
01/07/2024
ক্রিকেট কিশোরদের কাছে দারুণ উপভোগ্য একটা খেলার নাম। কৈশোরের বেশিরভাগ সময় কাটে স্কুলের মাঠে, পাড়ার গলিতে অথবা কোন খোলা মাঠে ক্রিকেট খেলায়। বাংলাদেশের নতুন প্রজন্মের খেলা মানেই ক্রিকেট খেলা। যে খেলা বাংলাদেশকে নিয়ে গেছে বিশ্ব দরবারের অন্য এক মর্যদার আসনে। খেলা কোন দেশের গুন্ডির মধ্য সীমাবদ্ধ নেই, খেলার উদ্দেশ্য হল জাতি গঠন, ছেলে মেয়েদের শারিরিক ও মানসিক প্রশান্তি, মাদক ও অন্য রকম অসামাজিক কাজ থেকে জাতিকে সুস্থ ভাবে বেড়ে ওঠার লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে কৈশোর কর্মসূচির আওতায় নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাংলা স্কুল মাঠে গত ২৩/০৫/২০২৪ইং তারিখে কিশোর ও কিশোরী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে উপজেলা পর্যায়ে ক্রিকেট ও দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্রিকেট প্রতিযোগিতায় মথুরাপুর ইউনিয়ন মিঠাপুর ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে এবং দাবা প্রতিযোগিতায় ১ম ও ২য় স্থান অধিকারীকে বিজয়ী করে পুরস্কৃত করা হয়। উক্ত কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মরর্তা জনাব ইবনু সাব্বির আহমেদ, সংস্থার প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ জনাব মোঃ রাজু আহমেদ, স্থানীয় শিক্ষক আউয়াল আহম্মেদ ও ডাক্তার আব্দুর রহিম, কর্মসূচির উপজেলা প্রোগ্রাম অফিসার মো. তারিকুল ইসলাম সহ এলাকার সম্মানীত ব্যক্তিবর্গ।