মুমিন জ্বীন-Momin Jinn

মুমিন জ্বীন-Momin Jinn জিন যাদু বশিকরণ বিচ্ছেদ ও সকল প্রকার তদবির করা হয় কোরআন সুন্নাহ মোতাবেক
মোদাব্বির ক্বারী মোঃ আল আমিন ০১৮৪২১৫৮৬৬৪
(1)

আল্লাহ তাআলা আমাদের সকলকে মহররমের মাসের যথাযথ সম্মান রক্ষা করে চলার তৌফিক দান করুক এবং সর্বপ্রকার গুনাহ থেকে যেন নিজেকে ...
04/07/2025

আল্লাহ তাআলা আমাদের সকলকে মহররমের মাসের যথাযথ সম্মান রক্ষা করে চলার তৌফিক দান করুক এবং সর্বপ্রকার গুনাহ থেকে যেন নিজেকে হেফাজত করতে পারি সেই তৌফিক চাই

04/07/2025

বরকতময় ফজরে সবাইকে অবিরাম ভালোবাসা

04/07/2025

শুভ সন্ধ্যা

04/07/2025

হিজরী তারিখ: ৮ই মুহাররম, ১৪৪৭ হিজরি

04/07/2025

জুমআর দিন বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করি

যাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়ম==============================সন্দেহজনক কিছু বা কোন তাবিজ যদি পাওয়া যায় সেটা নষ্ট করা...
04/07/2025

যাদুর জিনিস বা তাবিজ নষ্ট করার নিয়ম
==============================

সন্দেহজনক কিছু বা কোন তাবিজ যদি পাওয়া যায় সেটা নষ্ট করার জন্য একটি পাত্রে পানি নিন। এরপর সেই পানিতে

১। আয়াতুল কুরসি
২।সুরা আ'রাফ ১১৭-১২২ নং আয়াত
৩।ইউনুস ৮১-৮২ নং আয়াত
৪।সুরা ত্বহা ৬৯ নং আয়াত
৫।সূরা ইখলাস
৬।সূরা ফালাক্ব
৭।সূরা নাস

সবগুলো ৩/৭ বার করে পড়ে সবশেষে পানিতে তিনটি ফুঁ দিন। সেই পানিতে তাবিজের কাগজ কিছুক্ষণ ডুবিয়ে রাখুন। ইনশাআল্লহ যাদু নষ্ট হয়ে যাবে। এরপর সম্ভব হলে সেগুলো শুকিয়ে পুড়িয়ে ফেলুন বা অন্য কোন ভাবে নষ্ট করে ফেলুন।
------- + -------
[ উপরোল্লেখিত আয়াত গুলো নিচে দেওয়া হলো ]
১।

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

২। সুরা আ'রাফ ১১৭-১২২ নং আয়াত

وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ - فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ - فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ - وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ -قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ - رَبِّ مُوسَىٰ وَهَارُونَ -

৩। ইউনুস ৮১-৮২ নং আয়াত

فَلَمَّا أَلْقَوْا قَالَ مُوسَىٰ مَا جِئْتُم بِهِ السِّحْرُ ۖ إِنَّ اللَّهَ سَيُبْطِلُهُ ۖ إِنَّ اللَّهَ لَا يُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِينَ - وَيُحِقُّ اللَّهُ الْحَقَّ بِكَلِمَاتِهِ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُونَ -

৪। সুরা ত্বহা ৬৯ নং আয়াত

وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا ۖ إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ ۖ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَىٰ -

৫। সূরা ইখলাস

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ - اللَّهُ الصَّمَدُ - لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ - وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ

৬। সূরা ফালাক

قُلْ أَعُوذُ بِرَ‌بِّ الْفَلَقِ ، مِنۡ شَرِّ مَا خَلَقَ ۙ وَمِن شَرِّ‌ غَاسِقٍ إِذَا وَقَبَ ، وَمِن شَرِّ‌ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ، وَمِن شَرِّ‌ ح

খুবই মারাত্মক এবং পরিক্ষিত একটা তদবির তদবিরটি ফ্রীতে নিতে হলে অবশ্যই ইনবক্সে নক করতে হবে।শর্ত সাপেক্ষে দেওয়া সম্ভব
04/07/2025

