
07/06/2025
ফুটবল..... ফুটবল....... ফুটবল
ফুটবল প্রিয় সুধীজন, ফুটবল খেলার খবর শুনুন...টানা ৯ম বারের মতো আবারো আয়োজিত হতে যাচ্ছে এসএসসি ব্যাচ ২০১৫ ও এসএসসি ব্যাচ ২০১৬ এর মধ্যকার বৃক্ষরোপন কর্মসূচি, আনন্দর্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ। আনন্দর্যালির শুভ উদ্বোধন করবেন ,
জনাব, মো আসাদুজ্জামান
প্রধান শিক্ষক, তুলসিঘাট কাশিনাথ উচ্চ বিদ্যালয়।
প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণ করবেন। জনাব, মো: মশিউর রহমান সরকার মিঠুল।
সহকারী প্রধান শিক্ষক, তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয় ও চেয়ারম্যান ৪ নং সাহাপাড়া ইউনিয়ন পরিষদ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলীগন।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন শাহ মো : আবু আউয়াল রিজু। বিএসসি, সহকারি শিক্ষক, তুলসীঘাট কাশীনাথ উচ্চ বিদ্যালয়।
খেলাটি অনুষ্ঠিত হবে: ঈদের পরের দিন অর্থাৎ ৮জুন, ২০২৫, রোজ : রবিবার।
সময়: বিকেল ৪ ঘটিকা
স্হান: মিনি স্টেডিয়াম, তুলশীঘাট, গাইবান্ধা।
আয়োজনে: স্বপ্ন সঞ্চয় সমিতি, তুলশীঘাট, গাইবান্ধা।
উক্ত আয়োজনে স্পন্সর হিসেবে থাকছে:
URBAN DESIGN STUDIO, শ্যামলী, ঢাকা।
উক্ত আয়োজনটি উপভোগ করতে আপনারা সবান্ধব আমন্ত্রিত.....।।।