Bangla - Bhaii

Bangla - Bhaii ╭╮╮╱▔▔▔▔╲╭╭╮
╰╲╲▏▂╲╱▂▕╱╱╯
┈┈╲▏▇▏▕▇▕╱┈┈
┈┈╱╲▔▕▍▔╱╲┈ ┈
╭╱╱▕╋╋╋╋▏╲╲╮
╰╯╯┈╲▂▂╱┈╰╰╯



Bangla - Bhaii ❤️🌸
(1)

13/09/2025

(বাকি অংশ ১)

কারন,আমরা মহান আল্লাহকে বলতে পারব না,আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন,আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান,যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী,আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হি সলিহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরে-স্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে,আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে,মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।

"সুবহানাল্লাহ"।

ডাকসুতে জিতলেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসিমউদ্দিন ❤️❤️
10/09/2025

ডাকসুতে জিতলেন জুলাই আন্দোলনে চোখ হারানো জসিমউদ্দিন ❤️❤️

09/09/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

05/09/2025

এ কোন দেশে আছি আমরা!
মারা যাওয়ার পরও একটা লাশের সাথে এ কেমন ব্যবহার!
কবরের পবিত্রতা ভেঙে লা'শ তুলে আ'গুনে পুড়িয়ে দেওয়া হয়েছে—
জুমার নামাজের পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় এই ঘটনা ঘটে।
মানুষ হিসাবে আমরা একটা বিকৃত ভঙ্গুর সমাজ ব্যবস্থায় বসবাস করছি!..
মহাজনের মবের জন্য উস্কানিমূলক বক্তব্য-ই এই বর্তমান সমাজ পরিস্থিতি সৃষ্টিতে দায়ী।

Bangla - Bhaii

হায়রে সুদানি হাজী 🙆‍♂️😂😷 Bangla - Bhaii                    #ফটোগ্রাফি
04/09/2025

হায়রে সুদানি হাজী 🙆‍♂️😂😷

Bangla - Bhaii
#ফটোগ্রাফি

দেশের পেছন মে রে ভারতে আরামেই দিন কাটছে আপার Bangla - Bhaii
02/09/2025

দেশের পেছন মে রে ভারতে আরামেই দিন কাটছে আপার

Bangla - Bhaii

 #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্...
01/09/2025

#ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কারের মাধ্যমে শুরু হয়েছিল: প্রথমটি হল ক্যামেরা অস্পষ্ট ইমেজ প্রজেকশন, দ্বিতীয়টি হল আবিষ্কার যে কিছু পদার্থ আলোর এক্সপোজার দ্বারা দৃশ্যমানভাবে পরিবর্তিত হয়[২]। 18 তম শতাব্দীর আগে হালকা সংবেদনশীল উপকরণ দিয়ে ছবি তোলার কোন প্রচেষ্টা নির্দেশ করে এমন কোন শিল্পকর্ম বা বর্ণনা নেই।
লে গ্রাস ১৮২৬ বা ১৮২৭ এ জানালা থেকে দেখা দৃশ্য, মনে করা হয় যে এটি সবচেয়ে আগে বেঁচে থাকা ক্যামেরার ছবি। [১] আসল (বামে) এবং রঙিন পুনর্নবীকরণ (ডান)।
১৭১৭ সালের দিকে, জোহান হেইনরিচ শুলজ একটি বোতলের উপর কাটা-আউট অক্ষরগুলির ছবি তুলতে হালকা সংবেদনশীল স্লারি ব্যবহার করেছিলেন। তবে এই ফলাফলগুলো স্থায়ী করার চেষ্টা করেননি তিনি। 1800 এর কাছাকাছি, থমাস ওয়েডগউড প্রথম নির্ভরযোগ্যভাবে নথিভুক্ত করেছেন, যদিও স্থায়ী রূপে ক্যামেরার ছবি তোলার ব্যর্থ প্রচেষ্টা ছিল। তার পরীক্ষা-নিরীক্ষা বিস্তারিত আলোকচিত্র তৈরি করেছিল, কিন্তু ওয়েডগউড এবং তার সহযোগী হামফ্রি ডেভি এই ছবিগুলিকে ঠিক করার কোন উপায় খুঁজে পাননি।
1826 সালে, Nicephore Niépce প্রথম একটি ছবি ঠিক করতে সক্ষম হয়েছিল যা একটি ক্যামেরা দিয়ে ধরা হয়েছিল, কিন্তু কমপক্ষে আট ঘন্টা বা এমনকি কয়েক দিন ক্যামেরার এক্সপোজার প্রয়োজন ছিল এবং প্রাথমিক ফলাফলগুলি খুব অপরিশোধিত ছিল। নিপেসের সহযোগী লুই ড্যাগেরেরে ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া বিকশিত করতে শুরু করেছেন, প্রথম প্রকাশ্যে ঘোষিত এবং বাণিজ্যিকভাবে কার্যকর ফটোগ্রাফিক প্রক্রিয়া। ড্যাগেররিওটাইপের ক্যামেরায় শুধুমাত্র কয়েক মিনিট এক্সপোজার প্রয়োজন, এবং পরিষ্কার, সূক্ষ্মভাবে বিস্তারিত ফলাফল তৈরি। ২ আগস্ট, ১৮৩৯ তারিখে ড্যাগেরে প্যারিসে চেম্বার অফ পিয়ারস-এ প্রক্রিয়াটির বিবরণ প্রদর্শন করেন। ১৯ আগস্ট ইনস্টিটিউট প্যালেস এ অ্যাকাডেমি অফ সায়েন্স এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস এর একটি সভায় কারিগরি বিবরণ প্রকাশ করা হয়। (জনসাধারণকে আবিষ্কারের অধিকার প্রদানের জন্য, ড্যাগেররে এবং নিপেসেকে জীবনের জন্য উদার বার্ষিকী প্রদান করা হয়। )[3][4][5] যখন মেটাল ভিত্তিক ড্যাগেররিওটাইপ প্রক্রিয়া জনসাধারণের কাছে আনুষ্ঠানিকভাবে প্রদর্শিত হয়েছিল, তখন কাগজ-ভিত্তিক ক্যালোটাইপ নেতিবাচক এবং লবণ প্রাই এর প্রতিযোগী পদ্ধতি
আলহ #ফটোগ্রাফি এর ইতিহাস 💕🥰✍️🤲🕋🕋
দুটি গুরুত্বপূর্ণ নীতি আবিষ্কার

