MD. Arafat

MD. Arafat Hi I AM MD Arafat Iam Freelancer. WorksAt Fiverr &Upwork

07/12/2022
নিজের স্যার যখন খবরের কাগজে আসে তখন তা দেখা এবং খবরের কাগজ পড়ার মজাই আলাদা।
20/10/2022

নিজের স্যার যখন খবরের কাগজে আসে তখন তা দেখা এবং খবরের কাগজ পড়ার মজাই আলাদা।

সপ্ন বাস্তবায়ন করার চেষ্টা চলতেছে? ইনশাআল্লাহ সফলতা আসবেই।
20/10/2022

সপ্ন বাস্তবায়ন করার চেষ্টা চলতেছে? ইনশাআল্লাহ সফলতা আসবেই।

📌 ফ্রীল্যান্সিং মানে কি?📌কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবো?📌 কীভাবে ফ্রীল্যান্সিং করে টাকা আয়💵 করবো?📌ফ্রীল্যান্সিং করে কত ট...
28/09/2022

📌 ফ্রীল্যান্সিং মানে কি?
📌কিভাবে ফ্রীল্যান্সিং শুরু করবো?
📌 কীভাবে ফ্রীল্যান্সিং করে টাকা আয়💵 করবো?
📌ফ্রীল্যান্সিং করে কত টাকা আয়💵 করা যাবে?
📌আমি কি ফ্রীল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো?
📌নতুনদের জন্য সেরা সাইট কোনটি?
📌মোবাইল📱 দিয়ে ফ্রীল্যানসিং সম্ভব কিনা?
📢সুখবর! যারা ফ্রীল্যান্সিং সম্পর্কে জানতে চায় তাদের জন্য একটি চমৎকার ব্যবস্থা করা হয়েছে। যারা এই সুযোগটা গ্রহন করতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ 😊

07/09/2022

মধ্যবিত্ত পরিবার মরে গেছে 😭

১। চাউল 1 বস্তা = 2800/-
২। তৈল 5 লিটার = 1000/-
৩। গ্যাস = 1400/-
৪। তরকারী = 2000/-
৫। মাছ = 2000/-
৬। ঔষধ+ডাক্তার = 2500/-
৭। প্রসাধনী = 1000/-
৮। মুদিবাজার = 2000/-
৮। বিদ্যুৎ বিল = 900/-
৯। মোবাইল খরচ = 500/-
১০| গাড়ি ভাড়া = 1200/-
------------------------------------------------
সর্বমোট = 17,300 টাকা।
গোশত বাদই দিলাম,ধরে নিলাম খাওয়ার তৌফিকই নাই। তারপর হাত খরচ আছে,কোন আত্মীয় স্বজনরা আসলে মেহমানদারী করা এবং আত্মীয় স্বজনদের দাওয়াতে যাওয়া,কাপড় চোপড় কেনা এসব কিছু ই বাদ

ভিক্ষাই জাতির মেরুদণ্ড,
ব্যায় আছে আয় নাই
বাংলাদেশে
কোথাও শান্তি নাই

05/09/2022

ফ্রিল্যান্সিং কী?
Free=মুক্ত
Lancing=পেশা
Freelancing= মুক্ত পেশা
অর্থাৎ,Freelancing হলো একটি মুক্ত পেশা।নির্দিষ্ট কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে নিজের ইচ্ছে মত স্বাধীন ভাবে কাজ করাই হল ফ্রিল্যান্সিং।
বর্তমান যুগ ইন্টারনেটের যুগ।আমরা অকারণে দিনের অনেকটা সময় ব্যায় করছি online এ।আমরা চাইলেই সেই সময়টাকে কাজে লাগিয়ে নিজের বেকারত্ব দূর করে পরিবারের পাশে দারানোর জন্য ইনকাম করতে। নিজেকে সাবলম্বি করতে আমরা এই স্বাধীন মুক্ত পেশা বেছে নিতেই পারি।
একটু ভেবে দেখুন তো আমরা প্রতিনিয়ত যে ভাবে online-এ সময় ব্যায় করছি সেই সময়টাকেই কি কাজে লাগিয়ে নিজে সফল হতে পারি না?সাফলতাই পারে আপনার আত্নসম্মান বাড়িয়ে দিতে।
আগ্রহী ব্যক্তিরা ইনবক্স করুন। আমার পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য করবো 🥰

10/08/2022

Address

Rajshahi Naogaon
Hat Naogaon
6500

Telephone

+8801719655837

Website

http://arafat1132facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when MD. Arafat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. Arafat:

Share