Abir Sarkar Sajid

Abir Sarkar Sajid I'm a Professional Digital Marketer..!! ❤️

06/11/2024

আমেরিকা আর আমি একই।
কোনো নারী শাসন নাই!☹️

27/10/2024

"তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো!

তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো!

তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও!

তাই আমি ভয় পাই,
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো!

22/10/2024

সবকিছু সংস্কার হয়-
সংস্কারহীন থেকে যায় শুধু তোমার আমার এই আলোকবর্ষ দূরত্ব!

21/09/2024

- আহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আহ মানুষ, একে অপরকে মারার কি ভয়ংকর উৎসব শুরু করেছো তোমরা! ❤️‍🩹

স্বপ্ন!আমরা সবাই দেখি। স্বপ্ন দেখতে ভালোই লাগে। একবার আমার এক অনুজ ঘুম থেকে বালিশের নিচে কি যেনো হন্য তন্য হয়ে খুঁজছে। আ...
05/12/2023

স্বপ্ন!
আমরা সবাই দেখি। স্বপ্ন দেখতে ভালোই লাগে। একবার আমার এক অনুজ ঘুম থেকে বালিশের নিচে কি যেনো হন্য তন্য হয়ে খুঁজছে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার! সকাল সকাল কি খোঁজা হচ্ছে? সে আমাকে বলল টাকা! আমি ভাবলাম ঘুমানোর সময় হয়তো বালিশের নিচে টাকা রেখে ঘুমিয়েছে। এখন হয়তো পাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কতো টাকা। সে বললো ১০,০০,০০০ টাকা! আমি তো অবাক। এতো টাকা পেলো কোথায় সে?ধরলাম সে হয়তো আলাদিনের চেরাগ পেয়েছিলো তাই হয়তো এতো টাকা পেয়ে গিয়েছে রাতারাতি। কিন্তু তারপরও প্রশ্ন হলো এতো টাকা বালিশের নিচে রাখা যায় নাকি? আমি বলতে পারি না। হয়তো রাখা যায়। কারণ আমি আলাদিনের চেরাগ পাই নি কখনো আর এতো টাকা পেয়ে বালিশের নিচে রাখার সেই সৌভাগ্য হয়নি। যাইহোক তাকে সাহায্য করা উচিৎ। যতো যাই হোক এতো গুলো টাকা! তাই আমি তার সাথে টাকা খোঁজা শুরু করি। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কখন টাকা বালিশের নিচে রেখেছিলো। সে চিন্তা করে হঠাৎ মুখে হতাশা এনে বললো, "ভাই মাফ করে দিয়েন। আমি হয়তো স্বপ্ন দেখছিলাম।"

স্বপ্ন!
এ.পি.জে আব্দুল কালাম বলেছেন, "স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না।"

এমন স্বপ্ন তাহলে কিভাবে দেখতে হয়? স্বপ্ন হতে হবে S.M.A.R.T.
S= Specific (নির্দিষ্ট)
M= Measurable (পরিমাপ যোগ্য)
A= Achievable (অর্জন করার মতো)
R= Realistic (বাস্তবিক)
T= Transparent (স্বচ্ছ)

আমি বিশ্বাস করি যেই স্বপ্নটা আমার প্রয়োজনের মধ্যে পড়ে সেটাই পূরণ হয়।

দিনশেষে বলবো সবার সকল ভালো স্বপ্ন পূরণ হোক।

সফলতার মূলমন্ত্র হলো দক্ষতা। দক্ষতা গুলোকে আয়ত্ত করে নিতে হয়। কাজের পেছনে ছুটলে কাজ মিলে না। কিন্তু আপনার যদি দক্ষতা থ...
09/11/2023

সফলতার মূলমন্ত্র হলো দক্ষতা। দক্ষতা গুলোকে আয়ত্ত করে নিতে হয়।

কাজের পেছনে ছুটলে কাজ মিলে না। কিন্তু আপনার যদি দক্ষতা থাকে তাহলে কাজ আপনার পেছনে ছুটবে। তাই নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইলে দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির এই যুগে প্রযুক্তি নিয়ে দক্ষতা না থাকলে আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন।

নিজেকে সামনে এগিয়ে রাখতে দরকার কিছু বাড়তি দক্ষতা। আর তাই বেছে নিতে পারেন আপনার সম্ভাবনাময় ক্ষেত্র ডিজিটাল মার্কেটিং। বিজনেস কিংবা ফ্রিল্যান্সিং যেকোনো ক্ষেত্রে কাজ করতে পারেন ডিজিটাল মার্কেটিং শিখে।

একটি মার্কেটে যেখানে ৩ টা কামরাঙ্গার দাম ৩১রিয়াল যার বাংলাদেশি টাকায় মুল্য ৯০০+ টাকার মত।অথচ কত কামরাঙ্গা গাছের নিছে পড়ে...
05/11/2023

একটি মার্কেটে যেখানে ৩ টা কামরাঙ্গার দাম ৩১রিয়াল যার বাংলাদেশি টাকায় মুল্য ৯০০+ টাকার মত।
অথচ কত কামরাঙ্গা গাছের নিছে পড়ে থাকে
ধরে নিতে পারেন আমাদের জিবনটাও এই কামরাঙ্গার মতই।
যদি নিজেকে গাছের নিছে পড়ে থাকা ফলের মত ভাবেন!
তাহলে আপনাকে কেউ কখনো দাম দিবেনা।
তাই নিজেদেরকে এমন জায়গায় উপস্থাপন করতে হবে। যেখানে আমাদেরকে সবাই সঠিক ভাবে মূল্যায়ন করবে।
তাই জায়গা বদলান, কোথায় আপনার মূল্য আছে সেখানে যান।

