The Zubayer Chapter.

The Zubayer Chapter. আমাকে জানতে হলে আমার মত করে ভাবতে হবে।
(8)

আজকে এক বাংগালি কাস্টমারকে হাতেনাতে ধরছি। সে ১০ ইউরোর খানা খেয়ে টিসু ইউজ করছে মোট ১৫টা। খাওয়ার আগে হাতমুখ ধুইছে। তখন দেখ...
17/09/2025

আজকে এক বাংগালি কাস্টমারকে হাতেনাতে ধরছি। সে ১০ ইউরোর খানা খেয়ে টিসু ইউজ করছে মোট ১৫টা। খাওয়ার আগে হাতমুখ ধুইছে। তখন দেখলাম ৩ পিস টিসু দিয়ে মুখ মুছলো। খাওয়ার সময় জামাতে ঝোল পরছে। সেই ঝোল মুছলো ২ টিসু দিয়ে। আবার খানার সময় হুদাই আরেকটা টিসু হাতে নিয়ে ঠোঁট মুছতেছে। তুই খানা খাইতেছস। তোর মুখ ত এমনেই জুটা হবে। মুছার কি দরকার এখন?

তারপর খানা শেষে হাত ধুয়ে টিসু খরচ করলো আরো ৪টা। ওকে মানলাম। এরপরে বিল দেয়ার পর দেখি সে চোরের মত ডাইনে বামে তাকিয়ে আরো ৫টা টিসু পকেটে নিয়ে বাইর হইতেছে। আমি সাথে সাথে খাবা দিয়ে ধরছি। পকেট হাতাইয়া টিসুর দলা বাইর করলাম।

বেটা কত বড় ফাজিল। চুরি করছে আবার বড় বড় কথা বলে। আমাকে বলতেছে, আমি নাকি বেয়াদবি করছি। এরকম করলে নাকি আমার দোকানে আর কাস্টমার আসবেনা। আমিও বইলা দিছি, তোর মত কাস্টমার আমি গোনায়ও ধরিনা। দরকার নাই বাংগালি কাস্টমার। বিদেশিদের কাছে খানা বেচমু। দশ টাকার খানা খেয়ে যেমনে বাহাদুরি করতেছস মনে হয় দোকানটা কিন্না লইছস।

বেটায় দোকান থেকে বাইর হয়ে আমাকে জোতা দেখায়। আমিও কাউন্টারের ভিতর থেকে আলু ফিক্কা মারছি। একটা মিস হইছে। আরেকটা মাথায় গিয়ে পরছে। এইরকম কাস্টমার আসলে কি ঠান্ডা মাথায় ব‍্যবসা করা যায়? কি একটা বিতিক না?

16/09/2025

একটা সময় মানুষ তোমায় ভুলে যাবে এটাই সত্য।

জীবন যেখানে যেমন।
12/09/2025

জীবন যেখানে যেমন।

দেখবেন আপনি যখন ভালো থাকবেন তখন কেউই আপনাকে সহ্য করতে পারবে না। এমনকি রক্তের সম্পর্কের মানুষজনও না।
12/09/2025

দেখবেন আপনি যখন ভালো থাকবেন তখন কেউই আপনাকে সহ্য করতে পারবে না। এমনকি রক্তের সম্পর্কের মানুষজনও না।

মনে রাখবেন আপনার রিযিক যেখানে আছে সেখানে আপনাকে যেতেই হবে। সেখানে যাওয়ার জন্য আল্লাহ কোন মাধ্যম তৈরি করে দিবেন কিংবা কা...
11/09/2025

মনে রাখবেন আপনার রিযিক যেখানে আছে সেখানে আপনাকে যেতেই হবে। সেখানে যাওয়ার জন্য আল্লাহ কোন মাধ্যম তৈরি করে দিবেন কিংবা কারো মাধ্যমে আপনার কাছে রিযিক পৌঁছে দিবেন।

মনে রাখবেন যার কথা এবং কাজে মিল নাই। তার চরিত্র বলতে কিছুই নাই।
09/09/2025

মনে রাখবেন যার কথা এবং কাজে মিল নাই। তার চরিত্র বলতে কিছুই নাই।

মনে রাখবেন মৃত্যুর আগে শুধু টাকা-পয়সা আর সম্পত্তি অর্জনই সব নয়। মানুষের দোয়া এবং ভালোবাসা অর্জন করতে পারাটাই মুখ্য বিষয়।
08/09/2025

মনে রাখবেন মৃত্যুর আগে শুধু টাকা-পয়সা আর সম্পত্তি অর্জনই সব নয়। মানুষের দোয়া এবং ভালোবাসা অর্জন করতে পারাটাই মুখ্য বিষয়।

চলতে থাকবে কাফেলা, আমাকে ছাড়া এখানে।একটা তারা ভেঙ্গে পড়লে, আসমান-শূন্য হয়ে যাবে না..!!
07/09/2025

চলতে থাকবে কাফেলা, আমাকে ছাড়া এখানে।একটা তারা ভেঙ্গে পড়লে, আসমান-শূন্য হয়ে যাবে না..!!

06/09/2025

Assalamoalikom

06/09/2025

চাচা কি পাইছে শুনে যান😁

ঈদে মিলাদুন্নাবীর শুভেচ্ছা সবাইকে। 🥰
05/09/2025

ঈদে মিলাদুন্নাবীর শুভেচ্ছা সবাইকে। 🥰

কি খবর সবার।
05/09/2025

কি খবর সবার।

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Zubayer Chapter. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category