MD Rupon Khan

MD Rupon Khan সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।।
(1)

11/07/2025
আমি দৌড়াচ্ছি- অসমাপ্ত চাহিদার পেছনে,এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।ভেবেছিলাম, একদিন পূর্ণ হব ; ভেবেছিলাম,সব পাওয়া হবে ...
15/06/2025

আমি দৌড়াচ্ছি- অসমাপ্ত চাহিদার পেছনে,
এক শূন্যতা থেকে আরেক শূন্যতায়।
ভেবেছিলাম, একদিন পূর্ণ হব ; ভেবেছিলাম,
সব পাওয়া হবে ।

কিন্তু আজ আয়নার সামনে দাঁড়িয়ে দেখি -
আমি ফাঁকা , আমার ভেতর শূন্যতার গর্জন ।
যা কিছু জড়ো করেছি ,
সবই মায়ার প্রতিচ্ছবি, ছুঁতে গেলেই বিলীন।

আমি শুধু এক অস্তিত্বহীন উপমা-
নামহীন ,রূপহীন, শূন্যতায় গড়া। 🍁🥀🤞

#লোপা

10/06/2025

মন ম‌রে গে‌লে মানুষ আর‌ দে‌হের চিন্তা ক‌রে না।।

কেমন আছেন সবাই???
31/05/2025

কেমন আছেন সবাই???

24/05/2025



Search

Main Menu

কান্ডারী হুশিয়ার! – কাজী নজরুল ইসলাম

বিদ্রোহী কবিতা

কাজী নজরুল ইসলাম

কান্ডারী হুশিয়ার!
– কাজী নজরুল ইসলাম

দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!

দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।

তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!
যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।
ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,
ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।

অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন
কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।
হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?
কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার

গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,
পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!
কান্ডারী! তুমি ভুলিবে কি পথ? ত্যজিবে কি পথ-মাঝ?
করে হানাহানি, তবু চলো টানি, নিয়াছ যে মহাভার!

কান্ডারী! তব সম্মুখে ঐ পলাশীর প্রান্তর,
বাঙালীর খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর!
ঐ গঙ্গায় ডুবিয়াছে হায়, ভারতের দিবাকর!
উদিবে সে রবি আমাদেরি খুনে রাঙিয়া পূনর্বার।

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান,
আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন্ বলিদান
আজি পরীক্ষা, জাতির অথবা জাতের করিবে ত্রাণ?
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, কান্ডারী হুশিয়ার!

24/05/2025

নারীর বয়স
আর
পুরুষের ইনকাম কখনও জিজ্ঞেস করতে হয় না!

এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই-
নারী কখনও নিজের জন্য বাঁচেনা
আর পুরুষ কখনও নিজের জন্য খাটেনা💔

19/05/2025

যি‌নি রা‌তের প‌রে সকাল দেন,
তি‌নি দুঃ‌খ্যের প‌রে সুখ দি‌বেন ।।
ইনশাআল্লাহ

22/04/2025

নিজেকে ভালোবাসেন, সময় দেন! আপনি পৃথিবীতে দ্বিতীয়বার জন্মাবেন না!'🤍

21/04/2025

মানুষ মইরা গেলে কদর বাইরা যায়।।

Address

Habiganj

Telephone

+8801973866939

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Rupon Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share