05/12/2023
সান্তালদের বর্ণ বা ভাষা বিড়ম্বনা নয় বরং উদ্দেশ্য সঠিক থাকা দরকার।
আমাদের সান্তাল জাতিগোষ্ঠীর প্রধান সমস্যা হলো অন্যদের আড়চোখে দেখা। যার জন্য কেউ অলচিকি বিরোধী,কেউ রোমান বিরোধী।এটা আসলে উচিত নয়।আমরা সান্তাল আমাদের একটি রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি (মাতৃভাষায় সান্তালী বোর্ড বই) দরকার।এটাই মূল লক্ষ্য হওয়া আবশ্যক কিন্তু আমাদের মাঝেই রয়েগেছে বিভিন্ন মতবাদ ও জটিলতা। আবার একটু অন্য দিকে তাকান বুঝবেন (ওঁরাওদের) দিকে তারা সহজ ভাবে ভাষাকে নিয়েছে বলেই আজ রাষ্ট্রীয় ভাবে বোর্ড বই প্রকাশিত হয়েছে।তাদের চিন্তা ধারা ছিল প্রাঞ্জল ও সাবলীল। যার জন্য ( সাধরি বা কুড়ুক)এটা বিষয় ছিলনা। লক্ষ ছিল মাতৃভাষায় রাষ্ট্রীয়ভাবে বই প্রকাশিত হোক কিন্তু সান্তাল আজও নিজের জেদের কাছে হেরে আছে ।এটা আসলেই একটি দুঃখজনক বিষয়। তা আসুন আমরা নিজেদেরকে পাল্টায় নিজেদের মন-মানসিকতাকে পাল্টায় এবং আমাদের যে ভাষা প্রয়োজন সেটি নিয়ে কথা বলি। সেটি নিয়েই অন্যদেরকে উদ্বুদ্ধ করে বেকার (অল চিকি বা রোমান) বলে নিজেদের মধ্যে ফাটল না ধরায় এতে করে। আপনার আমার বৈরী যারা রয়েছে ।তারা আমাদের কাছে বিশাল ধরনের সুযোগ নিচ্ছে তাই। আসুন সকলে সোচ্চার হই এক নিষ্ঠা হয়ে আমাদের প্রকৃত দাবি প্রকৃত একটি ভাষা তা মাতৃভাষা এটা নিয়ে কথা বলি। ধন্যবাদ সকলকে ত্রুটি মার্জনা করবেন।