Md Asadullah Al Galib

Md Asadullah Al Galib [ বিঃ দ্রঃ ~ পেইজটি সম্পর্কে আপনার কোনো

Amin.
19/11/2021

Amin.

মাশাল্লাহ,,,  এমন একটি দৃশ্য দেখে,,  মন ভরে যায়।
19/01/2021

মাশাল্লাহ,,, এমন একটি দৃশ্য দেখে,, মন ভরে যায়।

আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর।
09/01/2021

আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর।

আল্লাহর সৃষ্টি অনেক অনেক সুন্দর ও বরকতময়। একবার বাবু,  আল্লাহর জান্নাত কতোটা সুন্দর হতে পারে।
09/01/2021

আল্লাহর সৃষ্টি অনেক অনেক সুন্দর ও বরকতময়।
একবার বাবু, আল্লাহর জান্নাত কতোটা সুন্দর হতে পারে।

18/06/2020
👇আল্লাহর রাস্তায় দান করা👇আল্লাহ তা‘আলা  বলেন,  ﴿ مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ...
14/04/2020

👇আল্লাহর রাস্তায় দান করা👇
আল্লাহ তা‘আলা বলেন,

﴿ مَّثَلُ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِي كُلِّ سُنۢبُلَةٖ مِّاْئَةُ حَبَّةٖۗ وَٱللَّهُ يُضَٰعِفُ لِمَن يَشَآءُۚ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ ٢٦١ ٱلَّذِينَ يُنفِقُونَ أَمۡوَٰلَهُمۡ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ لَا يُتۡبِعُونَ مَآ أَنفَقُواْ مَنّٗا وَلَآ أَذٗى لَّهُمۡ أَجۡرُهُمۡ عِندَ رَبِّهِمۡ وَلَا خَوۡفٌ عَلَيۡهِمۡ وَلَا هُمۡ يَحۡزَنُونَ ٢٦٢ ﴾ [البقرة: ٢٦١، ٢٦٢]

“যারা আল্লাহ তা‘আলার পথে নিজেদের ধন-সম্পদগুলো ব্যয় করে তাদের উপমা যেমন একটি শস্য বীজ। যা থেকে উৎপন্ন হয়েছে সাতটি শীষ। প্রত্যেক শীষে রয়েছে শত শস্য। আর আল্লাহ তা‘আলা যার জন্য ইচ্ছে করবেন তাকে আরো বাড়িয়ে দিবেন। বস্তুতঃ আল্লাহ তা‘আলা হচ্ছেন মহান দাতা ও মহাজ্ঞানী। যারা আল্লাহ তা‘আলার পথে নিজেদের ধন-সম্পদগুলো ব্যয় করে এবং সে জন্য কাউকে খোঁটাও দেয় না, না দেয় কষ্ট। তাদের জন্য রয়েছে তাদের প্রভুর পক্ষ থেকে বিশেষ পুরস্কার। বস্তুতঃ তাদের কোনো ভয় নেই এবং তারা কখনো চিন্তাগ্রস্তও হবে না”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৬১-২৬২]

💙আল্লাহ্‌র পথে দান করা 💙আল্লাহ তা‘আলা বলেন, 👇 ﴿ مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ ...
14/04/2020

💙আল্লাহ্‌র পথে দান করা 💙
আল্লাহ তা‘আলা বলেন, 👇

﴿ مَّن ذَا ٱلَّذِي يُقۡرِضُ ٱللَّهَ قَرۡضًا حَسَنٗا فَيُضَٰعِفَهُۥ لَهُۥٓ أَضۡعَافٗا كَثِيرَةٗۚ وَٱللَّهُ يَقۡبِضُ وَيَبۡصُۜطُ وَإِلَيۡهِ تُرۡجَعُونَ ٢٤٥ ﴾ [البقرة: ٢٤٥]

👉“তোমাদের মধ্যে এমন কে আছে, যে আল্লাহ তা‘আলাকে উত্তম ঋণ দিবে তথা আল্লাহ তা‘আলার পথে সদকা করবে। অতঃপর আল্লাহ তা‘আলা তাকে তা বহু বহু গুণে বাড়িয়ে দিবেন। বস্তুতঃ আল্লাহ তা‘আলাই কাউকে আর্থিকভাবে স্বচ্ছল ও অস্বচ্ছল করেন এবং তাঁর দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত হতে হবে”। [সূরা আল-বাকারা, আয়াত: ২৪৫]
👋
👋

Good Morning
26/02/2020

Good Morning

শুভ সকাল
26/02/2020

শুভ সকাল

07/01/2020

অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানলের চিত্র দেখে বারবার অামার শুধু পবিত্র কুরঅানের ১০৪নং সূরা অাল হুমাযাহ এর কথায় মনে পড়ছে ৷বহুবার এ সূরার বাংলা অর্থ পড়েছি ৷যতবারই পড়েছি ততবারই মনে হয়েছে অাল্লাহ রব্বুল অালামিন অামাদের যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছেন সে কাজগুলোই অনায়েসে অামরা করে যাচ্ছি ৷অথচ এগুলোর শাস্তি কতই না ভয়াবহ !!!
অাল্লাহ সুবহানাহু ওয়াতায়া'লা পবিত্র কুরঅানে সূরা অাল হুমাযাহ(১-৯)বলেছেন -
০১.ধ্বংস -দুর্ভোগ এমন প্রতিটি ব্যক্তির জন্যে,যে সম্মুখে ও পশ্চাতে মানুষের নিন্দা করে৷
০২.যে অর্থ সঞ্চয় করে এবং বারবার তা গণনা করে৷
৩.সে মনে করে এ অর্থ তাকে এ দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে ৷
৪.না (তা কখন হবে না),তাকে নিক্ষেপ করা হবে 'হুতামায়' ৷
৫.তুমি কি জানো হুতামা কি?
৬.এটা অাল্লাহর প্রজ্জ্বলিত অাগুন৷
৭.এর কঠিন প্রখরতা শরীর ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছে যাবে ৷
৮.নিশ্চয় সে অাগুন তাদের উপর দিয়ে বন্ধ করে দেওয়া হবে ৷
৯.উঁচু উঁচু থামের মধ্যে তা(অাগুন) গেড়ে রাখা হবে ৷

