সাব্বির ভাই

সাব্বির ভাই "পেশায় তুমি যাই হও,
মানুষ হও আগে।"

তোমারে বোঝাইতে চেয়েছিলাম আসলেই তোমারে ভালোবাসি, কিন্তু তোমার আর শোনার সময় কই!❤️‍🩹
09/07/2025

তোমারে বোঝাইতে চেয়েছিলাম আসলেই তোমারে ভালোবাসি, কিন্তু তোমার আর শোনার সময় কই!❤️‍🩹

ভুলে যাওয়ার নিয়মে ভুলে গেছো তুমি:মনে রাখার নিয়মে মনে রেখেছি আমি অথচ-কেউ,ই অনিয়ম করতে পারিনি?তুমিও পারোনি অনিয়ম করে আমায় ...
09/07/2025

ভুলে যাওয়ার নিয়মে ভুলে গেছো তুমি:

মনে রাখার নিয়মে মনে রেখেছি আমি অথচ-কেউ,ই অনিয়ম করতে পারিনি?

তুমিও পারোনি অনিয়ম করে আমায় মনে রাখতে, আমিও পারিনি অনিয়ম করে তোমায় ভুলে যেতে 😅💔🥀

দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়! সম্পর্কের গ'ভী'রতা বাড়ে, দেখা হয় না বসে কথা হয় না বলে কত স'ম্পর্ক শে'ষ হয়ে গেছে! অথচ হয়...
08/07/2025

দেখা হলে অনেক কিছুই ঠিক হয়ে যায়! সম্পর্কের গ'ভী'রতা বাড়ে, দেখা হয় না বসে কথা হয় না বলে কত স'ম্পর্ক শে'ষ হয়ে গেছে! অথচ হয়তো একটু সামনা সামনি দেখা হলে, কথা হলে, দুজন দুজনকে জ'ড়িয়ে ধরলে, হাতে হাত রাখলে আজ কত সুন্দর হতো সম্প'র্ক গুলো।❤️🌸

পুরুষ মানুষের ভালোবাসা অসম্ভব রকমের সুন্দর। তাদের ভালোবাসা হয় একটু দেরিতে, একটু সময় নিয়ে। প্রথম প্রথম খামখেয়ালি, অত কিছু...
08/07/2025

পুরুষ মানুষের ভালোবাসা অসম্ভব রকমের সুন্দর। তাদের ভালোবাসা হয় একটু দেরিতে, একটু সময় নিয়ে। প্রথম প্রথম খামখেয়ালি, অত কিছু খেয়াল না করা, বেপরোয়া, উসকোখুসকো মানুষটা বুঝতেই পারবেনা আপনার চোখের চাউনি, আপনার অপেক্ষা, আনচানভাব।
আর যখন বুঝবে তখন আপনার থেকে এতটুকু বেরোতে পারবেনা।

ছেলেদের এই প্রেম-ভালোবাসা নিয়ে খুব বেশি দেখদারি কোনোকালেই ছিল না, তারা জানে ভিড় রাস্তায় আপনাকে বাম দিক রেখে হাঁটতে হয় আর খুব গোপনে বুকের বাঁ পাশে,, জ্বর হলে উষুম উষুম কপালে ছোঁয়াতে হয় চিন্তার পরশ, আড়চোখে দেখে নিতে হয় গলির মুখটা পেরিয়ে গেলেন কি না!
ঠিক যেমন Maula Mere গানটার একটা অংশে বলা হয়েছে,
"Rakhlu Chupa ke main kahin tujhko,
Saaya bhi tera na main doon"

পুরুষ মানুষ ভালোবাসলে আপনার ছায়াটুকুও হাতছাড়া করতে চায় না, যত্ন শেখে,জানে ভেজা তোয়ালে খাঁটে রাখলে বকা খেতেই হয়,,

যে ছেলেটা ভীষণ কাঠিন্য নিয়ে পরিস্থিতির কাছে এতটুকু ভেঙে পড়েনি কোনোকালেই, সেও কাউকে ভালোবেসে অঝোরে কাঁদতে শিখে যায়, সহজ হয়, মনখারাপে রাতের খাবার স্কিপ করে, দূর থেকে মেয়েটার কানের পাশে চুল সরাতে সরাতে ভাবে,
“কি করলে বলো পাবো তোমায়!”

