
24/07/2025
পুরুষ মানুষ নিজের জন্য পরিশ্রম করে না"
জীবনের প্রতিটি প্রহরে আমরা যাকে দেখি নীরবে সংগ্রাম করতে, যাকে দেখি দিনের আলো ফোটার আগেই ঘর থেকে বেরিয়ে পড়তে—সে একজন পুরুষ। সমাজ তাকে শক্তির প্রতীক বলে, দায়িত্বের পাহাড় চাপিয়ে দেয় তার কাঁধে। অথচ সে মানুষ, তারও ক্লান্তি আছে, কষ্ট আছে। তবুও পুরুষ মানুষ নিজের জন্য পরিশ্রম করে না।
সে উঠে পড়ে খুব ভোরে, সারা দিন কাজ করে, রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরে আসে—শুধু পরিবারের মুখে হাসি দেখার আশায়। সন্তান যেন ভালো স্কুলে পড়তে পারে, স্ত্রী যেন কিছু চাইলে পেতে পারে, মা-বাবা যেন ওষুধের অভাবে না ভোগে—এই সব ছোট ছোট স্বপ্নের জন্যই সে জীবনকে ত্যাগ করে দেয়।
সে নিজের প্রয়োজনের আগে পরিবারের প্রয়োজন দেখে। তার নিজের চাওয়া-পাওয়াগুলো অনেক আগেই হয়তো সে নিজের ভেতরেই কবর দিয়েছে। কেউ জিজ্ঞেস করে না, “তুমি কেমন আছো?” কারণ সবার ধারণা, পুরুষ মানেই শক্ত, পুরুষ মানেই নির্ভরতা।
অনেক সময় তার চোখেও আসে জল, কিন্তু সে চুপ থাকে। তার কান্না শোনার মতো সময় কারো থাকে না। কেউ দেখে না, গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে সেই মানুষটা জানালার পাশে বসে কত দুঃশ্চিন্তায় ভেঙে পড়ে।
পুরুষ মানুষ হয়তো বলে না, কিন্তু সে ভালোবাসে তার পরিবারকে প্রাণ দিয়ে। তাই তো নিজের শরীরের যত কষ্টই হোক, সে কাজ বন্ধ করে না। নিজের জন্য কিছু না কিনেও সন্তানের জন্য নতুন জামা কিনে আনে। নিজের পছন্দের খাবার না খেয়ে পরিবারের মানুষদের মুখে তুলে দেয় ভালোবাসা।
আসলে পুরুষ মানুষ নিজের জন্য নয়, বাঁচে তার প্রিয় মানুষদের জন্য। তার প্রতিটি ঘাম, প্রতিটি ক্লান্তি, প্রতিটি নিঃশ্বাস—সবকিছু শুধু প্রমাণ করে একটাই কথা:
"সে নিজের জন্য নয়, ভালোবাসার মানুষগুলোর জন্যই বেঁচে থাকে।"
লেখক, Engineer mamun ict.
@topfans