Lmn Update

Lmn Update Thank you so much all my audience to support our page. I always expect everyone's love . You do your

30/06/2025
হুডি আপডেটঃ কোয়ার্ক-এর বর্ষপূর্তি ও নবীনবরণ অনুষ্ঠানের জন্য হুডির অর্ডার হোল্ডে ছিলো। কাল থেকে হুডির কাজ শুরু হবে। খুব শ...
13/12/2023

হুডি আপডেটঃ

কোয়ার্ক-এর বর্ষপূর্তি ও নবীনবরণ অনুষ্ঠানের জন্য হুডির অর্ডার হোল্ডে ছিলো। কাল থেকে হুডির কাজ শুরু হবে। খুব শীগ্রই আপনাদের কাছে হস্তান্তর করা হবে। আর কিছুদিন ধৈর্য্য ধরে অপেক্ষা করার জন্য বলা হলো।
আজ ১৩.১২.২৩ তারিখ দুপুর ১২ টার মাঝে অর্ডার ক্লোজড হবে। যেহেতু প্রি-অর্ডার নেয়া হচ্ছে সুতরাং পরবর্তীতে নতুন কোন অর্ডার নেয়া হবে না।
যারা এখনো অর্ডার দেন নি তারা আজ ১২ টার আগে কনফার্ম করুন।

প্রি অর্ডার করতে সরাসরি ৬৫০/- এবং বিকাশে ৬৬০/- নিম্নোক্ত নাম্বারে পাঠানো জন্য বলা হলো।
বিকাশঃ০১৭৯৮০৪৯০১০(সিয়াম-৪র্থ বর্ষ)
০১৬২৫৫৬২১৫৩(রিয়াজ-৪র্থ বর্ষ)
০১৬১৮১২৩১৬৮(জুনায়েদ-৩য় বর্ষ)

-নুসরাত জাহান মুন্নী
সহ সভাপতি, কোয়ার্ক

ডিজাইনার: Md Asaduzzaman Lmn
আপডেটেড ডিজাইন:

03/06/2023

ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় আমার মা আমাকে সপ্তাহে ১০০ টাকা দিতেন যাতায়াত ভাড়ার জন্য। আর মাসে ৫০০ টাকা দিতেন অন্যান্য খরচের জন্য। সব মিলিয়ে মাসে ৯০০ টাকা। আমার সারা মাসে যাতায়াতের টাকা লাগত ৩০০ টাকা।

সরাসরি মিনিবাসে চানখারপুল বা বখশিবাজার যেতে আসতে মিরপুর থেকে দিনে ১০ টাকা। মুড়ির টিন (বড় বাস) চড়লে ৬ টাকা , ছাত্র আইডি কার্ড দেখালে হাফ ভাড়া, ৩ টাকা। তাই প্রতিবার মাসের শেষ সপ্তাহের শুরুতে ১০০ টাকা পেলেই আমি চলে যেতাম নিউমার্কেট। হেঁটে যেতাম যাতে পয়সা বাঁচে, আর জমানো পুরো টাকা দিয়ে বই কিনতাম।

একবার সেরকম বই কিনে পকেটে আছে ১২ টাকা। রিকশা দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। তখন ২য় বর্ষে পড়ি। রিকশাওয়ালা অতিরিক্ত ভাড়া চাইতে থাকায় আমি হেঁটে কলাবাগান চলে এলাম। কলাবাগান থেকে আমার বাসার রিকশা ভাড়া ছিল আট টাকা। কেন যেন কোনো রিকশা সেদিন আর যেতে রাজি হলো না।

আমি রাগ করে হেঁটে চলে এলাম আসাদগেটে। এবার একজন রাজি হলো যেতে। কিন্তু ভাড়া তখনো বেশি। পকেটের ১২ টাকাই সে চায়, আমি সিদ্ধান্ত নিলাম হেঁটেই বাড়ি ফিরবো।

ঠিক কলেজ গেট আর শ্যামলীর সংযোগস্থলে আসতেই দেখি রাস্তায় দাঁড়িয়ে এক দিনমজুর কাঁদছেন আর বলছেন,
“আল্লাহ তোমার দুনিয়ায় কি কেউ নাই আমাকে একবেলা ভাত খাওয়াবে।”

আমি তার সাথে কথা বলে মনে হলো তিনি সত্যি কথা বলছেন। সকালে এসেছিলেন তুরাগ নদীর ওপার থেকে বসিলা হয়ে। দেরি হয়ে যাওয়ায় কাজ পাননি। কাঁদতে কাঁদতে বললেন “আজকে না খেলে তো কালকেও কাজ করতে পারবো না।”

উল্টোদিকের হোটেলে তাকে নিয়ে গেলে তিনি কই মাছ দিয়ে ভাত খেতে বললেন। হোটেলওয়ালা বললো, ভাত আর কই মাছ ১২ টাকা দাম। পকেটের সব টাকা দিয়ে তাকে ভাত আর কই মাছ খাওয়ালাম। তিনি হাততুলে আমাকে দোয়া করলেন, আমার স্পষ্ট মনে আছে।
“আল্লাহ,আমার ভাইটার জীবনে যেন কোনদিন ভাতের অভাব না হয়।”

আমি বাকি রাস্তা হেঁটে মিরপুরে আমার বাড়িতে ফিরলাম।
আমার পকেটে বহুদিন টাকা ফুরিয়ে গেছে। (যখন এভাবে বই বা খেলনা কিনেছি) এমনকি বিদেশেও একবার এমন হয়েছিল। পকেটে টাকা নাই। থাকতে হবে আরো দুই দিন। খিদে লাগার সাথে সাথে কেউ না কেউ , আমাকে খাবার সেধেছে।

আমার জীবনে এখনো ভাতের অভাব হয় নাই।
সেদিন কেন এতটা পথ হেঁটেছিলাম?
এখন বুঝি , আমি স্বেচছায় হাঁটি নাই। সেই দিনমজুরের দোয়া কবুল হয়েছিল। আমি হেঁটেছিলাম , কারন আল্লাহ সেদিন আমার মাধ্যমে তাকে ভাত পাঠিয়েছিলেন।

তাকে আরেকবার খুঁজে পেলে আমার জন্য দোয়া করতে বলতাম।
বলতাম , আল্লাহকে বলেন- “আমার ভাইটা যেন প্রিয় মানুষের ভালবাসার মধ্যে মরতে পারে।”

-ডা. আব্দুর নূর তুষার।
(কপি পোস্ট)

24/01/2023
25/12/2022
লাইলাতুল ক্বদর বা মহিমান্বিত রাত্রি। আজ সকলে বেশি বেশি নেক আমল করি  ।এই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম।---সূরা ক্বদর ধন্য...
28/04/2022

লাইলাতুল ক্বদর বা মহিমান্বিত রাত্রি। আজ সকলে বেশি বেশি নেক আমল করি ।
এই রাত্রি হাজার মাসের চেয়ে উত্তম।
---সূরা ক্বদর
ধন্যবাদ সবাইকে ।
---লিমন ।

পাপ করে ফেলছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েনিন। আল্লাহ রমজানে সবচেয়ে বান্দার ডাকে সাড়া দেয়।
26/04/2022

পাপ করে ফেলছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েনিন। আল্লাহ রমজানে সবচেয়ে বান্দার ডাকে সাড়া দেয়।

15/04/2022

আল্লাহ প্রেমিরা ভিডিও টা দেখবেন, প্লিজ 💜

Address


Alerts

Be the first to know and let us send you an email when Lmn Update posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share