতেছে। তুই খানা খাইতেছস। তোর মুখ ত এমনেই জুটা হবে। মুছার কি দরকার এখন?
তারপর খানা শেষে হাত ধুয়ে টিসু খরচ করলো আরো ৪টা। ওকে মানলাম। এরপরে বিল দেয়ার পর দেখি সে চোরের মত ডাইনে বামে তাকিয়ে আরো ৫টা টিসু পকেটে নিয়ে বাইর হইতেছে। আমি সাথে সাথে খাবা দিয়ে ধরছি। পকেট হাতাইয়া টিসুর দলা বাইর করলাম।
বেটা কত বড় ফাজিল। চুরি করছে আবার বড় বড় কথা বলে। আমাকে বলতেছে, আমি নাকি বেয়াদবি করছি। এরকম করলে নাকি আমার দোকানে আর কাস্টমার আসবেনা। আমিও বইলা দিছি, তোর মত কাস্টমার আমি গোনায়ও ধরিনা। দরকার নাই বাংগালি কাস্টমার। বিদেশিদের কাছে খানা বেচমু। দশ টাকার খানা খেয়ে যেমনে বাহাদুরি করতেছস মনে হয় দোকানটা কিন্না লইছস।
বেটায় দোকান থেকে বাইর হয়ে আমাকে জোতা দেখায়। আমিও কাউন্টারের ভিতর থেকে আলু ফিক্কা মারছি। একটা মিস হইছে। আরেকটা মাথায় গিয়ে পরছে। এইরকম কাস্টমার আসলে কি ঠান্ডা মাথায় ব্যবসা করা যায়? কি একটা বিতিক না?