প্রবাহ কণ্ঠ

প্রবাহ কণ্ঠ মিলন চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক: প্রবাহ গার্লস হাই স্কুল, নওগাঁ। সদস্য:একুশে পরিষদ নওগাঁ।

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক ৩ জন ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার--------প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার,নওগাঁমিলন চন্দ্...
30/03/2025

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক ৩ জন ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার

--------প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার,নওগাঁ

মিলন চন্দ্র দেবনাথ, নওগাঁ।

নওগাঁ জেলা পুলিশ কর্তৃক ৩ জন ডাকাত গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে এমনটি জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। প্রেস ব্রিফিংয়ে তিনি আরো উল্লেখ করেন, গত ২৪ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. সন্ধ্যা অনুমান ০৬.৩০ টায় নওগাঁ জেলার আত্রাই থানাধীন আহসানগঞ্জ হাটের পার্শ্বে ৫ জনের একটি ডাকাত দল স্বর্ণ ব্যবসায়ী নান্টু কুমার প্রামানিক কে পথরোধের মাধ্যমে মারপিট করে তার কাছে থাকা স্বর্ণ এবং নগদ অর্থসহ প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়। এ সংক্রান্ত আত্রাই থানায় একটি ডাকাতি মামলা রুজু হলে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম মহোদয়ের নির্দেশক্রমে নওগাঁ জেলা পুলিশের একাধিক টিম ডাকাতির রহস্য উৎঘাটন, ডাকাতদের চিহ্নিত করণ ও গ্রেফতারে কাজ শুরু করে। একপর্যায়ে পুলিশ জানতে পারে যে স্বর্ণ ব্যবসায়ী নান্টু ও তার ছোট ভাই চোরাইকৃত স্বর্ণ ক্রয়ের সাথে জড়িত। এ ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত রেজাউল তার কাছে পূর্বে একাধিকবার ডাকাতিকৃত স্বর্ণ কমদামে বিক্রয় করেছে কিন্তু রেজাউল পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলহাজতে থাকাকালীন নান্টু তার কোন খোঁজ-খবর নেয়নি এবং তার পাওনা টাকাও পরিশোধ করেনি। ফলে রেজাউল অন্য ডাকাতদের সাথে যোগাযোগ করে নান্টুর স্বর্ণ এবং টাকা পয়সা ডাকাতি করে নেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ডাকাত ১। মোঃ আজাদুল দেওয়ান (৪৭), পিতা-মৃত-বদর উদ্দিন, সাং-বজরুক আতিয়া, থানা-নওগাঁ সদর, ২। মোঃ জাহিদুল ইসলাম (৪২), পিতা-মৃত-আসাদুল ইসলাম, সাং-শেরপুর, থানা-নওগাঁ সদর ও ৩। মোঃ রেজাউল মন্ডল (৩০), পিতা-মৃত-তালেব মন্ডল, সাং-মালিপুকুর, থানা-আত্রাই, সর্বজেলা-নওগাঁসহ আরও ২ জন ডাকাত ২টি মোটরসাইকেল যোগে স্বর্ণ ব্যবসায়ী নান্টুর মোটরসাইকেল অনুসরণ করতে করতে আত্রাই থানার আহসানগঞ্জ হাটের দক্ষিণ পার্শ্বে মালাধর বড় ব্রিজের নিকট ফাঁকা স্থানে পৌছে ডাকাতদল পিছন থেকে তার মাথায় আঘাত করে এবং তার ব্যাগে থাকা স্বর্ণ, রুপা এবং নগদ টাকা মিলে প্রায় ৩০ লক্ষ টাকার মালামাল লুণ্ঠন করে নিয়ে যায়। পুলিশের একাধিক টিম গত রাতে রাজশাহী জেলার পুঠিয়া থানা, নওগাঁ জেলার মহাদেবপুর ও আত্রাই থানা এলাকা থেকে উল্লেখিত ৩ জন ডাকাতকে গ্রেফতার করে। আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত থেকে ডাকাতিকৃত নগদ ৪০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল, ডাকাতির টাকায় ক্রয়কৃত ১টি নতুন মোটরসাইকেল এবং ডাকাতিকৃত ১টি স্বর্ণের চেইন জব্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী আজাদুলের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি সহ ১৯ টি মামলা এবং আসামী রেজাউলের বিরুদ্ধে ৩টি ডাকাতি মামলা রয়েছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ পূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

