সাব্বির ভাই

সাব্বির ভাই "পেশায় তুমি যাই হও,
মানুষ হও আগে।"


"মানব সেবায় নিয়োজিত থাকতে চাই"

💰খুচরো পয়সায় সিগারেট🚬 না খেয়ে❎
👉গরীব-অসহায়দের পাশে দাড়ান✅

★শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক দেখলেন যে তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে। তিনি চেয়ারের দিকে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে শিক...
20/09/2025

★শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক দেখলেন যে তার বসার চেয়ারটি ছাদে ঝুলছে। তিনি চেয়ারের দিকে চেয়ে মনে মনে কিছু একটা ভেবে শিক্ষার্থীদের এ ব্যাপারে কিছু বললেন না। তাদেরকে ব্ল্যাকবোর্ডে তিনটি প্রশ্ন লিখে দিয়ে বললেন যে সবার আগে উত্তর জমা দিয়ে সর্বোচ্চ নম্বর পাবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

পরীক্ষা - ১৫ মিনিট, ৩০ নম্বর।

★প্রশ্ন ১. চেয়ার এবং মেঝের মধ্যে দূরত্ব সেন্টিমিটারে গণনা করুন।
(১ নম্বর)।

★প্রশ্ন ২. চেয়ার ছাদের দিকে কত ডিগ্রি কোণে ঝুঁকে পড়ছে? (১ নম্বর)

★প্রশ্ন ৩. যে ছাত্রটি চেয়ারটি ছাদে ঝুলিয়েছিল এবং যে বন্ধুরা তাকে সাহায্য করেছিল তাদের নাম লিখুন। (২৮ নম্বর)।

শিক্ষক চেয়ারটি ঝুলিয়ে রাখা ছাত্রটিকে ধরতে কোনো বেগ পাননি
★সংগৃহীত★

আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে নিচের নীতিগুলো মেনে চলুন!১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না। ২...
16/09/2025

আপনার কন্যা সন্তানকে রক্ষা করতে নিচের নীতিগুলো মেনে চলুন!

১। ২ বছরের বেশি বয়সের সন্তানের সামনে পোশাক পরিবর্তন করবেন না।

২। প্রাপ্ত বয়স্ক কোন ব্যক্তি যখন আপনার সন্তানকে মজা করে বলে, তুমি আমার বউ হবে? এটা কখনোই প্রস্রয় দিবেন না

৩। আপনার কন্যাকে কখনোই কোন ব্যক্তির কোলে বসতে দিবেন না, সে যেই হোকনা কেন।

৪। কখনো কারো বাড়িতে একা যেতে দিবেন না।

৫। যখনই আপনার সন্তান নিজের বন্ধুদের সাথে বাইরে যায়, আপনি লখ্য রাখবেন তারা কি ধরনের খেলা খেলছে।

৬। সময় সময় আপনার বাচ্চার মোবাইলের ব্রাউজিং হিস্টোরি চেক করুণ, যে সে গুগলে কি সার্চ করছে।

৭। নিজের সন্তানকে সর্বনিন্ম ২ টি ফোন নাম্বার মনে রাখতে বলবেন, এবং আপনি নিজেও মনে রাখবেন।

৮। পরিবারের সবার সাথে খাওয়ার অভ্যাস তৈরি করুণ এবং সেই সময় মোবাইল এবং টিভি বন্ধ রাখুন।

৯। কোন খারাপ ধরনের চলচিত্র দেখতে না দিয়ে সব সময় প্রেরনাদায়ক ছবি দেখার জন্য, সন্তানকে উৎসাহিত করুণ।

১০। কোন রকম জাংকফুড বা ফাষ্টফুড খাওয়ানোর অভ্যাস করাবেন না। স্কুলে পাঠালে বাড়িতে বানানো খাবার টিফিন বক্সে দিয়ে পাঠান।

১১। কোন প্রকার নেশার প্রতি যাতে আসক্ত না হয়, সেই দিকে খেয়াল রাখুন।

১২। আপনি নিজেও বাচ্চাদের সামনে যে কোন ধরনের নেশা করা থেকে বিরত থাকুন, এমনকি ধুমপান!

