
10/07/2025
১দিন থেকে ৩০দিন পর্যন্ত চিনা হাঁসের বাচ্চা পালন পদ্ধতি :
১। বাচ্চা ফুটার ২৪ঘন্টা পর এবং ৪০ ঘন্টার মধ্যে বাচ্চাকে প্রথম পানি এবং খাবার দিতে হবে।
২। বাচ্চাকে প্রথমে লাইসুভিট বা লেবুর রস আর চিনি মিশ্রিত পানি খাওয়াতে হবে, বাচ্চা যেহেতু ছোট তাই একটা একটা করে ধরে খাওয়াতে হবে।
৩। পানি খাওয়ানোর ৩০ মিনিট পরে এদের প্রথম খাবার দিতে হবে, খাবার হিসেবে ভালো কোম্পানির বয়লার স্টারটার / সোনালী স্টারটার খাবার নিচে ছিটিয়ে দিতে হবে যাতে বাচ্চা গুলো সহজেই খেতে পারে।
৪। বাচ্চাকে যদি দ্রুত বড় করতে চান তাহলে বয়লার স্টারটার খাবার দিতে পারেন এতে বাচ্চা গুলো খুব দ্রুত বাড়বে।
৫। প্রথম ৪দিন বাচ্চা গুলোকে লাইসুভিট খাওয়াবেন ১ লিটার পানিতে ১ গ্রাম পাউডার মিক্স করে।
৬। বাচ্চাকে পানি দেয়ার ক্ষেত্রে অনেক সর্তক থাকতে হবে যাতে বাচ্চার শরীরে পানি না লাগে তাহলে বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে।
৭। অবশ্যই বাচ্চাকে যেইখানে রাখবেন সেখানে দিনে ২-৩ বার পরিস্কার করে দিবেন যাতে গ্যাস না জমে।
৮। ৫ম দিন থেকে ৮ম দিন অবদি বাচ্চাকে ঠান্ডার জন্য একটা ডোজ করিয়ে নিবেন ঠান্ডার ডোজ হিসেবে (এনরোসিন ভেট) ব্যবহার করতে পারেন অনেক ভালো কাজ করে ১লিটার পানিতে ১ মিলি করে দিবেন।
৯। ৯ম দিন সাদা পানি চালাবেন কোন মেডিসিন ব্যবহার না করলেও চলবে ১০ম তম দিন থেকে ৪ দিন থায়াবিন বি১ বি২ খাওয়াবেন যাতে পা প্যারালাইসিস বা ঘার বেকে যাওয়া সমস্যা না হয় ১ লিটারে ১ গ্রাম পাউডার মিশিয়ে খাওয়াবেন।
১০। ১৪তম দিন থেকে ৩ দিন জিংক খাওয়াবেন যাতে বাচ্চার খাবারে রুচি ঠিক থাকে এবং দ্রুত বড় হতে সাহায্য করে।
১১। ১৭তম দিন থেকে পরে সাদা পানি চালাতে পারেন যদি কোন প্রকার ঠান্ডা জনিত সমস্যা দেখা দেয় তাহলে এনরোসিন ভেট খাওয়াবেন।
১২। ৩০দিনের আগে পানিতে দিবেন না।
১৩। বাচ্চার বয়স ৩০দিন হলে প্রথম ডাক প্লেগ ভ্যাক্সিন করাবেন ১ম ডোজ এবং ৪৫দিন বয়সে ডাক প্লেগ ২য় ডোজ।
১৪। বাচ্চার বয়স ৬০ দিন হলে ডাক কলেরা ১ম ডোজ দিবেন এবং ৭৫ দিন বয়স হলে ডাক কলেরা ২য় ডোজ দিবেন তার পর ৩ মাস পর পর ভ্যাক্সিন করাবেন
১৫। ভ্যাক্সিন করানোর আগে অবশ্যই বাচ্চাকে ঠান্ডা ডোজ করিয়ে নিবেন অসুস্থ অবস্থায় ভ্যাক্সিন দিলে বাচ্চাকে বাচাতে পারবেন না।
১৬। হাঁসের বয়স ৩ মাস হলে কৃমি ডোজ করিয়ে নিবেন।