Bangla - Bhaii

রাজধানীর সড়কজুড়ে প্রতিদিন বাড়ছে যানজট। এর ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমনকি কেউ কেউ সময়মতো ...
31/08/2025

রাজধানীর সড়কজুড়ে প্রতিদিন বাড়ছে যানজট। এর ফলে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমনকি কেউ কেউ সময়মতো হাসপাতালে পৌঁছাতে না পারায় জীবনও হারাচ্ছেন। নগরবাসীর বড় একটি অংশের ধারণা, ব্যাটারি চালিত অটোরিকশাই যানজটের মূল কারণ।এই বিষয়টি নিয়েই এবার ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন— “মেইন রাস্তায় ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।”তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “রিকশা না চললে আমরা চলবো কীভাবে?” আরেকজন মন্তব্য করেছেন, “গরিবের পেটে লাথি কেন?”

আরও একজন দীর্ঘ মন্তব্যে বলেন, “ছোট থেকে এই রিকশায় যাতায়াত করেছেন, এখন একটু টাকা হয়েছে তো তাই ভাব বাড়ছে। অনেকেই বিভিন্ন কাজে যায়, তারা কীভাবে যাবে? রিকশা বন্ধ হলে যারা রিকশা চালায় তারা কি করে খাবে? নিজের আগের অবস্থার কথা ভাবুন, অন্যদের ভালোবাসতে শিখুন কাজে লাগবে। নিচু মন-মানসিকতা বাদ দেন।”

তবে সবাই যে বিরোধিতা করেছেন তা নয়। অনেকেই চমকের সঙ্গে একমত হয়ে সমর্থন জানিয়েছেন। তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন, “এটা ভালো উদ্যোগ।” আরেকজন লিখেছেন, “একদম ঠিক কথা বলেছেন, আমাদের সবার উচিত ট্যাক্স বন্ধ করে দেওয়া।” আরও একজনের মন্তব্য— “সঠিক সিদ্ধান্ত, আমিও আর ট্যাক্স দেব না।”

Bangla - Bhaii

30/08/2025

“বিকাশ নূর” বলে বলে তাকে শেষমেশ হত্যা যোগ্য করে তোলা হলো। যেভাবে বেদড়ক মারা হলো তাকে, তা দেখে আগের সময় আর বর্তমান সময়ের মাঝে কোনো পার্থক্য কী মনে হলো?

আজ নূর, কাল অন্য কেউ, পরশু হয়তো আপনিও—এটাই যেন নিয়তি। এক অদৃশ্য শূন্যতার ভেতর আমরা সবাই দাঁড়িয়ে আছি! যেখানে মানুষকে ‘হত্যাযোগ্য’ বানিয়ে ফেলতে তুচ্ছ কোনো কারণই যথেষ্ট, কিংবা কোনো কারণই দরকার নেই—ভিন্নমতই যথেষ্ট!

আমরা সাধারণরা নিন্দা জানাই—এই টুকুই আমাদের ক্ষমতা!

Nurul Haque Nur

এই শূকরের ছানা নাকি আবার সাংবাদিক। ওরে  কে চাকরি দিল? মহিলাদের ব্যাপারে এসব উল্টাপাল্টা কথা বলে তারপরেও ও এখনো সাংবাদিকত...
29/08/2025

এই শূকরের ছানা নাকি আবার সাংবাদিক। ওরে কে চাকরি দিল? মহিলাদের ব্যাপারে এসব উল্টাপাল্টা কথা বলে তারপরেও ও এখনো সাংবাদিকতা করে কিভাবে!
ছেলেরা খুবই প্রিভিলেজড। আমাদের জন্য এই সমাজে কোন গালি প্রচলিত নাই। এই লোককে গালি দিতে হলে ওর আম্মা বা‌ বাসার মহিলাদেরকেই ছোট করতে হবে।

Tawhid uddin Afridi Bangla - Bhaii

27/08/2025

যারা এখনো ভাবছেন আওয়ামী লীগ ফিরবে, কিংবা তাদের পুনর্বাসনের স্বপ্ন দেখছেন—আপনারা গভীর ঘুমে আছেন! মনে রাখবেন, যেদিন স্বৈরাচার বাহিনীর কেউ বাংলার মাটিতে পা রাখার সাহস করবে, সেদিনই জাতি সব বিভেদ ভুলে একত্র হয়ে ঝাঁপিয়ে পড়বে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে—আর সেটাই হবে তার শেষ দিন!

ইয়া রবআপনি তাদের অন্তরে প্রশান্তি দান করুন 🌸🖤আমিন ❤️
27/08/2025

ইয়া রব
আপনি তাদের অন্তরে প্রশান্তি দান করুন 🌸🖤
আমিন ❤️

Address

Habiganj
3400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla - Bhaii posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share