20/10/2023
রিজিক অসম্ভব সুন্দর একটা জিনিস❤️
ফজরের ঠিক ১০ মিনিট আগে Fiverr এ নক আসলো, রিপ্লাই দিলাম।
GA4 এর জন্য একটা Contact Form ট্রাকিং করাবে। কিন্তু সেটা Zoom এ গিয়ে করে দিতে হবে। আর এই দিকে ফজরের জামায়াত শুরু হতে প্রায় ৮ মিনিট এর মতো আছে।
আমি Clients সাথে মেসেজ এ কথা বলতে বলতে মসজিদের দিকে যাচ্ছি। তার কোন আর Response নাই। আমি গিয়ে সুন্নাত শেষ করে, আবার ফোনের ডাটা অন করলাম। দেখলাম সে মিটিং লিংক দিতে বলতেছে।
আমি Clients কে বললাম কাজটা করতে ১০ মিনিট এর মতো লাগবে। আমি সালাত শেষ করে মিটিং এ বসি। সে ১৫ মিনিট সময় দিলো সালাত শেষ করার জন্য।
ফরজ সালাত জামায়াতে শুরু হলো, সালাম ফিরিয়েই দেখি ২৩ মিনিট লাগছে দুই রাকাআত সালাত শেষ হতে, বুঝতেই পারিনি।
এবার Client কে নক দিলাম। Client বললো সে অন্য একজন কে দিয়ে কাজ শেষ করে নিয়েছে। জানার আগ্রহ থেকে তাকে বাজেট জিগ্যেস করলাম, বললো ৫০ ডলার দিয়েছি। সাধারণত একটু মন খারাপ হওয়ারই কথা।
কিন্তু পরেক্ষনেই মনে হলো, আরে রিজিক তো আমার হাতে না। আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ করে বাড়িতে আসলাম।
ভাবলাম প্রায় ৩ মাস হলো Upwork এ বিড করি না। যেই ভাবা সেই কাজ। দেখি আমার ক্যাটাগরির দুইটা জব পোস্ট, মাত্র ৪ মিনিট আগে, এপ্লাই করলাম। ১০ মিনিটের মাথায় প্রথম টার রিপ্লাই আসলো। মাত্র ৩ টা মেসেজ এ সে আমাকে ৪০০ ডলার এর একটা প্রজেক্ট দিয়ে গেলো।
৩০ মিনিট এর মাথায় ২য় জবটার রিপ্লাই আসলো। সে জুমে কথা বলবে তাই জুম লিংক দিলো। জুমে জয়েন করে যা দেখলাম এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না।
মিটিং শেষ করে চোখের পানি আর কিছুতেই আটকিয়ে রাখতে পারতেছিলাম না।
আমরা আসলে রিজিক নিয়ে খুবই চিন্তায় থাকি। দেখেন প্রিয় ভাই আপনার জন্য যেটা বরাদ্দ করা হয়েছে সেটা আপনি পাবেনই....
আপনাকে শুধু রোলটা প্লে করতে হবে।
হতাশ হয়ে কি হবে..? আমাদের থেকে আমাদের রব ভালো জানেন কখন আমাদের জন্য কি প্রয়োজন।
দিন শেষে একটা জিনিস কি জানেন, এই যে এগুলো দেখছেন না, এগুলো কিছুই সফলতা অংশ না। এগুলো কিছুই আমাদের কাজে আসবে না। আল্লাহ থেকে আপনি যেই জিনিসকেই আপনি বেশি ভালোবাসবেন সেটা আপনার থেকে কেড়ে নিবে।
তাই কাজকে সময় দিতে গিয়ে আল্লাহ চেয়ে বেশি বড় করে দেখছেন না তো। করন এমনটা আমারও হতো। নামাজ বাদ দিয়ে পড়তে বসতাম। আজ পড়াশুনায় আমি খুব ভালো করতে পারি নাই।
যেখানে আপনার কাছে দোয়ার মতো এতো বড় মিসাইল আছে তাহলে কেনো সেটা ব্যবহার করছেন