08/09/2025
আপনি যদি ঢাকাকে একটা পৃথিবী ধরেন তাহলে মিরপুর হচ্ছে রাশিয়া। সব ই আছে, স্বয়ংসম্পুর্ণ। কিন্তু পশ্চিমারা (গুলশান, বনানী, মিরপুর dohs, বারিধারা dohs, মহাখালি dohs, বনানী dohs, বসুন্ধরা, নিকেতন, নিকুঞ্জ -১,) রাশিয়াকে জাতে নিতে চায় না। নাক শিটকায়।
আবার এদিকে ধানমন্ডির (চীন) সাথে মিরপুরের (রাশিয়া) সম্পর্ক ভালো হওয়াতে মোহাম্মদপুরের ( ইরান) লোকজনও মিরপুরের সাথে কানেক্টেড। অন্যদিকে গাবতলী, কল্যানপুর, লালমাটিয়া ( উত্তর কোরিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম) এদের সাথে ফার্মগেট ( মায়ানমার) এর বিরোধ। এদের পাশে আছে আজিমপুর (ভারত)। কিছু হলেই ঢাকা বিশ্বদ্যালয়ে ( বাংলাদেশ) র পাঠিয়ে গ্যাঞ্জাম লাগিয়ে দেয়। যাত্রাবাড়ী (পাকিস্তান) আর আজিমপুরের মাঝখানে শনির আখড়া ( আজাদি কাস্মীর) এবং পলাশীর মোড় জম্বু কাস্মীর হিসেবে পরিচিত।
🤣🤣🤣🤣