04/09/2025
প্রতিবারের নায়, এবারেও হয়ে গেলো আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম পুজা। এই দিনে গ্রামের ছোট থেকে বড় পর্যন্ত সবাই নাচ ,গানে অংশগ্রহণ করে। দিনটি নাচে গানে ভরপুর স্থানঃ ধর্মদাস কুঠিপাড়া, ৩২ নং ওয়ার্ড, মহানগর রংপুরে।
আদিবাসীদের বিশ্বাস অনুযায়ী, পরিবারের মঙ্গল ও ফসলের উৎপাদন বৃদ্ধির কামনায় কারাম পূজা করা হয়। এদিন গ্রামের খোলা মাঠে মাটিতে কারাম গাছের ডাল পুঁতে, তাতে ফুল-ফিতা দিয়ে সাজানো হয়। মাটির প্রদীপ জ্বালিয়ে গভীর রাত পর্যন্ত চলে পূজা-অর্চনা, প্রার্থনা ও সাংস্কৃতিক আয়োজন।
#আদিবসী