05/10/2025
Congratulations Bangladesh Cricket 🏏 team for Historic Victory
আফগানিস্তানের বিপক্ষে ঐতিহাসিক ক্লিন সুইপ! বাংলাদেশ ৩-০ ব্যবধানে জিতে নিল টি২০ সিরিজ—এটাই আফগানদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ‘বাংলাওয়াশ’ এবং শারজায় প্রথম সিরিজ জয়!
চেজটা আফগানিস্তান ভালোভাবেই শুরু করেছিল, মুজিব উর রহমান প্রথম ওভারেই দেন মেইডেন। কিন্তু এরপরই ছন্দে ফিরে আসে বাংলাদেশ ওপেনাররা। ওমরজাইয়ের ধীর বলটি মারতে গিয়ে ইমন ক্যাচ দেন রশিদ খানের হাতে। এরপর নামেন সাইফ হাসান, শুরু থেকেই আগ্রাসী—পাওয়ারপ্লেতে দুইটি বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তামিম তানজিদও ফর্মে ফেরেন, রশিদের ওভারে টানা দুইটি বাউন্ডারি হাঁকিয়ে। তবে পরের ওভারে জীবন পাওয়ার পরও তিনি নিজের উইকেট বিলিয়ে আসেন মিড-অফে।
সাইফ যেন অন্য পিচে ব্যাট করছিলেন—দারুণ ছন্দে, বলের মেরিট বুঝে খেলে যাচ্ছিলেন। ১৫তম ওভারে মুজিব টানা দুই উইকেট নিয়ে (জাকের আলি ও শামীম হোসেন) সামান্য উত্তেজনা তৈরি করলেও, সাইফের আত্মবিশ্বাসে কোনো ঘাটতি ছিল না। রশিদের একটি মেইডেন ওভার খেলে তিনি পরের ওভারেই দারুণ ছক্কা ও বাউন্ডারিতে পঞ্চাশ স্পর্শ করেন।
সাইফ ৩৮ বলে অপরাজিত ৬৪ রানে ম্যাচ শেষ করেন। সত্যি বলতে, মুজিবের সেই এক ওভার বাদ দিলে পুরো ম্যাচটাই ছিল বাংলাদেশের দখলে—পুরো সিরিজের মতোই।