Abdullah Al Mamun Salehi

Abdullah Al Mamun Salehi "যুগ যামানা পাল্টে দিতে চায়না অনেক জন
এক মানুষই আনতে পারে জাতির জাগরন"
আমার অফিসিয়াল পেইজে
আপনাদের সবাইকে স্বাগতম।
(1)

✍️আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস!  আমরা মানুষ হবো কবে? ভিডিউটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ এতো নিষ্ঠুর আর নির্দয়...
11/07/2025

✍️আহ, কী নৃশংস দৃশ্য! কী বিভৎস! আমরা মানুষ হবো কবে? ভিডিউটা দেখে সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। মানুষ এতো নিষ্ঠুর আর নির্দয় হতে পারে!

দুর্বৃত্তদের শক্ত হাতে দমন না করলে, তারা এভাবেই নতুন বাংলাদেশের সম্ভাবনাকে নস্যাৎ করে দিবে। দিনের আলোয় জনসমক্ষে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়ে কেউ পার পেয়ে যেতে পারে না। এসব খুনি, নৈরাজ্য সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমরা সকল জুলুমের অবসান চাই। বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে। আমরা আমাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাই।
゚ ゚viralシ

08/07/2025

তুমি আল্লাহকে ভুলে গেলেও, আল্লাহ তোমাকে ভুলেন না।

06/07/2025

শোহাদায় কারবালার স্মরণে টরকী মিঝিবাড়ি জামে মসজিদে চলছে মিলাদ মাহফিল।
আলোচকঃ-মুফতি আবু সুফিয়ান আল-হানাফি হাফিযাহুল্লাহ।

06/07/2025

হে হুসাইন নবীজির আওলাদ
সালাম জানাই মোরা তোমায়

06/07/2025

আলহামদুলিল্লাহ!
আজ পবিত্র আশুরা – ১০ই মহররম।

✍️কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায় নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠূর ইয়াযীদরাদয়াল নবী যেই গলেতে চুমু দিতেন দিনে রাতে  সেই ...
05/07/2025

✍️কারবালার করুন কাহিনী কেমনে ভুলা যায়
নবীর আওলাদ শহীদ করল নিষ্ঠূর ইয়াযীদরা

দয়াল নবী যেই গলেতে চুমু দিতেন দিনে রাতে
সেই গলেতে বিষের ছুরি সীমারে চালায়-(ঐ)

🕌✨ পবিত্র জুম্মা মোবারক ✨🕌আলহামদুলিল্লাহ!আবার চলে এলো রহমত, বরকত ও মাগফিরাতের মহান দিন —জুম্মা মুবারক!📿 রাসূলুল্লাহ ﷺ ইর...
04/07/2025

🕌✨ পবিত্র জুম্মা মোবারক ✨🕌

আলহামদুলিল্লাহ!
আবার চলে এলো রহমত, বরকত ও মাগফিরাতের মহান দিন —
জুম্মা মুবারক!

📿 রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন:
"জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, যাতে বান্দা আল্লাহর কাছে যা চায়, তা-ই কবুল করা হয়।"
📚 (সহীহ মুসলিম)

🤲 এই পবিত্র দিনে আসুন— 🔹 বেশি বেশি দরূদ পাঠ করি,
🔹 গুনাহ থেকে তওবা করি,
🔹 নিজের ও উম্মাহর জন্য দোয়া করি।

🕋 জুমার দিনে একটি হাসিমুখ, একটি দোয়া, একটি ভালো কথা—
তা-ও হতে পারে জান্নাতের পথের একটি দীপ্ত আলো।

🌸 পবিত্র জুম্মা মুবারক!
আল্লাহ্ তায়ালা যেন আমাদের ও আপনাদের দিনটিকে করে তুলেন খুশি, বরকতময় ও নূরে ভরপুর।

#জুম্মা_মুবারক #দরূদ #দোয়া

03/07/2025

اسلام زندہ ہوتا ہے کربلا کی بات سے

29/06/2025

✍️ধর্ষণ একটি জঘন্য, অমানবিক এবং ঘৃণিত অপরাধ—যা সমাজের নৈতিকতা, মানবতা ও নিরাপত্তাকে চরমভাবে লঙ্ঘন করে।
📢 ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ
ধর্ষক কোনো ধর্মের নয়, কোনো সমাজের নয়, কোনো মানবতার নয়।
সে একজন অমানুষ, একজন পশুরও নিচে নেমে যাওয়া বিকৃত মানুষরূপী দানব।

📖 আল্লাহ তায়ালা সুস্পষ্টভাবে পবিত্র কোরআনে বলেছেন-
> "আর যারা অন্যায়ভাবে পৃথিবীতে দুশ্চারিতার চেষ্টা করে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।"
— (সূরা আশ-শূরা: ৪২)
🩸 একটিবার ভাবুন —
একজন নারী, একজন শিশু, একজন মা, একজন বোন — কারো জীবন চিরতরে অন্ধকার করে দেয় যে নরপশু, তার জন্য কোনো মাফ নেই।
ধর্ষকের শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক, যাতে আর কোনো চোখ এমন অন্যায় দেখার আগে কাঁপে।

🔥 আমাদের করণীয়:-

✅ ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলুন
✅ ভুক্তভোগীর পাশে দাঁড়ান, দোষারোপ নয়
✅ পরিবারে নৈতিকতা শিক্ষা দিন
✅ আইন প্রয়োগে জিরো টলারেন্স নিশ্চিত করুন
✅ কুরআন-সুন্নাহ ও নৈতিকতার আলোয় সমাজ গড়ে তুলুন।

👊ধর্ষণ নয়, সম্মান চাই।
👊নির্যাতন নয়, ন্যায়বিচার চাই।
👊চুপ থাকা নয়, প্রতিবাদ চাই।

#ধর্ষণ_একটি_অপরাধ
#শাস্তি_হোক_দৃষ্টান্তমূলক
#নারীর_সম্মান_রক্ষা_করুন



"যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।"— (সূরা আলে ইমরান: ৩, আয়াত ১৭৩)
29/06/2025

"যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট।"
— (সূরা আলে ইমরান: ৩, আয়াত ১৭৩)

28/06/2025

✍️عن أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ : الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ ‏ ‏.‏

অর্থ: হযরত আবূ সা’ঈদ খুদরী রাদিআল্লাহু তাআ'লা আনহু উনার থেকে বর্ণিত:
তিনি বলেন— রসুলুল্লাহ ছল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন,হাসান ও হোসাইন আলাইহিমাস সালাম জান্নাতী যুবকদের সরদার।

||জামে' আত-তিরমিজি, হাদীস শরীফ —৩৭৬৮||

28/06/2025

আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা কেমন আছেন ❓

Address

Hat Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Mamun Salehi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category