14/09/2024
এক হাদীসে বর্ণিত হইয়াছে তিন ব্যক্তির উপর আল্লাহ তা'আলা লা'নাত বর্ষন করেনঃ প্রথমতঃ ঐ ব্যক্তি যাহার উপর মুক্তাদীগন যুক্তিসংগত কারনে নারাজ থাকা সত্ত্বেও ইমামতি করে। দ্বিতীয় ঐ নারী যাহার উপর তাহার স্বামী নারাজ। তৃতীয় ঐ ব্যক্তি আযান শুনিয়া জামাতে শরীক হয়না।