১৩। সাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে যেতে আপনার কন্য সন্তানকে জোড় করবেন না।

১৪। একটি বিষয় লক্ষ্য রাখুন। আপনার সন্তান বিশেষ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের ভক্ত হয়ে উঠছে কি না।

১৫। আপনার মেয়েকে পুরষ আছে এমন কোন বাড়িতে খেলতে যেতে দিবেন না।

১৬। নিজের সন্তানের সাথে বন্ধুসুলভ আচরন করে, ফ্রি হবার চেষ্টা করবেন।

১৭। নিজের বাড়িতে লাঠি জাতীয় কোন বস্তু অবশ্যই রাখুন, এবং আপনার সন্তানকে কোন ফাকা যায়গায় বা ছাদে সেই লাঠি চালনা করতে বলুন, যাতে বিপদের সময় প্রয়োগ করতে পারে।

১৮। পারিবারিক কোন অনুষ্টানে গেলে আপনার সন্তানকেও সাথে নিয়ে যান, এতে তার মানুষিক বিকাশ ঘটবে।

পোষ্টটি বেশি করে শেয়ার করে দিন!
পেজ টা ফলো দিয়ে পাশে থাকবেন

Nabiul Sarkar 📌

 োন_ডাক্তার_দেখাবেন ♦ মানসিক রোগ → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist):দুশ্চিন্তা, ডিপ্রেশন, ফোবিয়া, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া...
07/09/2025

োন_ডাক্তার_দেখাবেন

♦ মানসিক রোগ → সাইকিয়াট্রিস্ট (Psychiatrist):

দুশ্চিন্তা, ডিপ্রেশন, ফোবিয়া, ঘুম না আসা, সিজোফ্রেনিয়া, অ্যাংজাইটি, বাইপুলার মুড ডিসঅর্ডার

♦ পেট ও হজমের সমস্যা → গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট (Gastroenterologist):

গ্যাস্ট্রিক, পেট ব্যথা, লিভারের সমস্যা, আলসার

♦ মাথা, মস্তিষ্ক ও স্নায়ুর সমস্যা → নিউরোলজিস্ট (Neurologist):

মাথা ব্যথা, খিঁচুনি, পক্ষাঘাত, স্নায়ুর ব্যথা, টিউমার

♦ হৃদরোগ ও রক্তচাপ → কার্ডিওলজিস্ট (Cardiologist):

বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক, উচ্চ/নিম্ন রক্তচাপ

♦ হার্টের অপারেশন লাগলে → কার্ডিয়াক সার্জন (Cardiac Surgeon)

♦ ত্বক ও যৌন রোগ → ডার্মাটোলজিস্ট (Skin & VD Specialist):

চুলকানি, চুল পড়া, ফুসকুড়ি, যৌন রোগ

♦ চোখের সমস্যা → চক্ষু বিশেষজ্ঞ (Ophthalmologist):

চোখের ঝাপসা, লাল হওয়া, ছানি, গ্লুকোমা

♦ স্ত্রীরোগ বা প্রসূতি বিশেষজ্ঞ → গাইনোকলজিস্ট (Gynecologist & Obstetrician): মাসিকের সমস্যা, গর্ভাবস্থা, সন্তান জন্ম

♦ নাক, কান ও গলার সমস্যা → ইএনটি বিশেষজ্ঞ (ENT Specialist):

কানে কম শোনা, কানে পুঁজ পড়া, টনসিল, সাইনাস, নাক দিয়ে রক্ত পড়া

♦ হেমাটোলজিস্ট বা রক্ত বিশেষজ্ঞ- রক্ত ও অস্থিমজ্জা সম্পর্কিত রোগের জন্য এই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।

♦ দাঁত ও মুখের সমস্যা → ডেন্টিস্ট (Dentist):

দাঁতের ব্যথা, মাড়ির সমস্যা, দাঁত তোলা/ব্রেস

♦ শ্বাসকষ্ট / ফুসফুস → মেডিসিন / চেস্ট বিশেষজ্ঞ (Pulmonologist):