খুবই মারাত্মক এবং পরিক্ষিত একটা তদবির
তদবিরটি ফ্রীতে নিতে হলে অবশ্যই ইনবক্সে নক করতে হবে।
শর্ত সাপেক্ষে দেওয়া সম্ভব

04/07/2025

খবিস জ্বিনের ক্ষতি থেকে বাঁচতে কয়েকটি মৌলিক বিষয় জেনে নিন।

১। জামা’আতে নামাজ আদায় করা। নফল নামাজ বা তাহাজ্জুদ পড়া। এই দুটি আপনার আত্মিক বা রুহানি শক্তি বৃদ্ধি করবে।

২। সকল কাজে আল্লাহ তাআলাকে স্মরণ করা, গানবাজনা থেকে বিরত থাকা।

৩। সর্বদা পাকপবিত্র থাকা। বিশেষত: ঘুমের আগে অযু করে বিছানায় যাওয়া।

৪। ঘুমের আগে আয়াতুল কুরসি এবং সুরা বাকারার শেষ দুই আয়াত পড়া।

৫। সব কাজে বিসমিল্লাহ বলা, বিশেষত: খাবার সময় এবং ঘরের দরজা-জানালা বন্ধ করতে। এছাড়া উঁচু থেকে লাফ দেয়ার সময়, কিছু ফেলার সময়, অন্ধকারে কিছু করার সময়ও বিসমিল্লাহ বলা ভালো।

৬। কুকুর – বিড়াল না মারা, সাপ মারতে চাইলে আগে জোর আওয়াজে ৩বার বলা “জ্বিন হলে চলে যাও..”

৭। কোনো গর্তে প্রসাব না করা। হাদিসে এব্যাপারে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে।

৮। ঘরে প্রবেশের এবং বের হওয়ার দোয়া পড়া, দোয়া না জানলে অন্তত বিসমিল্লাহ বলা।

৯। সন্ধ্যার সময় ঘরের জানালা বন্ধ করা, বাচ্চাদের এবং বেপর্দা মহিলাদের বাহিরে বের হতে না দেয়া। সন্ধ্যার কিছুক্ষণ পর বের হতে কিংবা জানালা খুলতে পারেন।

১০। স্ত্রী সহবাসের পুর্বে অবশ্যই দু’আ পড়া।

১১। টয়লেটে ঢোকার সময় দু’আ পড়া।

১২। প্রতিদিন “লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারীকালাহ, লাহুল মুলকু ওয়ালাহুল হ্ামদ, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বদীর” ১০০বার পড়া। একশতবার না হলে, অন্তত সকাল – সন্ধ্যায় ১০বার করে পড়া।

১৩। সকাল সন্ধ্যার অন্যান্য মাসনুন আমলগুলো নিয়মিতভাবে প্রতিদিন করা।

১৪। সুরা ইখলাস ফালাক নাস, তথা তিনকুল-এর আমল গুরুত্ব সহকারে করা। আয়েশা সিদ্দীকা রা. থেকে সহি সনদে বর্ণিত হয়েছে, রাসুল সা. জীবনের শেষ পর্যন্ত এর আমল করেছেন।
আমল হলো, রাসূল সা. প্রতিরাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক তিনবার ও সূরা নাস তিনবার পড়ে দুইহাতের তালুতে ফুঁ দিতেন। ফুঁ এর সাথে হালকা থুতু বেরিয়ে আসতো। এরপর সমস্ত শরীরে হাত বুলিয়ে নিতেন।
দ্বিতীয়ত: প্রতিদিন ফজর ও মাগরিবের নামাযের পর রাসূল (সাঃ) একবার সূরা ইখলাস, একবার সূরা ফালাক ও একবার সূরা নাস এভাবে তিন সূরা তিনবার পড়তেন। এসময়ে ফুঁ দেয়া লাগবে না।
হাদীসের শেষাংশে আল্লাহর রাসূল সা বলেন, এআমলই তোমার জন্য যথেষ্ট।অন্য হাদিসের আছে এই সুরাগুলো পড়ে বাচ্চাদের ফুঁ দিয়ে দিতেন।

হিজামা ট্রেনিংচাইলে আপনিও করতে পারেন
04/07/2025

হিজামা ট্রেনিং
চাইলে আপনিও করতে পারেন

04/07/2025

শুভ সকাল
সকলে কেমন আছেন

Address

Hat Naogaon

Telephone

+8801707130602

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুমিন জ্বীন-Momin Jinn posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category