অস্ট্রলিয়ার দাবানলে লেলিহান শিখা অার দগ্ধ মানুষ ও বন্যপ্রাণির ছবিগুলো দেখলে সত্যিই শিউরে উঠতে হয় !!!যখন এর ভিডিও দেখছি তখন মনে হচ্ছে হয়ত কোন মুভি দেখছি ৷এর ভয়াবহতা নিজের চোখ কেউ বিশ্বাস হতে চায় না ৷বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম ৷অথচ কোন প্রযুক্তিই এ অাগুন কে থামাতে পারছে না ৷অাস্তিক,নাস্তিক,ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে অদৃশ্য এক শক্তির সাহায্যের দিকে তাকিয়ে অাছে৷ কখন তিনি বৃষ্টি দিবেন !কোন না কোন সময় বান্দাকে তার সৃষ্টিকর্তার কাছে অাত্মসমর্পণ করতেই হয়৷অাল্লাহ প্রদত্ত বৃষ্টিই পারে এ লেলিহান শিখাকে শান্ত করতে৷
NDTV থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এপর্যন্ত ৪৮০ মিলিয়ন বন্যপ্রাণি,পাঁচ হাজার গৃহপালিত পশু মারা গেছে এবং নিহত হয়েছে ২০জন ৷বৃষ্টির কারনে অাগুনের প্রকোপ কিছুটা কমলেও সামনের সপ্তাহে অাবারও দাবানল নতুন করে হতে পারে বলে জানিয়েছে তারা৷

দাবানলের এ অাগুন কি একবারও অামাদের জাহান্নামের অাগুন কে স্মরণ করিয়ে দিবে না? জাহান্নামের অাগুনের তীব্রতা দুনিয়ার অাগুনের চাইতে সত্তর গুণ বেশি হবে ৷জাহান্নামের অাগুনের রং হবে কালো ৷সেখানে একবার অাগুনে পুড়ে গিয়ে মৃত্যু হলো অার দুনিয়ায় করা সব পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেলো ,এরপর জান্নাতে চলে গেলাম৷ বিষয়টা কিন্তু এতো সহজ না৷জাহান্নামীদেরকে বারংবার জীবিত করা হবে অার অাগুনে পুরানো হবে হাজার বছর ধরে ৷
এই দাবানল ও যদি অামাদের মনে জাহান্নামের ভীতি সৃষ্টি করতে না পারে তাহলে মৃত্যুই হবে জাহান্নামকে চেনার শেষ মাধ্যম ৷কিন্তু তখন অার কোন সময় থাকবেনা ৷হাজার অাফসোস করলেও একটা মুহুর্তের জন্য দুনিয়ায় ফিরতে পারবো না তওবা করার জন্য !!!নিজেদের কে বাঁচাতে পারবো না জাহান্নামের অাগুন থেকে৷

'রব্বানা ইন্নানা অামান্না ফাগফির লানা যুনুবানা ওয়া ক্বিনা 'য়াজাবান্নার ৷'
অর্থ:হে অামাদের প্রতিপালক!অামরা ঈমান এনেছি৷সুতরাং তুমি অামাদের ক্ষমা কর এবং অামাদেরকে অাগুনের অাযাব হতে রক্ষা কর ৷
[সূরা অাল ইমরান:১৬]

অামিন৷

Copy

16/12/2019

মুনাফিক সম্পর্কে আল্লাহ বলেন -
🌺 সুরা নিসা, আয়াত নং ৬১
আর যখন আপনি তাদেরকে বলবেন, আল্লাহর নির্দেশের দিকে এসো-যা তিনি রসূলের প্রতি নাযিল করেছেন, তখন আপনি মুনাফেকদিগকে দেখবেন, ওরা আপনার কাছ থেকে সম্পূর্ণ ভাবে সরে যাচ্ছে।
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَىٰ مَا أَنْزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنْكَ صُدُودًا
আল্লাহ তায়ালা আরও বলেন -
An-Nisa-63
এরা হলো সে সমস্ত লোক, যাদের মনের গোপন বিষয় সম্পর্কেও আল্লাহ তা’আলা অবগত। অতএব, আপনি ওদেরকে উপেক্ষা করুন এবং ওদেরকে সদুপদেশ দিয়ে এমন কোন কথা বলুন যা তাদের জন্য কল্যাণকর।
أُولَٰئِكَ الَّذِينَ يَعْلَمُ اللَّهُ مَا فِي قُلُوبِهِمْ فَأَعْرِضْ عَنْهُمْ وَعِظْهُمْ وَقُلْ لَهُمْ فِي أَنْفُسِهِمْ قَوْلًا بَلِيغًا

Address

Naogaon
Hat Naogaon
6520

Alerts

Be the first to know and let us send you an email when Md Asadullah Al Galib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category