ছিলে না তুমি

তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না, তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না, তোমার নীরবতা যাকে অস্থিরতা দিতে পারে ন...
08/07/2025

তোমার মন খারাপ যাকে স্পর্শ করতে পারে না, তোমার চোখের জল যাকে বিচলিত করতে পারে না, তোমার নীরবতা যাকে অস্থিরতা দিতে পারে না, তোমার খারাপ লাগা যাকে সংবেদনশীল করে তুলতে পারে না, তোমার অনুপস্থিতি যাকে শূন্যস্থান দিতে পারে না;
সে তোমার কেউ নয়। কোনওদিন ছিল না...
ছিলে না তুমি

নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাই টাই ভালো।যে ফোনকল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সে ফোনকল মেসেজের অপেক...
08/07/2025

নিজের সবটুকু দিয়েও যাকে পাওনি তাকে আর না খোঁজাই টাই ভালো।
যে ফোনকল মেসেজ অবহেলায় বন্ধ করে দিয়েছে সে ফোনকল মেসেজের অপেক্ষায় আর না থাকাটাই ভালো।
যে দরজায় তুমি বার বার করা নরানোর পরও তোমার জন্য খুলেনি সে দরজায় আর কখনো করা না নারানোটাই ভালো।
যার পিছে পাগলের মতো ছুটতেছো সে সব টুকু জানার পরও যখন তোমায় বারবার পথে ছুড়ে ফেলতেছে তার পিছনে আর না ছুটাটাই ভালো।
মানুষ বদলায় মেনে নিতে শিখো,
নিজেকে বদলাও তুমি নিজেকে যতোক্ষণ বদলাতে পারবে না ততক্ষণ নিজেকে ভালো রাখতে পারবে না।
নিজেকে ভালো রাখার জন্য বদলে যাওয়াটা জরুরী।
রাব্বী
ছিলে না তুমি

অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায়,যদি আপনার অনুপস্থিতি তাকেও ততোটাই পোঁড়ায় যতোটা তার অভাবে আপনি পুড়ছেন!যদি আপনার অনুপ...
08/07/2025

অভিমান ভেঙে একবার না বারবার ফেরা যায়,যদি আপনার অনুপস্থিতি তাকেও ততোটাই পোঁড়ায় যতোটা তার অভাবে আপনি পুড়ছেন!

যদি আপনার অনুপস্থিতি তাকে অস্থির না করে তবে সেখানে বার বার সেচ্ছায় ফেরাটা আত্ম-সম্মানহীনতার পরিচয়।

আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয় - ভালো রাখে! মুক্ত স্বাধীন অনুভূতি দেয়!
তবে সেখানে ফেরার থেকে নিজেকে পোড়ানো উত্তম, পচনটা কলিজায় ধরুক, তবুও আমার উপস্থিতি কাউকে বিব্রত না করুক!
ছিলে না তুমি💔

-যোগাযোগ বন্ধ হয়ে গেলে তুমি আমাকে আর মনে রাখবে নাহ্! ভুলে যাবে.!অন্য কাউকে ভালোবাসতে শুরু করবে! আমার সাথে অভিনয় করতে যা ...
06/07/2025

-যোগাযোগ বন্ধ হয়ে গেলে তুমি আমাকে আর মনে রাখবে নাহ্! ভুলে যাবে.!

অন্য কাউকে ভালোবাসতে শুরু করবে! আমার সাথে অভিনয় করতে যা যা বলেছ, সেই কথা গুলো সত্যি সত্যি অন্য কাউকে বলবে.!

আমাকে মিথ্যে জড়িয়ে ধরতে মুহুর্তকে সুন্দর করতে! কাউকে সত্যি সত্যিই স্পর্শ করবে! বুকে মাথা রেখে ঘুমাবে, সাময়িক সুখের জন্য আমাকে উইজ করেছ.!

সেই সুখ কাউকে স্থায়ী করে দিতে বিয়ে নামক দলিলে সাইন করে দিবে.!

নিজের সুখ প্রতিষ্ঠিত করতে আমার জীবনে দুঃখের কালি লেপ্টে দিয়ে গেলে! বাকী জীবনটা অন্ধকারে নিমজ্জিত করে গেলে আমায়.!

পুরুষ'কে যদি দেহ দিয়ে আটকে রাখা যেতো তাহলে! প্রতিতালয়ের মেয়েরাই শ্রেষ্ট প্রেমিকা হতো; যৌবনের ক্ষুধা নিবারণ পতিতালয়ে গ...
06/07/2025

পুরুষ'কে যদি দেহ দিয়ে আটকে রাখা যেতো তাহলে! প্রতিতালয়ের মেয়েরাই শ্রেষ্ট প্রেমিকা হতো; যৌবনের ক্ষুধা নিবারণ পতিতালয়ে গিয়ে করতে পারতো, সংসার বেঁধে রাখত না, মূলত পুরুষ আটকে যায় একটু মায়া একটু ভালোবাসা একটু সম্মানে, যেই, নারীর কাছে পাবে সেই নারীতে পুরুষ আটকে থাকবে!

