
26/08/2025
"কখনো কি ভেবে দেখেছো?
একটা বিবাহিত মেয়ের বুকেও কখনো কখনো একটা অবিবাহিত ছেলেকে ঘিরে ভালোবাসার আবেগ জন্মায়
তবে সেটা মুখে বলা যায় না, সমাজের নিয়মে বাঁধা থাকে।
তার চুলে লেগে থাকে সংসারের গন্ধ, কপালে দায়িত্বের দাগ,
তবু কোন এক একাকী দুপুরে বা গভীর রাতে অচেনা এক নাম্বারে ভিজে ভিজে কথাগুলো জমে ওঠে।
সে জানে, তাকে ছুঁয়ে দেখা এই ছেলের পক্ষে সম্ভব নয়,
সে জানে, তার স্বপ্নের ভেতরেও এই ছেলেটির ঠাঁই নেই তবু কী অদ্ভুত! মন ভেজে, চোখ ভিজে, ভালোবাসা বলে না, তবু ভালোবাসা হারায় না।
একটা বিবাহিত মেয়ের ভালোবাসা মানে অপূর্ণতা, অপরাধবোধ আর সমাজের ভয়; একটা অবিবাহিত ছেলের ভালোবাসা মানে
লুকিয়ে রাখা অপেক্ষা, অসমাপ্ত কবিতা আর অযথাই জড়িয়ে থাকা আশা।
তাই কখনো জিজ্ঞাসা কোরো না
বিবাহিত মেয়েরা অবিবাহিত ছেলেদের ভালোবাসে কিনা।
ভালোবাসা সবসময় মুখে বলা যায় না,
কিছু ভালোবাসা শুধু বুকের ভেতরেই মরে যায় না!"**