CRT Naim

CRT Naim একটাই লক্ষ 🤲, হতে হবে দক্ষ ✊

01/08/2024

গুরুত্ব না পেলে দূরত্ব বাড়িয়ে দিন💔🥀

31/07/2023

দূরত্ব রিলেশনশিপ সত্যি খুব সুন্দর। long distance rilationship....☺️🥀🥰

23/06/2023

ডিপ্রেশান দূর করুন। Remove deepresion motivational story Freelancer Nasim..

10/06/2023
09/06/2023

ডিপ্রেশান দূর করুন। Remove Deepresion motivational story Freelancer Nasim..🥰😊

07/06/2023

যে ব্যক্তি ব্যর্থতা ঢাকার জন্য নানান তালবাহানা খোঁজে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। কারণ যেখানে সংসয়‌ থাকে সফলতা অর্জন করাটা খুবই কষ্টকর। জীবনে সফলতা অর্জন করতে হলে শর্টকাট কোনো রাস্তা খোজা যাবে না। কর্মক্ষেত্রের রাস্তা যতই কঠিন হবে তা থেকে শিক্ষা নেয়া যাবে। এবং সেই শিক্ষা অনুযায়ী কাজে এগিয়ে গেলে সফলতা অর্জন করা যাবে। সফলতা অর্জন করার জন্য আরো কয়েকটি দিক লক্ষ্য রাখা উচিত। কাজের প্রতি সঠিক জ্ঞান, সৃজনশীলতা, কাজের প্রতি জেদ, কাজের প্রতি উৎসাহ ও আত্মবিশ্বাস। এগুলো সাফল্যের একটি মাধ্যম কারণ একটি সুন্দর পরিকল্পনা একজন ব্যক্তির সফলতা অর্জন করার জন্য যথেষ্ট।

তাই ব্যর্থতা কথা চিন্তা না করে, একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে সেই লক্ষ্যকে চিন্তা করে কাজে এগিয়ে যেতে হবে। তাই জীবনে সফলতা অর্জন করার জন্য পরিশ্রম করতে হবে এবং সেই বিষয়ে জ্ঞান অর্জন করে কাজে লেগে যেতে হবে একদিন সফলতা আসবেই।

05/06/2023

সফলতা অর্জন করার একটাই রাস্তা হচ্ছে চেষ্টা চালিয়ে যাওয়া। একটি লক্ষ্য ঠিক করে, সেই কাজের সমস্ত খুঁটিনাটি জেনে কাজ করলে অবশ্যই সফলতা অর্জন করা যায়। তবে এ জন্য প্রয়োজন অধিক ধর্য্য তাহলে জীবনে সফল হওয়া খুবই সহজ হয়ে যায়।

অনেক জায়গাতে শুনেছেন ডিজিটাল মার্কেটিং করুন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই পোষ্ট আপনার জন্য, কারণ এই...
03/06/2023

অনেক জায়গাতে শুনেছেন ডিজিটাল মার্কেটিং করুন, কিন্তু বুঝে উঠতে পারছেন না কিভাবে করবেন? তাহলে এই পোষ্ট আপনার জন্য, কারণ এই পোষ্টে আমি আপনাকে শেয়ার করবো ডিজিটাল মার্কেটিং কি ।
বর্তমানে ব্যবসায়িক বিজ্ঞাপনের সবথেকে বড় ও উন্নত মাধ্যমটির নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং।
অনেকে আবার এটাও জিজ্ঞাসা করেন, ডিজিটাল মার্কেটিং শিখে ক্যারিয়ার গড়া সম্ভব কিনা, এখানে আয় কেমন, কি যোগ্যতা থাকা দরকার, আবার কাদের জন্যই বা ডিজিটাল মার্কেটিং।
ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) কি?
what-is-digital-marketing
ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারনাকে বোঝায়। বর্তমান যুগে ইন্টারনেট ব্যবহার করে আমরা এখন ঘরে বসে বিশ্বের সব খবরাখবর রাখতে পারছি, দুর দূরান্তের মানুষের সাথে সরাসরি ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একে অন্যকে দেখতে পারছি।
এই ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে যে ব্যবসায়িক মাধ্যম গড়ে উঠেছে তাকেই মূলত আমরা ডিজিটাল মার্কেটিং বলি।
আরো সহজ ভাবে বলি, আমরা প্রতিনিয়ত ফেসবুক, গুগল, ইউটিউব ইত্যাদি সাইট ব্যবহার করছি। এই সাইটগুলতে আমার আপনার মত আরো লক্ষ্য লক্ষ্য লোক ব্যবহার করে থাকে। যেহেতু এখানে অনেক অডিয়েন্স আছে সেহেতু এখানে যদি আমরা আমাদের পণ্যের প্রচারণা করতে পারি তাহলে খুব সহজেই আমরা কাস্টমার পেতে পারি এবং এই অডিয়েন্স এর কাছে নিজের পণ্যের প্রচারণার মাধ্যমকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলি।



Address

Rajshahi
Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when CRT Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share