
17/07/2025
নাভিড কেনো আসবনা এর বেশ কিছু কারন আছে। গেইম আনব্যান হবে এটা গেইম আনব্যান হওয়ার ৬ মাস আগ থেকেই জানি। খুলনাতে যখন আমরা ল্যান খেলতে যাই তখন সাংবাদিক তানভির ভাই ফোন দিয়ে যানায় ইস্পোর্টস কে স্পোর্টস হিসেবে বিবেচনার সিদ্ধান্ত হচ্ছে এবং পাবজি মোবাইল আনব্যান হয়ে গেছে। শুধু অফিসিয়াল এনাউন্সমেন্ট আসবে। কিন্তু এই ব্যাপারে যাতে মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব পড়ে সেই জন্য একটা টকশো করতে হবে যেখানে মন্ত্রণালয় থেকে লোক থাকবে সেখানে বোঝাতে হবে ইস্পোর্টস এ গুরুত্ব এবং পাবজি মোবাইল সম্পর্কে। আমরা জানিয়েছি বলেই উনারা বুঝেছে এমন না। আমরা গিয়ে দেখি সাইফুল ভাই (ক্ক্রিয়া উপদেষ্টার একান্ত সচিব) ১০০ পেইজ কাগজ নিয়ে পড়ছে ইস্পোর্টস বিষয়ে। সব আগে থেকেই সেট করা ছিলো, শুধু সুন্দর ভাবে সবকিছু যাতে হয়, মানুষের মধ্যে খারাপ রিএকশন যাতে না আসে তার জন্য ছিলো টকশো। তারপর BYDESA তে জয়েন হওয়ার পর বেশ কিছু নিউজ পাই। এইসব কিছুতে এর ক্রেডিট অনেক বেশি। সে বার বার উপদেষ্টা পর্যায়ে গিয়ে জিনিস গুলো বুঝিয়েছে, যা আমরা কেউ পারিনি। এইযে আনব্যান হবে সব এ আমাদের প্লেয়ার রা জানতো, এই আনব্যান নিয়ে অনেক প্ল্যান ও সাজিয়েছিলো। যখন আনব্যান হবে তখন চলে গেছে নাভিদ। সে যেই ডিসিশন নিয়েছে পুরোটা ঠান্ডা মাথায় ভেবে চিন্তে নিয়েছে। তার পড়াশোনায় ফোকাশ, সাথে ধর্মীয় জায়গা থেকে যদি আমরা দেখি তার ডিসিশন সঠিক এবং সম্মানীয়। সুতরাং সে আসবে কি আসবে না এগুলো না ভেবে। আমাদের উচিত তার জন্য দোয়া করা এবং নিজেদের জীবন এ ফোকাস দেওয়া
গেম আনব্যান হলেও ফিরেনি অনেক লিজেন্ড — NAVID কি ফিরবে আবার?
PUBG Mobile আনব্যানের পর বাংলাদেশের গেমিং কমিউনিটিতে এক নতুন জোয়ার শুরু হলেও, অনেক লিজেন্ডারি প্লেয়ারকে আমরা আর ফিরে পাইনি। তারা যেন উজ্জ্বল নক্ষত্রের মতো হঠাৎ হারিয়ে গেছেন। তাদেরই একজন, দেশের গর্ব, NAVID।
NAVID ছিলেন সেই বিরল প্লেয়ারদের একজন, যিনি নিজের দক্ষতা, ধৈর্য ও পারফর্মেন্স দিয়ে বাংলাদেশকে দু’বার PMSL-এর মঞ্চে তুলে ধরেছিলেন। কোয়ালিফায়ার থেকে শুরু করে মূল টুর্নামেন্ট পর্যন্ত তার অবদান ছিল অনস্বীকার্য। শুধু পারফর্মেন্সই নয়, NAVID ছিলেন এক অনুপ্রেরণা অনেক নতুন প্লেয়ারের জন্য।
কিন্তু আজ, যখন ই-স্পোর্টসকে বাংলাদেশ সরকার “স্পোর্টস” হিসেবে স্বীকৃতি দিয়েছে, যখন প্লেয়ারদের জন্য তৈরি হচ্ছে নতুন সম্ভাবনার দরজা — তখন NAVID নেই প্রতিযোগিতার মাঠে। গ্লোবাল প্ল্যাটফর্মে আরও অনেক কিছু দেওয়ার আগেই যেন এক অকাল রিটায়ারমেন্ট!
প্রশ্ন উঠছেই — NAVID কি ফিরবে আবার এই নতুন যুগে?
যেখানে আরও পেশাদার পরিবেশ, সরকারি স্বীকৃতি, এবং আন্তর্জাতিক সুযোগ অপেক্ষা করছে আমাদের সবার জন্য?
সময়ের উত্তর সময়ই দেবে, তবে আমরা অপেক্ষায় থাকব সেই নক্ষত্রের আবার জ্বলে ওঠার।