24/10/2025
প্রেম করা উচিত একজন ম্যাচিউর মেয়ের সাথে। যে ভবিষ্যত নিয়ে দিক নির্দেশনা দিতে পারবে। নীরবতা বুঝবে, পারিবারিক সমস্যা না বললেই বুঝে নিতে পারবে, ফিনান্সিয়াল ক্রাইসিস বুঝবে। যার সাথে সকল অসুবিধার কথা মন খুলে বলা যাবে।
শুধু "আমি তোমাকে ভালোবাসি আর তুমি আমাকে ভালোবাসো" তিনবেলা নিয়ম করে শোনবার জন্য আর বলবার জন্য প্রেম করা মানে সময়ের অপচয়।
পৃথিবীতে ভালোবাসবার জন্য বহু মানুষ থাকে; মন দিয়ে মনের কথা বলার আর শুনবার মানুষ একজনও থাকে না!🤍