Leya's CozyCorner

Leya's CozyCorner Little corners, big comfort — Home, heart & hues with Leya.

শীতের দুপুরে আমরা রোদ উপভোগ করছি☀️
27/12/2025

শীতের দুপুরে আমরা রোদ উপভোগ করছি☀️

20/12/2025

“এমন জীবন তুমি করিবে গঠন,
মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন”

বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না—তারা বেঁচে থাকে সবার অন্তরে।ন্যায়, সাহস ও আদর্শের আলো হয়েপ্রজন্ম থেকে প্রজন্মে জাগিয়ে রাখে ...
18/12/2025

বিপ্লবীদের কখনো মৃত্যু হয় না—
তারা বেঁচে থাকে সবার অন্তরে।
ন্যায়, সাহস ও আদর্শের আলো হয়ে
প্রজন্ম থেকে প্রজন্মে জাগিয়ে রাখে পথচলা।
অমর হউক হাদি ভাই—
তার ত্যাগ ও প্রেরণা চিরকাল অম্লান থাকুক।

18/12/2025
18/12/2025

Peace 🌸

22/11/2025

জীবনে মূল্য আর মর্যাদা—এ দুই জিনিস সবসময় একই পথে চলে না।
কোনো কিছুর দাম বেশি হলেই তা শ্রেষ্ঠ হয়ে যায় না, আর দাম কম হলেই তা অবমূল্যায়িত নয়।
অনেক সময় সামান্য জিনিসও জীবনে সবচেয়ে উঁচু জায়গা দখল করে।
কারণ আসল মূল্য নির্ভর করে উপযোগ, মানে, অনুভূতি আর স্থানের ওপর—দামের ওপর নয়।
জীবনে— মানুষকে, জিনিসকে, সম্পর্ককে শুধু বাহ্যিক দাম বা আকার দেখে বিচার করা উচিত নয়।
যার ভূমিকা মূল্যবান—তার স্থানই সর্বোচ্চ। দাম নয়, মর্যাদাটাই আসল।

Address

Habiganj
3310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Leya's CozyCorner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share