সংগৃহীত

তুমি কি সত্যিই ভাবো.., আমি তোমাকে ভুলে যাবো?তোমাকে ভােলা কি এতটাই সহজ?তুমি কি আমার কাছে এতটাই সস্তা? না, কখনোই না... কার...
06/07/2025

তুমি কি সত্যিই ভাবো.., আমি তোমাকে ভুলে যাবো?
তোমাকে ভােলা কি এতটাই সহজ?
তুমি কি আমার কাছে এতটাই সস্তা? না, কখনোই না... কারণ তুমি ছিলে আমার জীবনের সেই অধ্যায়, যেটা আজও সবচেয়ে সুন্দর, সবচেয়ে মধুর। তুমি ছিলে আমার হাসির কারণ, চোখ ভেজা রাতগুলোর একমাত্র আশ্রয়। তােমার সাথে কাটানো প্রতিটা মুহুর্ত আজও মনে পড়ে, যেন ঠিক এখনো পাশে আছাো। ভূুলে যাওয়া যদি হতো, তবে এতদিনে হৃদয়টা নিশ্চুপ হয়ে যেত... কিন্তু না, এখনো মাঝরাতে ঘুম ভঙে যায়, মনে পড়ে যায় তোমার সেই হেসে ওঠা চহারা, তােমার বলা সেসব ছােট ছােট কথা। তুমি কোনো ভুল ছিলে না, তুমি ছিলে আমার জীবনের শ্রেষ্ঠ অনুভব। হয়তো তুমিे থাকো না পাশে, কিন্তু বিশ্বাস করো.. তুমি আছাে আমার প্রতিটা দুঃখের, ভালোেবাসার, আর স্বপ্নের ভতর। তুমি কি ভাবাে, তােমাকে ভোলা এতটাই সহজ? না... তুমি হলে আমার হদয়ের ঠিক মাঝখানে লেখা সেই নাম, যেটা কোনো দিন মুছে ফেলতে পারবো না কোনোদিন 🖤🥀
T........S.......H
ভালো থেকো না হওয়া ভালোবাসা 🖤

এক ভাই এই পোস্ট টা করেছে। পুরোটা পড়লে বুঝতে পারবেন👉👇আমার গার্লফ্রেন্ড আমাকে ছে'ড়ে গিয়েছে ৫০৯ দিন আগে। এবং একটি ছেলেকে ব...
05/07/2025

এক ভাই এই পোস্ট টা করেছে। পুরোটা পড়লে বুঝতে পারবেন👉👇

আমার গার্লফ্রেন্ড আমাকে ছে'ড়ে গিয়েছে ৫০৯ দিন আগে। এবং একটি ছেলেকে বিয়ে করে নিয়েছে ছেলেটির অনেক অর্থ সম্পদ আছে! সে আমাকে বলেছে "বাবা মা নাকি তাকে জো"র করে বিয়ে দিয়েছে।" অথচ আমি জানতে পারি সে নাকি তার অর্থ সম্পত্তি দেখে সে নিজে স্বেচ্ছায় বিয়ে করে নিয়েছে।

কত হাসিখুশি ছবি বিয়ের যা আমি দেখেছি নিজ চোখে। সে সময় আমার চাকরি ছিল না বেকার ছিলাম। এখন আমার সরকারি প্রথম শ্রেণির চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ। সেটা জানতে পেরেছে সে!

কত কান্না করেছি তার জন্য, বিয়ে করতে চেয়েছি সে রাজি ছিল না। পা"লি"য়ে বিয়ে করতে চেয়েছি, তাতেও রাজি ছিল না।
পারিবারিকভাবেও রাজি নয়।

কেননা আমি বেকার ছিলাম। বাবা-মার সম্মান এর দিকে তাকিয়ে সে করবে না।বেকার হিসেবে আমাকে বিয়ে করলে নাকি পরিচয় করে দিতে পারবে না।

কিন্তু ভা"গ্যে"র কি নি"র্মম পরিহাস এখন সে ছেলেটা নাকি তাকে প্রচুর ক"ষ্ট দেয় অনেক নি"র্যা"তন করে, মা"র"ধর করে! বাবার বাড়ি থেকে যৌ"তু"ক নিয়ে আসার জন্য নাকি প্রে"সা"র ক্রিয়েট করে।

সারাদিন না কি সংসারে প্রচুর পরিশ্রম করে নেয় শাশুড়ি। সে আজ ফোন করে আমার কাছে কান্না-কা/টি করতেছে এবং সে আমার কাছে আবার ফিরে আসতে চাচ্ছে।আমার মত তাকে নাকি কেউ ভালোবাসেনি। আমার কাছে থাকলে সে নাকি মানসিক শান্তি পায়। আমার জন্য সে নাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করে।

যে কোন কিছুর বিনিময় হলে নাকি আমাকেই চায়! এতদিন পরে মনটা একটু হালকা লাগতেছে। তাকে কি করা উচিত? সুন্দর একটি পরামর্শ দিবেন! 🙏

Address

Hat Naogaon
6570

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাব্বির ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share