
17/10/2023
🇦🇪 🇧🇩 🤲ইয়া রাব্বুল আলামিন, ইয়া গাফুরুর রাহীম, মাবুদ তুৃমি তো সবই দেখছো ফিলিস্তিনের আর্তনাদ, তাদের রক্তের মিছিল, দেখে কষ্টে বুকটা ফেটে যায়, আজ আপনার শান্তির ধর্মের ইসলামের মানুষ গুলো খুব অসহায় হয়ে আছে, গোটা পৃথিবী তাকিয়ে দেখছে, ওদের দেখার মতো কেউ নেই, আপনি আপনার গায়েবি শক্তি দ্বারা ওদের রক্ষা করুন।