
01/10/2025
স্বৈরাচার পতনের সাথে সনাতনী ধর্মের দেবী দূর্গার প্রসঙ্গে বক্তব্যের জন্য ইন্জিঃ মমিনুল হকের দুঃখ প্রকাশ!
বিবৃতিতে তিনি বলেন, বিগত স্বৈরাচার আমলে সকল ধর্ম মতের লোকেদের উপরই জুলুম নির্যাতন হয়েছে! সকলেই যার যার ধর্মিয় অনুভূতি থেকে স্রষ্টার কাছে এই জালিম থেকে মুক্তির জন্য দোয়া/প্রর্থনা করেছে! জুলুম থেকে মুক্তি চেয়েছে! আমরা মুসলমানরা যেমন বিশ্বাস করি এই নিকৃষ্ট স্বৈরাচার থেকে স্বয়ং আল্লাহ আমাদেরকে মুক্তি দিয়েছেন, তেমনি অন্যান্য ধর্মের লোকেরাও মনে করেন, এই মুক্তি তাদের স্রষ্টার হস্তক্ষেপেই সম্ভব হয়েছে!
আমরা সকলেই জানি, স্বৈরাচার পতনে সকল ধর্ম মত, রাজনৈতিক দল এবং আপামর জনসাধারনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন ছিলো! অগনিত রক্তের বিনিময়ে অর্জিত এই মুক্তির সংগ্রামে সনাতনী সম্প্রদায়েরও ত্যাগ রয়েছে এবং তাদেরও অনেক সন্তানহারা হয়েছেন!
তাদের সেই আত্মত্যাগকে ধর্মিয় অনুভূতির আলোকে প্রকাশ করতে গিয়ে আমি কিছু কথা বলেছি, যা আমার ধর্ম বিশ্বাসের সাথে বেমানান! আমি সেই বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি! ভবিষ্যতে এ ধরনের বক্তব্যের ক্ষেত্রে আমি আরও সতর্ক থাকবো ইনশাআল্লাহ!
আমরা সকলেই সাধারন মানুষ এবং সাধারন মানুষের সামনে কথা বলার সময়ে কিছু ভুল ভ্রান্তি হয়েই থাকে! আমি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য অন্তরিকভাবে দুঃখিত!
বাংলাদেশ জাতিয়তাবাদি দল একটি সহনশীল ধর্মিয় পরিবেশে বিশ্বাসী! তাই বিষয়টিকে সহজ করে দেখার জন্য সকলের কাছে আন্তরিক অনুরোধ করা যাচ্ছে!