
08/06/2024
জরুরি ভিত্তিতে শিক্ষক আবশ্যক
***********************
শ্রেণি পাঠ - প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত এবং নান্দাইল পৌর শহরের ভূমি অফিস রোডে অবস্থিত “স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল ”- এ সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমান। বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে।
শিক্ষকতা পেশায় আন্তরিক ভাবে কাজ করতে আগ্রহী প্রার্থীগণ সহস্তে লিখিত আবেদনপত্র (একটি মোবাইল নাম্বার উল্লেখপূর্বক এক কপি ছবিসহ) আগামী ১৩ জুন ২০২৪ তারিখের মধ্যে স্কুল কার্যালয়ে জমা দিতে অনুরোধ করা হলো।
বিঃদ্রঃ ইতোপূর্বে যারা আবেদনপত্র জমা দিয়েছেন, তাদের আবার আবেদন করার প্রয়োজন নেই।
ঠিকানা :
প্রধান শিক্ষক
স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল
উপজেলা ভূমি অফিস রোড, ইছহাক শপিং সেন্টার সংলগ্ন,
নান্দাইল, ময়মনসিংহ।
(☎: ০১৯১৩ ৯০২০৯০)