আমাদের চুনারুঘাট

আমাদের চুনারুঘাট Our dear Chunarughat residents stay with us to see different scenic views of Chunarughat.
(1)

জরুরী ঘোষণা-আগামীকাল বৈদ্যুতিক লাইনের আশে পাশের গাছপালা কর্তনের জন্য নিম্নের এলাকা গুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, জান...
01/11/2025

জরুরী ঘোষণা-

আগামীকাল বৈদ্যুতিক লাইনের আশে পাশের গাছপালা কর্তনের জন্য নিম্নের এলাকা গুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, জানিয়েছেন ডিজিএম চুনারুঘাট জোনাল অফিস।
এলাকা সমূহ- রাজার বাজার, বগাডুবী, আমুরোড, গোছাপাড়া, দোকানঘর, শ্রীকোটা, হাসারগাও, শিরিকান্দি, নরপতি, শ্রীবাড়ি, ফান্দাইল, মজলিসপুর, হাজিপুর, বগুলা, মিরাশী, বিশ্রাবন।

29/10/2025

রাত ১:৫৭
বৃষ্টি আসে আল্লাহর রহমতে হিসেবে 🌧️

24/10/2025

Valobasar Khelay – By Sujad Talukdar

২০১৯ সালে চুনারুঘাটের বাল্লারোড এলাকায় কয়েকজন মিলে গানটি গেয়েছিলেন। এটি ছিল একটি মৌলিক গান, যার সুর ও কথা দুটোই করেছিলেন Sujad Talukdar।

20/10/2025

চুনারুঘাটের সৌন্দর্য দেখে আমরা অভ্যস্ত, কিন্তুু সেড রিয়ালিটি হল পুরাতন মহাসড়কের এই অবস্থা। দেখার কেউ নেই!

রাস্থার এই অবস্থা থাকায় প্রায় প্রত্যেকদিন হচ্ছে এক্সিডেন্ট, ধুলাবালির শহরে পরিনত প্রানের শহর, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

#আমাদের_চুনারুঘাট

কিছুক্ষণ আগে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে সাতছড়ি এলাকায় বারবার গাছ ফেলে ডাকাতির চেষ্টা বিজিবি অভিযানে ডাকাতদল পালিয়ে যায়...
17/10/2025

কিছুক্ষণ আগে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে সাতছড়ি এলাকায় বারবার গাছ ফেলে ডাকাতির চেষ্টা বিজিবি অভিযানে ডাকাতদল পালিয়ে যায়।

চাঁন্দপুর চা বাগানের পুকুরে গোসল করতে গিয়ে তিনটি বাচ্চা একসাথে মারা গেছে।বাচ্চা গুলো রামগঙ্গা চা বাগানের একই পরিবারের ত...
14/10/2025

চাঁন্দপুর চা বাগানের পুকুরে গোসল করতে গিয়ে তিনটি বাচ্চা একসাথে মারা গেছে।
বাচ্চা গুলো রামগঙ্গা চা বাগানের একই পরিবারের তিন ভাইয়ের মেয়ে।
সবাই এসেছিলে বিয়ে বাড়িতে।

#আমাদের_চুনারুঘাট

📍 তেলমা ছড়া, চুনারুঘাটপরিত্যক্ত পুরাতন পুলিশ ফাঁড়ি পরিদর্শনে প্রশাসন।এই উদ্যোগ চুনারুঘাটবাসীর জন্য বয়ে আনতে পারে নতুন আশ...
14/10/2025

📍 তেলমা ছড়া, চুনারুঘাট

পরিত্যক্ত পুরাতন পুলিশ ফাঁড়ি পরিদর্শনে প্রশাসন।

এই উদ্যোগ চুনারুঘাটবাসীর জন্য বয়ে আনতে পারে নতুন আশার আলো, বিশেষ করে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে চলাচলকারী মানুষের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে এটি হতে পারে এক বড় পদক্ষেপ। 🌿


#

12/10/2025

সাতছড়ি জাতীয় উদ্যানে মায়া হরিণের দেখা!

এযাবৎকালে এ ধরনের বিরল প্রজাতির হরিণের দেখা পাওয়া সত্যিই আনন্দের খবর।

প্রকৃতির এই সৌন্দর্য আর বন্যপ্রাণীর নিরাপত্তা রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও সক্রিয় ভূমিকা প্রত্যাশা করি।

#সাতছড়ি #বন্যপ্রাণী #মায়াহরিণ #আমাদের_চুনারুঘাট

ভাইরাল হ্যান্ড মেইড কেক ও পুডিং দোকান এখন বাল্লারোড, রাস্থায় শুধু কেকের দোকান থাকবে আর গাড়ি চলবে ফুটপাত দিয়ে।🤣ছবিঃ মেইড ...
10/10/2025

ভাইরাল হ্যান্ড মেইড কেক ও পুডিং দোকান এখন বাল্লারোড, রাস্থায় শুধু কেকের দোকান থাকবে আর গাড়ি চলবে ফুটপাত দিয়ে।🤣

ছবিঃ মেইড বাই এআই।

#আমাদের_চুনারুঘাট

♦️ব্যতিক্রমী একটি মহৎ উদ্যোগ। 💚আপনারা জেনে খুশি হবেন যে,চুনারুঘাটে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির মাধ্যমে আয়...
07/10/2025

♦️ব্যতিক্রমী একটি মহৎ উদ্যোগ। 💚
আপনারা জেনে খুশি হবেন যে,
চুনারুঘাটে শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে উন্নত প্রযুক্তির মাধ্যমে আয়রনমুক্ত, সুপেয় ও নিরাপদ খাবার পানির ব্যবস্থা। চুনারুঘাট বাজারের ৮টি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হচ্ছে ভিশন ওয়াটার পিওরিফায়ার। এই সেবাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে।

♦️প্রাথমিকভাবে যেসব স্থানে থাকবে এই সেবা:
*ডিসিপি হাই স্কুল
*ডাকবাংলো রোড
*চুনারুঘাট সদর জামে মসজিদ
*গার্লস স্কুল
*চুনারুঘাট সরকারি কলেজ
*চুনারুঘাট সদর হাসপাতাল
*সতং রোড
*আলিয়া মাদ্রাসা রোড

উদ্যোক্তার পক্ষ থেকে শুধু মেশিন স্থাপনই নয় — সমস্ত মাসিক কারেন্ট বিল, সার্ভিসিং ও রিপেয়ারিংয়ের দায়িত্বও তিনি নিজ খরচে বহন করবেন।

আমাদের উচিত, এই মূল্যবান সেবাটির রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা, যেন কেউ ক্ষতি বা চুরি করতে না পারে।
💧 সবার সহযোগিতায় চুনারুঘাট হবে সুপেয় পানির শহর!
যিনি/ যাহারা এমন মানবিক উদ্যোগ হাতে নেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তায়ালা উনার নেক উদ্দেশ্য কবুল করুন। আমিন।

Address

Chunarughat
Habiganj
3320

Telephone

+8801799199706

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের চুনারুঘাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের চুনারুঘাট:

Share