20/10/2023

রিজিক অসম্ভব সুন্দর একটা জিনিস❤️

ফজরের ঠিক ১০ মিনিট আগে Fiverr এ নক আসলো, রিপ্লাই দিলাম।
GA4 এর জন্য একটা Contact Form ট্রাকিং করাবে। কিন্তু সেটা Zoom এ গিয়ে করে দিতে হবে। আর এই দিকে ফজরের জামায়াত শুরু হতে প্রায় ৮ মিনিট এর মতো আছে।

আমি Clients সাথে মেসেজ এ কথা বলতে বলতে মসজিদের দিকে যাচ্ছি। তার কোন আর Response নাই। আমি গিয়ে সুন্নাত শেষ করে, আবার ফোনের ডাটা অন করলাম। দেখলাম সে মিটিং লিংক দিতে বলতেছে।

আমি Clients কে বললাম কাজটা করতে ১০ মিনিট এর মতো লাগবে। আমি সালাত শেষ করে মিটিং এ বসি। সে ১৫ মিনিট সময় দিলো সালাত শেষ করার জন্য।

ফরজ সালাত জামায়াতে শুরু হলো, সালাম ফিরিয়েই দেখি ২৩ মিনিট লাগছে দুই রাকাআত সালাত শেষ হতে, বুঝতেই পারিনি।

এবার Client কে নক দিলাম। Client বললো সে অন্য একজন কে দিয়ে কাজ শেষ করে নিয়েছে। জানার আগ্রহ থেকে তাকে বাজেট জিগ্যেস করলাম, বললো ৫০ ডলার দিয়েছি। সাধারণত একটু মন খারাপ হওয়ারই কথা।
কিন্তু পরেক্ষনেই মনে হলো, আরে রিজিক তো আমার হাতে না। আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ করে বাড়িতে আসলাম।

ভাবলাম প্রায় ৩ মাস হলো Upwork এ বিড করি না। যেই ভাবা সেই কাজ। দেখি আমার ক্যাটাগরির দুইটা জব পোস্ট, মাত্র ৪ মিনিট আগে, এপ্লাই করলাম। ১০ মিনিটের মাথায় প্রথম টার রিপ্লাই আসলো। মাত্র ৩ টা মেসেজ এ সে আমাকে ৪০০ ডলার এর একটা প্রজেক্ট দিয়ে গেলো।

৩০ মিনিট এর মাথায় ২য় জবটার রিপ্লাই আসলো। সে জুমে কথা বলবে তাই জুম লিংক দিলো। জুমে জয়েন করে যা দেখলাম এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না।

মিটিং শেষ করে চোখের পানি আর কিছুতেই আটকিয়ে রাখতে পারতেছিলাম না।

আমরা আসলে রিজিক নিয়ে খুবই চিন্তায় থাকি। দেখেন প্রিয় ভাই আপনার জন্য যেটা বরাদ্দ করা হয়েছে সেটা আপনি পাবেনই....
আপনাকে শুধু রোলটা প্লে করতে হবে।
হতাশ হয়ে কি হবে..? আমাদের থেকে আমাদের রব ভালো জানেন কখন আমাদের জন্য কি প্রয়োজন।

দিন শেষে একটা জিনিস কি জানেন, এই যে এগুলো দেখছেন না, এগুলো কিছুই সফলতা অংশ না। এগুলো কিছুই আমাদের কাজে আসবে না। আল্লাহ থেকে আপনি যেই জিনিসকেই আপনি বেশি ভালোবাসবেন সেটা আপনার থেকে কেড়ে নিবে।

তাই কাজকে সময় দিতে গিয়ে আল্লাহ চেয়ে বেশি বড় করে দেখছেন না তো। করন এমনটা আমারও হতো। নামাজ বাদ দিয়ে পড়তে বসতাম। আজ পড়াশুনায় আমি খুব ভালো করতে পারি নাই।

যেখানে আপনার কাছে দোয়ার মতো এতো বড় মিসাইল আছে তাহলে কেনো সেটা ব্যবহার করছেন

'কাজে লেগে থাকুন, নয়তো হতাশা আপনার পেছনে লেগে থাকবে"যেকোনো কঠিন কাজকে বাস্তব করতে হলে যথেষ্ট ধৈর্য, হার না মানা ইচ্ছাশক্...
09/10/2023

'কাজে লেগে থাকুন, নয়তো হতাশা আপনার পেছনে লেগে থাকবে"

যেকোনো কঠিন কাজকে বাস্তব করতে হলে যথেষ্ট ধৈর্য, হার না মানা ইচ্ছাশক্তি নিয়ে লেগে থাকতে হয়। হতাশ হয়ে ভেঙে পড়লে কোনো অসাধ্য সাধন করা যায়না। বার বার ব্যার্থ হলেও কাজে লেগে থাকতে হয়!

ব্যার্থতাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে আমি যত বার ব্যার্থ হবো, আবার এর থেকে বেশি শক্তি নিয়ে চেষ্টা করবো।

সব মানুষেরই একইরকম মেধা, অর্থ বা পৃষ্ঠপোষক থাকেনা। কিন্তু সকলের মধ্যে একটি মন্ত্র থাকে, তা হচ্ছে
"হাল না ছাড়া"

Address

Habirbari
2240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abir Sarkar Sajid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abir Sarkar Sajid:

Share