MD Rupon Khan

MD Rupon Khan সততাই সর্বোৎকৃষ্ট পন্থা।।
(1)

good morning
24/11/2025

good morning

21/11/2025

জিহ্বা আর ঠোট ইস্পাত নয়,
তবুও তার ধারে মানুষ ক্ষত বিক্ষত হয়।

শীতের কুয়াশায় ঝালমুড়ি খাচ্ছি।
19/11/2025

শীতের কুয়াশায় ঝালমুড়ি খাচ্ছি।

চায়ের দোকানে।  fans
18/11/2025

চায়ের দোকানে।
fans

"জীবনের ঘড়িতে  তোমার টাইম দেখে লও কয়টা বাজে"
16/11/2025

"জীবনের ঘড়িতে তোমার টাইম দেখে লও কয়টা বাজে"

নদীর পারে হারমোনিয়াম নিয়ে গান গাইছি।
14/11/2025

নদীর পারে হারমোনিয়াম নিয়ে গান গাইছি।

গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসলাম।।  ゚viralシfypシ゚viralシalシ  ゚viralシviralシfypシ゚viralシalシ
13/11/2025

গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে আসলাম।।
゚viralシfypシ゚viralシalシ ゚viralシviralシfypシ゚viralシalシ

শীত আসছে।  এবার ঘুমান।
11/11/2025

শীত আসছে। এবার ঘুমান।

শহরে বেড়িয়ে পড়লাম টমটম নিয়ে।  ゚viralシfypシ゚viralシalシ  ゚viralシviralシfypシ゚viralシalシ
11/11/2025

শহরে বেড়িয়ে পড়লাম টমটম নিয়ে।
゚viralシfypシ゚viralシalシ ゚viralシviralシfypシ゚viralシalシ

ঢাকা মগবাজারে পান বিক্রি করছি।।  ゚viralシviralシfypシ゚viralシalシ  ゚viralシalシ  ゚viralシfypシ゚viralシalシ
10/11/2025

ঢাকা মগবাজারে পান বিক্রি করছি।।
゚viralシviralシfypシ゚viralシalシ ゚viralシalシ
゚viralシfypシ゚viralシalシ

09/11/2025

গল্পটি সাধারণত একজন হিন্দু ব্যক্তির মানসিক দ্বন্দ্ব এবং সত্যের অনুসন্ধানকে কেন্দ্র করে সত্য আবির্ভূত হয়:
​ ধর্মীয় বিশ্বাসে অস্থিরতা (Funeral Ceremony)
​অরুণ গভীরভাবে হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, কিন্তু তাঁর মায়ের মৃত্যুর পর যখন শ্মশানে তাঁর সৎকার করা হয়, তখন তিনি একটি চরম মানসিক ধাক্কা পান:
​পার্থিব সম্মান: তাঁর মা সারা জীবন কঠোর শালীনতা ও লজ্জাবোধ মেনে চলেছেন। তিনি এমনকি কোনো পরপুরুষের সামনে সামান্যতম আবরণও সরাতেন না।
​অন্তিম অপমান: সৎকার আচারে বা আগুনের তাপে যখন তাঁর মায়ের দেহাবরণ সম্পূর্ণ সরে যায় এবং তাঁর দেহটি বস্ত্রহীন অবস্থায় থাকে, তখন শ্মশানের সমস্ত লোক (যাদের মধ্যে বহু পরপুরুষও ছিল) সেই দৃশ্য দেখতে পায়।
​মানসিক দ্বন্দ্ব: অরুণ গভীরভাবে কষ্ট পান। তিনি ভাবেন, যে মাকে তিনি সারা জীবন এত সম্মান করলেন এবং যিনি নিজেও এত কঠোরভাবে নিজের সতীত্ব বজায় রাখলেন, তাঁর শেষ যাত্রায় দেহটি কেন এভাবে উন্মুক্ত করা হলো?
​অনুসন্ধানের শুরু (The Search for an Answer)
​তিনি এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেন— কেন ধর্মীয় আচার একটি মানুষকে তার শেষ সময়ে এমন অসম্মানের মুখে ফেলে দিল?
​তিনি তাঁর পুরোহিত এবং পণ্ডিতদের কাছে যান। কিন্তু সন্তোষজনক উত্তর পান না। কেউ বলেন, "দেহ ক্ষণস্থায়ী, আত্মা শাশ্বত", আবার কেউ বলেন, "এটি ঈশ্বরের লীলা বা প্রকৃতির নিয়ম"। এই উত্তরে অরুণ তাঁর মায়ের প্রতি হওয়া অন্যায়কে মেনে নিতে পারেন না।
​ ইসলামের সাথে পরিচিতি (Introduction to Islam)
​একসময় তিনি একজন মুসলিম ব্যক্তির (যেমন, আমজাদ) সাথে দেখা করেন এবং তাঁর কাছে নিজের মানসিক দ্বন্দ্বের কথা বলেন।
​আমজাদ তাঁকে ইসলামের মৃত্যু ও দাফন পদ্ধতি সম্পর্কে জানান।
​আমজাদ বলেন যে, ইসলামে মৃত ব্যক্তিকে সাদা কাপড়ে (কাফন) আবৃত করে অতি শ্রদ্ধার সাথে দাফন করা হয়। কাপড়টি কখনোই সরানো হয় না এবং মৃতদেহের শালীনতা (Aura) সর্বদা রক্ষা করা হয়।
​তিনি বোঝান, ইসলামে দেহ ও তার আবরণকে সম্মান করা হয়, কারণ মানুষ আল্লাহর সৃষ্টি এবং তার সম্মান জীবিত বা মৃত— উভয় অবস্থাতেই রক্ষা করা অপরিহার্য।
​৪. বিশ্বাসের পরিবর্তন (Conversion)
​অরুণ উপলব্ধি করেন যে, ইসলামের এই শিক্ষাটি তাঁর শালীনতা ও সম্মানের নিজস্ব ধারণার সাথে সম্পূর্ণ মিলে যায়।
​যে ধর্ম তাঁর সবচেয়ে প্রিয়জন অর্থাৎ তাঁর মাকে মৃত্যুর পরও পূর্ণ সম্মান ও শালীনতা দিতে পারে, সেই ধর্মই তাঁর কাছে প্রকৃত সত্যের ধর্ম মনে হয়।
​এই উপলব্ধির ভিত্তিতে, অরুণ সিদ্ধান্ত নেন এবং তিনি তাঁর পূর্বের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন।
​গল্পটি থেকে কি শিক্ষা পেলেন??

আলহামদুলিল্লাহ, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম।

ভ্রমণের শেষ নেই।। চলো না ঘুরে আসি!
08/11/2025

ভ্রমণের শেষ নেই।।
চলো না ঘুরে আসি!

Address

Habiganj

Telephone

+8801973866939

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Rupon Khan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share