07/01/2020
অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের চিত্র দেখে বারবার অামার শুধু পবিত্র কুরঅানের ১০৪নং সূরা অাল হুমাযাহ এর কথায় মনে পড়ছে ৷বহুবার এ সূরার বাংলা অর্থ পড়েছি ৷যতবারই পড়েছি ততবারই মনে হয়েছে অাল্লাহ রব্বুল অালামিন অামাদের যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সে কাজগুলোই অনায়েসে অামরা করে যাচ্ছি ৷অথচ এগুলোর শাস্তি কতই না ভয়াবহ !!!
অাল্লাহ সুবহানাহু ওয়াতায়া'লা পবিত্র কুরঅানে সূরা অাল হুমাযাহ(১-৯)বলেছেন -
০১.ধ্বংস -দুর্ভোগ এমন প্রতিটি ব্যক্তির জন্যে,যে সম্মুখে ও পশ্চাতে মানুষের নিন্দা করে৷
০২.যে অর্থ সঞ্চয় করে এবং বারবার তা গণনা করে৷
৩.সে মনে করে এ অর্থ তাকে এ দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে ৷
৪.না (তা কখন হবে না),তাকে নিক্ষেপ করা হবে 'হুতামায়' ৷
৫.তুমি কি জানো হুতামা কি?
৬.এটা অাল্লাহর প্রজ্জ্বলিত অাগুন৷
৭.এর কঠিন প্রখরতা শরীর ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছে যাবে ৷
৮.নিশ্চয় সে অাগুন তাদের উপর দিয়ে বন্ধ করে দেওয়া হবে ৷
৯.উঁচু উঁচু থামের মধ্যে তা(অাগুন) গেড়ে রাখা হবে ৷
অস্ট্রলিয়ার দাবানলে লেলিহান শিখা অার দগ্ধ মানুষ ও বন্যপ্রাণির ছবিগুলো দেখলে সত্যিই শিউরে উঠতে হয় !!!যখন এর ভিডিও দেখছি তখন মনে হচ্ছে হয়ত কোন মুভি দেখছি ৷এর ভয়াবহতা নিজের চোখ কেউ বিশ্বাস হতে চায় না ৷বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম ৷অথচ কোন প্রযুক্তিই এ অাগুন কে থামাতে পারছে না ৷অাস্তিক,নাস্তিক,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অদৃশ্য এক শক্তির সাহায্যের দিকে তাকিয়ে অাছে৷ কখন তিনি বৃষ্টি দিবেন !কোন না কোন সময় বান্দাকে তার সৃষ্টিকর্তার কাছে অাত্মসমর্পণ করতেই হয়৷অাল্লাহ প্রদত্ত বৃষ্টিই পারে এ লেলিহান শিখাকে শান্ত করতে৷
NDTV থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এপর্যন্ত ৪৮০ মিলিয়ন বন্যপ্রাণি,পাঁচ হাজার গৃহপালিত পশু মারা গেছে এবং নিহত হয়েছে ২০জন ৷বৃষ্টির কারনে অাগুনের প্রকোপ কিছুটা কমলেও সামনের সপ্তাহে অাবারও দাবানল নতুন করে হতে পারে বলে জানিয়েছে তারা৷
দাবানলের এ অাগুন কি একবারও অামাদের জাহান্নামের অাগুন কে স্মরণ করিয়ে দিবে না? জাহান্নামের অাগুনের তীব্রতা দুনিয়ার অাগুনের চাইতে সত্তর গুণ বেশি হবে ৷জাহান্নামের অাগুনের রং হবে কালো ৷সেখানে একবার অাগুনে পুড়ে গিয়ে মৃত্যু হলো অার দুনিয়ায় করা সব পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলো ,এরপর জান্নাতে চলে গেলাম৷ বিষয়টা কিন্তু এতো সহজ না৷জাহান্নামীদেরকে বারংবার জীবিত করা হবে অার অাগুনে পুরানো হবে হাজার বছর ধরে ৷
এই দাবানল ও যদি অামাদের মনে জাহান্নামের ভীতি সৃষ্টি করতে না পারে তাহলে মৃত্যুই হবে জাহান্নামকে চেনার শেষ মাধ্যম ৷কিন্তু তখন অার কোন সময় থাকবেনা ৷হাজার অাফসোস করলেও একটা মুহুর্তের জন্য দুনিয়ায় ফিরতে পারবো না তওবা করার জন্য !!!নিজেদের কে বাঁচাতে পারবো না জাহান্নামের অাগুন থেকে৷
'রব্বানা ইন্নানা অামান্না ফাগফির লানা যুনুবানা ওয়া ক্বিনা 'য়াজাবান্নার ৷'
অর্থ:হে অামাদের প্রতিপালক!অামরা ঈমান এনেছি৷সুতরাং তুমি অামাদের ক্ষমা কর এবং অামাদেরকে অাগুনের অাযাব হতে রক্ষা কর ৷
[সূরা অাল ইমরান:১৬]
অামিন৷
Copy