News24markuli

News24markuli Bangladesh

12/05/2025
আলহামদুলিল্লাহ উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সমূহ:  # আজ শনিবার, ১০ মে ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হ...
10/05/2025

আলহামদুলিল্লাহ

উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সমূহ:

# আজ শনিবার, ১০ মে ২০২৫ তারিখে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

# উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামি লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।

# এর পাশাপাশি, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাধীন মার্কুলী বাজার নুরাহ খালেদ আল আজমী জামে মসজিদের  প্রবীন এক ইমাম ও খতিব অবসরা যাওয়ায় তাক...
25/04/2025

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলাধীন মার্কুলী বাজার নুরাহ খালেদ আল আজমী জামে মসজিদের প্রবীন এক ইমাম ও খতিব অবসরা যাওয়ায় তাকে অনাড়ম্ভর সংবর্ধনা দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা। এসময় বিদায়ি ইমাম ও খতিব সর্বজনশ্রদ্ধেয় আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মহব্বত উল্লাহ সাহেবকে সম্মানি স্বরুপ নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও মুসল্লিরা ব্যক্তিগত ভাবে প্রায় ৩০ হাজার টাকা হাদিয়া প্রদান করেন
শুক্রবার ( ২৫ এপ্রিল ) জুমার নামাজের পর সম্মানিত ইমাম ও খতিকে সংবর্ধনা দেয়া হয়। আলহাজ্ব মাওলানা মহব্বত উল্লাহ সাহেব মার্কুলী বাজার জামে মসজিদে দীর্ঘ ২৭ বছর ধরে অত্যান্ত সুনামের সাথে ইমামতি করে আসছেন। তিনি বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের নোয়াগাও গ্রামের বাসিন্দা, তিনি মাদফুনে মাক্কি শায়খে গাজীনগরী রহ: এর সুযোগ্য জামাতা। অত্র এলাকায় এই প্রথম সংবর্ধনার মাধ্যমে কোন ইমামকে সন্মানি দিয়ে বিদায় দেওয়া হয়েছে এতে প্রশংসা কুড়িয়েছেন মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লি বৃন্দ
মসজিদ কমিটির পক্ষে বক্তব্য রাখেন জনাব আব্দুল মুসাব্বির সাহেব, জানাব নুরুজ্জামান সাহেব হাজী হুমায়ুন কবির ভুইয়া সাহেব, জনাব রমজান আলী সাহেব মোশাররফ হোসেন প্রমূখ,
মসজিদের বর্তমান ইমাম ও খতিব মুফতি ইসমাইল হোসেন সিরাজীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বর্তমান অন্তর্বতীকালীন কমিটির সদস্য সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জনাব মঈনুদ্দিন মেম্বার দৌলতপুর আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ সাব্বির আহমদ ও মসজিদের মুসল্লি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা মহব্বত উল্লাহ সাহেব অসুস্থতায় কথা বলতে না পারায় উনার বড় ছেলে মাওলানা গোলাম মোস্তফা জানান আমার বাবা, ১৯৯৭ সালে উক্ত সমজিদে ইমামও খতিব হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ২৭ বছর এই মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। এখন বার্ধক্য ও অসুস্থতা জনিত কারনে অবসরে যাচ্ছেন। অবসর কালিন মসজিদ কমিটি ও মুসল্লিরা আমার বাবাকে যে সম্মান দিয়েছে তাতে আমরা অত্যন্ত খুশি। মুসল্লি ও মসজিদ কমিটির আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসায় নিজেকে ধন্য মনে করছি।

👉সিরাজগঞ্জের উল্লাহপাড়ার ঘটনা, ওই বৃদ্ধের  স্ত্রী ৮ মাস  আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন  বাবাকে রাখার পর...
15/04/2025

👉সিরাজগঞ্জের উল্লাহপাড়ার ঘটনা, ওই বৃদ্ধের স্ত্রী ৮ মাস আগে মারা যায়। এরপর দুই ছেলে ও দুই মেয়ে কিছুদিন বাবাকে রাখার পর আর রাখতে চায়না, এ নিয়ে অনেক ঝগড়া, এমনও রাত গেছে বৃদ্ধা সারারাত উঠানে ছিল, ছেলেরা দরজা খুলে ঘরে নেয় নি। আত্মাহত্যার দিন সকালে দুছেলের বউ এর সাথে খুব ঝগড়া হয়,
এবং তাকে বাড়ি ছেড়ে বেড়িয়ে যেতে বলে, ছেলেরাও তার জিনিশ পত্র উঠানে ফেলে দেয়।
এরপর স্টেশনে ভোর থেকে বসে ছিল কিছু খান নাই। দুপুরে আত্মহত্যা করে।😢

হাই আফসোস!
এই সন্তানদের যে বাবা লালনপালন করে এতো বড় করল, এখন বৃদ্ধ বয়সে এসে সেই বাবা তাদের বোঝা হয়ে গেলো,একবেলা খাবার আর থাকতে দেয়ার মতো জায়গা ও তাদের কাছে ছিলো না।😓
@সংগ্রহীত 😇

19/12/2024

আমাদের এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদরাসা ও এতিমখানা এর #ছাত্রদের বিজয় দিবস উদযাপনের কিছু মনোরম দৃশ্য।

মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার দস্তারবন্দী সম্মেলন সফল হোক।
05/12/2024

মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার দস্তারবন্দী সম্মেলন সফল হোক।

সুখবর সুখবর আগামীকাল ১৮/১১/২৪ ইং রোজ সোমবার শাজাহান কসাই এর দোকানে গরু জবাই করা হবে, সকল ক্রেতাদের আমন্ত্রণ, প্রতি কেজি ...
17/11/2024

সুখবর সুখবর
আগামীকাল ১৮/১১/২৪ ইং রোজ সোমবার শাজাহান কসাই এর দোকানে গরু জবাই করা হবে, সকল ক্রেতাদের আমন্ত্রণ, প্রতি কেজি ৬৯৫৳

শাজাহান মিয়া
ফটবল খেলার মাঠ সংলগ্ন
মার্কুলী বাজার
মুবাইল 0177289723

বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।বুধবার (২৩ অক্টোবর) রাতে সংগঠনটি নিষিদ...
23/10/2024

বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার।

বুধবার (২৩ অক্টোবর) রাতে সংগঠনটি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Congratulations 🎉🎉
02/10/2024

Congratulations 🎉🎉

নির্বাহী আদেশে, আজকের দিন হতে, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের, অনির্বাচিত সকল চেয়ারম্যান মেম্বার দের কে বাতিল ঘোষণা কর...
19/08/2024

নির্বাহী আদেশে, আজকের দিন হতে, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের, অনির্বাচিত সকল চেয়ারম্যান মেম্বার দের কে বাতিল ঘোষণা করা হলো,উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদের কার্যক্রম,পরিচালনা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,টি,এ,নো সাহেব।

যারা কর্মস্থলে অনুপস্থিত নির্বাহী আদেশে সকল উপজেলা চেয়ারম্যান,পৌর মেয়র,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাতিল ঘোষণা করা হয়েছ...
19/08/2024

যারা কর্মস্থলে অনুপস্থিত নির্বাহী আদেশে সকল
উপজেলা চেয়ারম্যান,
পৌর মেয়র,
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
বাতিল ঘোষণা করা হয়েছে।
এখন থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল ক্ষমতার অধিকারী।

ব্রেকিং নিউজ
14/08/2024

ব্রেকিং নিউজ

Address

Kadirganj
Habiganj
3352

Telephone

+8801717808722

Website

Alerts

Be the first to know and let us send you an email when News24markuli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News24markuli:

Share