হাঁপানি, শ্বাসকষ্ট, কাশি, যক্ষ্মা

♦ কিডনি / প্রস্রাবের সমস্যা → নেফ্রোলজিস্ট (Nephrologist):

কিডনির পাথর, প্রস্রাবে জ্বালা, ইউরিন ইনফেকশন

♦ অপারেশন লাগলে → ইউরোলজিস্ট (Urologist)

♦ হাড়, জয়েন্ট ও মেরুদণ্ড → অর্থোপেডিক সার্জন (Orthopedic Doctor): পা ভাঙা, হাড় জোড়া, হাড় ক্ষয়, হাড়ের জয়েন্টে ব্যথা এছাড়াও হাঁটুতে ব্যথা, পঙ্গুত্ব, বাত ব্যথাসহ শরীরের হাড়ের সব ধরনের চিকিৎসার জন্য

♦ পেডিয়াট্রিশিয়ান বা শিশু বিশেষজ্ঞ- শিশুদের যেকোনো রোগের ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞের কাছে আপনার শিশুকে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন।

♦ সাধারণ অসুখ → মেডিসিন বিশেষজ্ঞ (Medicine Specialist):

সর্দি, কাশি, জ্বর, ডায়রিয়া, শরীর ব্যথা

♦ জরুরি বা ছোটখাটো সমস্যা → MBBS ডাক্তার (General Physician)

বউ ও নাইরিস্ক ও নাই😏😏😏
07/09/2025

বউ ও নাই
রিস্ক ও নাই😏😏😏

03/09/2025

#এমনি💖

03/09/2025

খুব কাছের এক ছোটভাইর আইডি প্রায় ছমাস ধরে ডিএক্টিভেটেড। গত পরশু ওরে কল দিলাম -
কিরে কি অবস্থা, কি হইছে তোর?
এমন হারায়ে গেলি কেন?

কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল,ভালো আছি ভাই।তুমি কেমন আছো?স্যোসাল মিডিয়া ভালো লাগেনা আর,গ্রাজুয়েশন শেষ করার পর থেকে জীবন কেমন এলোমেলো হয়ে গেছে, কোন দিক কুল পাচ্ছি না!বন্ধুরা সবাই কিছু না কিছু করতেছে,এটা দেখলে আরও খারাপ লাগে।রিলেশনটাও নাই,কেমন হাহাকার লাগে। তাই নিজেরে একটু গুটায়ে নিছি ভাই।

বললাম কালকে দেখা কর,তোর সাথে আড্ডা দেইনা অনেকদিন।
গতকাল আমিই গেলাম ওর বাসায়,ওরে নামায়ে নদীর পাড় নিয়া গেলাম চা খাইতে।আমি কিচ্ছু বলিনাই, শুধু ওর কথাগুলা চুপচাপ শুনে গেছি।

আজকে দেখি,ফেসবুকে প্রোফাইল পিকচার চেঞ্জ করছে। কি অদ্ভুত!এত্তগুলা মাস ছেলেটারে কেউ একবারের জন্যও জিগ্যেস করেনাই, তোর কি হইছে!
আসলে কথা শোনার মানুষ সবার থাকেনা!🖤

©

😃😃😃😃😃
29/08/2025

😃😃😃😃😃

প্রয়োজন ছাড়া কেউ নিবে না খোঁজ" এইশহরে চেনা মানুষ অচেনা হয় রোজ😅❤️‍🩹
28/08/2025

প্রয়োজন ছাড়া কেউ নিবে না খোঁজ" এই
শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ😅❤️‍🩹

28/08/2025

ব্যাক্তিগত প্রব্লেম হাইড করে মানুষের সাথে হাসিখুশি ভাবে চলতে পারাটাই হয়তো maturity. 🤍

28/08/2025

প্রতিটা মানুষ ই বহুরূপী!আমরা একজনকে ঠিক ততটুকুই চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে!'❤

Address

Hat Naogaon
6570

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাব্বির ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share