❑ আপনার জীবন, সিদ্ধান্ত আপনার! আপনি কি এমন একজন, যিনি ভাবেন একদিন আমি সব ঠিকঠাক করে নেব।এই যেমন—❍ আগামীকাল থেকে সকালে উঠ...
04/03/2025

❑ আপনার জীবন, সিদ্ধান্ত আপনার! আপনি কি এমন একজন, যিনি ভাবেন একদিন আমি সব ঠিকঠাক করে নেব।

এই যেমন—
❍ আগামীকাল থেকে সকালে উঠে দৌড়াব।
❍ পরের মাস থেকে নতুন কিছু শিখব।
❍ আগামী বছর একটা বিজনেস শুরু করব বা চাকরি পাব।
❍ পরের বার অবশ্যই ভালো পরীক্ষা দেব।

কিন্তু ওই "একদিন" কখনো আসে না আপনার জীবনে। আর এই "অপেক্ষা", এই "আগামীকাল" আপনার জীবনের সবচেয়ে বড় প্র*তারক।

❑ আপনার আসলে সমস্যাটা কোথায়?

১. পরিকল্পনা নয়, কাজ শুরু করুন:
পরিকল্পনা করা সহজ, কিন্তু সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করা কঠিন। আমাদের মস্তিষ্ক পরিকল্পনার সময় সাময়িক আনন্দ পায়, এবং মনে করে কাজ শেষ। কিন্তু বাস্তবে কাজ শুরু না করলে সেটি শুধু একটা কল্পনা।

২. সঠিক মুহূর্তের অপেক্ষা:
“সবকিছু ঠিকঠাক হলে শুরু করব” — এই ধারণা ভয়ানক। কারণ জীবন কখনোই নিখুঁত হবে না। এই অপেক্ষার মানে হলো, আপনি ভয় পাচ্ছেন।

৩. ছোট পদক্ষেপে অগ্রগতি:
বড় কিছু করার জন্য ছোট কিছু শুরু করাটা জরুরি। আপনি যদি দিনে মাত্র ১০ মিনিটও কিছু করেন, সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ।

৪. ব্যর্থতার ভয়:
ব্যর্থতা জীবনের অংশ। আপনাকে ভুল থেকেই শিখতে হবে। ব্যর্থ না হলে সফলতাও আসবে না।

❑ আপনার জন্য আজকের বার্তা:
জীবন কখনোই "পরে" বা "কাল" বলে আপনার জন্য অপেক্ষা করবে না। সময় তার মতো এগিয়ে যাবে। আপনি হয় আজ শুরু করবেন, নয়তো পিছিয়ে পড়বেন।

❑ আজ থেকেই ছোট ছোট কিছু করুন:
❍ যদি পড়াশোনা করতে চান, একটা পৃষ্ঠা পড়ুন।
❍ যদি ফিটনেস বাড়াতে চান, ৫ মিনিট ব্যায়াম করুন।
❍ যদি নতুন দক্ষতা শিখতে চান, ইউটিউবে একটা ভিডিও দেখুন।
❍ কাউকে প্রপোজ করতে চাইলে আজকেই করুন, কারণ কাল সে অন্য কারো হয়ে যেতে পারে।

যতদিন না আপনি শুরু করছেন, ততদিন সবকিছুই অবাস্তব। আর একবার শুরু করলে সবকিছুই সম্ভব। আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি।

তাই, “আগামীকাল” নয়, “আজ” শুরু করুন। কারণ, জীবন বড়ই নিষ্ঠুর। সে আপনার জন্য একদিনও অপেক্ষা করতে রাজি নয়।
#জীবন_চক্র

28/03/2024
28/03/2024

মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা উপহার গ্রহণ
২৬ শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ তারিখ
সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা!

19/03/2024

একটি গান শুনুন:-

26/02/2024

বিডি ক্লীন নওগাঁ

Address

Hat Naogaon

Telephone

+8801723100848

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাহ কণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share